• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই কার্তিক ১৪৩১ সকাল ১০:২৪:৪৯ (01-Nov-2024)
  • - ৩৩° সে:

০১:২০ পিএম, ৩০ মে ২০২৪


ক্যাটাগরি

সারাদেশ
জেলার খবর
দুর্ঘটনা
জনদুর্ভোগ

সিলেটে হঠাৎ বন্যা, পানিবন্দি কয়েক হাজার মানুষ


বৃহঃস্পতিবার ৩০শে মে ২০২৪ দুপুর ০১:২০



সিলেটে হঠাৎ বন্যা, পানিবন্দি কয়েক হাজার মানুষ

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

উজানের ঢলে সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জে বন্যা দেখা দিয়েছে। হঠাৎ ধেয়ে আসা ঢলে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের হাওর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।জানা গেছে- সারিঘাট-গোয়াইনঘাট সড়কের দুটি পয়েন্টে গোয়াইনঘাট-রাধানগর ও জাফলং সড়কের শিমুলতলায় বন্যার পানিতে প্লাবিত হয়েছে। 

 এদিকে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায় সিলেট তামাবিল মহাসড়কের উপর দিয়েও পানি প্রবাহিত হচ্ছে। উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা মনিটরিং সেলের অফিসারগণ সহ জনপ্রতিনিধিরা বন্যাজনিত দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তায় নিয়োজিত আছেন। ইতোমধ্যেই গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। 

জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৪৮ টি ও গোয়াইনঘাট উপজেলার ১৩ টি ইউনিয়নে মোট ৫৬ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->