চ্যানেল এস ডেস্ক:
টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলেসৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছিলো সিলেটের গোয়াইনঘাট উপজেলা। কয়েক দিন উপজেলার ৭০ ভাগের বেশি এলাকা ছিল জলমগ্ন।
ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়ি ও রাস্তাঘাট। ২০২২ সালে সিলেটে ভয়াবহ বন্যার তাণ্ডব গোটা বিশ্বে আলোড়ন জাগিয়েছিল। এবারের বন্যার লক্ষণ তার চেয়েও ভয়াবহ বলে জানিয়েছেন স্থানীয়রা।
গতবারের চেয়ে এবার পানি বৃদ্ধির হার ছিল দেড় থেকে দুই ফুট বেশি। তলিয়ে গিয়েছে উপজেলার ২১৪টি গ্রামের কাঁচা-পাকা রাস্তাঘাট ও ব্রিজ-কালভার্ট। পাহাড়ি ঢলের তোড়ে প্লাবিত অঞ্চলের প্রায় ৩০০ কিলোমিটার গ্রামীণ রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে। দুর্ভোগ বেড়েছে উপজেলাবাসীর।
মন্তব্য করুনঃ