• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই কার্তিক ১৪৩১ সকাল ১০:২৭:০৩ (01-Nov-2024)
  • - ৩৩° সে:

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৮ বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টি


রবিবার ৩০শে জুন ২০২৪ বিকাল ০৫:৪৮



বঙ্গোপসাগরে লঘুচাপ, ৮ বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টি

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

মৌসুমি বায়ুর প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে দেশের ৮ বিভাগেই। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ফেনীতে, ১১৮ মিলিমিটার। ২৪ ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৩৫ মিলিমিটার। 

পূর্বাভাসে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে বয়ে যেতে পারে দমকা থেকে ঝোড়ো বাতাস। তাই চার সমুদ্রবন্দরে জারি করা হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। সেই সঙ্গে ভারী বর্ষণের কারণে পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, রোববার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের ১৩ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কি.মি. বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->