• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই কার্তিক ১৪৩১ দুপুর ০২:৩৬:৫৮ (01-Nov-2024)
  • - ৩৩° সে:

জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট


শুক্রবার ১২ই জুলাই ২০২৪ বিকাল ০৩:২১



ছবি: চ্যানেল এস

মোঃ শামীম হোসেন, জামালপুর: 

জামালপুরে যমুনাসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বাড়ছে পানিবন্দি মানুষের দুর্ভোগ।

শুক্রবার সকালে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার ও সরিষাবাড়ীর জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে বিপৎসীমার ৯৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ  ও সরিষাবাড়ীসহ সবকটি উপজেলায় বন্যার কারণে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। বন্ধ রয়েছে ১৯টি কমিউনিটি ক্লিনিক, ২শ ৭৬টি প্রাথমিক বিদ্যালয় ও ৮১টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান। বিভিন্ন স্থানীয় ও আঞ্চলিক সড়ক ডুবে যাওয়ায় যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর।

দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ইতোমধ্যে বন্যার্তদের জন্য ৫শ’ ৪০ মেট্টিক টন চাল, ৭লক্ষ ৫০ হাজার টাকা ও ৪হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->