ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের এক সাধারণ চা বিক্রেতা থেকে দেশের আইকন হয়ে ওঠা “এম এ পাস চা ওয়ালা” এবার যাচ্ছেন গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের পাতায় নিজের নাম লেখাতে। চায়ের কাপ হাতে শুরু করা তার ব্যতিক্রমী যাত্রা এখন ছড়িয়ে পড়ছে বিশ্বমঞ্চে। চলতি মাসে রাজধানীর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে “এম এ পাস চা ওয়ালা’স গিনিস ওয়ার্ল্ড রেকর্ড টি ফেস্টিভ্যাল ২০২৫”। আয়োজকরা জানায়, এক দিনে ৫০ হাজার+ চা পরিবেশন ও অংশগ্রহণকারীর রেকর্ড গড়াই এ উৎসবের প্রধান লক্ষ্য। এম এ পাস চা ওয়ালা বলেন, “আমি বিশ্বাস করি, এক কাপ চা শুধু পানীয় নয় এটা মানুষের হৃদয়কে যুক্ত করার মাধ্যম। গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের নাম উঠুক, এটাই আমার স্বপ্ন।” আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের খ্যাতনামা শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন এই মহোৎসবে। চা শিল্প বিশেষজ্ঞরা মনে করছেন, এ উদ্যোগ বাংলাদেশের চা সংস্কৃতিকে বৈশ্বিক অঙ্গনে নতুনভাবে তুলে ধরবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ের উদ্যোক্তা ও তরুণ সমাজের জন্য হবে এক অনন্য অনুপ্রেরণা।দেশজুড়ে এখন আলোচনা একটাই কবে ইতিহাস গড়বেন এম এ পাস চা ওয়ালা। যদি সবকিছু পরিকল্পনা মতো এগোয়, তবে অক্টোবর মাসেইগিনিস ওয়ার্ল্ড রেকর্ডের পাতায় যুক্ত হবে বাংলাদেশের এই গর্বের নাম।“মাস্টার্স পাস একজন যুবক চায়ের দোকান দিবেন” শুনলেই অনেকে অবাক হয়ে ভ্রু কুঁচকেছেন। অনেকে বলেছিলেন, ‘কফি শপ বা আধুনিক কোনো ক্যাফে হলে মানাতো, কিন্তু চায়ের দোকান?’ কিন্তু সেই সব সামাজিক দৃষ্টিভঙ্গিকে অগ্রাহ্য করে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি দেখিয়ে দিয়েছেন, সৎ উপার্জন ও আত্মসম্মানের কাছে সমাজের কথার কোনো মূল্য নেই। শিক্ষাজীবন থেকে সংগ্রামের পথচাঁপাইনবাবগঞ্জ জেলার সহিদুল রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। ২০১৩ সালে পড়াশোনা শেষ করে চাকরির জন্য বহু চেষ্টা করেছেন। আবেদন করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে, কিন্তু কাঙ্ক্ষিত চাকরি জোটেনি। তবুও হাল ছাড়েননি।এক সময় তিনি ফ্রিজের দোকান খোলেন। কিছুটা সময় সেই ব্যবসা চালালেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। পরে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত একটি কলেজে শিক্ষকতা করেন। শিক্ষকতা করতে করতে আবারও স্বপ্ন দেখেছিলেন একটি অনলাইন স্কুল গড়ে তোলার। সেই স্বপ্ন নিয়েই পথ চলছিল, কিন্তু আর্থিক সীমাবদ্ধতা ও বাস্তবতার চাপে তা বেশিদূর এগোয়নি।নতুন স্বপ্নের নাম ‘এমএ পাস চাওয়ালা’এই দীর্ঘ সংগ্রামের পর সহিদুল নতুন সিদ্ধান্ত নেন। ভেবেচিন্তে ঠিক করেন চায়ের দোকান দেবেন। তবে এই সিদ্ধান্তও সহজ ছিল না। অনেকেই আপত্তি তোলেন। পরিবার থেকেও বলা হয়েছিল, যদি করতেই হয় তবে অন্তত ‘ক্যাফে’ জাতীয় কিছু করা হোক। কিন্তু সহিদুল নড়েননি। অক্টোবরের শুরুতে রাজধানীর ভাটারা কেন্দ্রীয় মসজিদের কাছে যাত্রা শুরু করে ‘এমএ পাস চাওয়ালা’। দোকান ভাড়া করতে গিয়েও তাকে অনেক বাধার মুখে পড়তে হয়। মালিকেরা যখনই জানতে পারতেন দোকানটি হবে চায়ের, তখনই ভাড়া দিতে অনীহা প্রকাশ করতেন। কেউ কেউ ফোনেই কথা বলা বন্ধ করে দিতেন। কিন্তু সহিদুলের জেদ আরও বেড়ে যায়।তিনি বলেন, “এই নামের পেছনে দুটি কারণ আছে। প্রথমত, নাম শুনেই যেন সবাই আকৃষ্ট হয়। দ্বিতীয়ত, শিক্ষিত বেকার তরুণরা যেন অনুপ্রাণিত হয় এবং কোনো কাজকে ছোট না ভাবে।”সাজানো দোকান আর বিচিত্র স্বাদের চাসহিদুলের দোকান সাজানো হয়েছে বেশ যত্ন নিয়ে। তামার তৈরি আরবি কেতার কেটলি, নানা রকম চা তৈরির সরঞ্জাম, পরিপাটি আসবাব সব মিলিয়ে দোকানটি আলাদা আমেজ তৈরি করেছে। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে ব্যবসায়ী ও চাকরিজীবীরা নিয়মিত ভিড় করছেন এখানে।চায়ের তালিকাও বেশ বৈচিত্র্যময়। ইরানি জাফরান চা, ইরানি দুধ চা, স্পেশাল মাসালা দুধ চা, গরুর দুধ চা এমন সব নতুন নাম ও স্বাদের চা মিলছে একেবারে কম দামে এম এ পাস চা ওয়ালার দোকানে। সঙ্গে থাকছে মাংসের স্পেশাল শিঙাড়া। আরো আছে আইস টি,মকটেল,জুস,লাচ্ছি,মিল্ক শেক,ফ্রেঞ্চ ফ্রাই,মটু শর্মা,মটকা মিট বক্স।
৩ মাস আগে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যেন পিছিয়ে যায়, সময়মতো নির্বাচন যাতে না হয়, সেই চেষ্টাই করছে কোনো কোনো দল। তিনি বলেন, রাজনীতি, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে নির্বাচন এখন অত্যন্ত প্রয়োজন।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে ‘শহীদ জিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।রাজনীতি, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে দ্রুত একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন।কিছু সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সংস্কারের প্রকৃত বাহক আমাদের দল, বিএনপি।যারা বিএনপিকে ভিলেন বানানোর চেষ্টা করছে, তাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, অনেকে বলছে বিএনপি সংস্কার চায় না, এটি সম্পূর্ণ মিথ্যা প্রচার। দেশের যা কিছু ভালো, তার সবই এসেছে বিএনপি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে।তিনি আরও বলেন, জিয়াউর রহমান ১৯৭১ সালে শহীদ হলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। দেশ লিবিয়া বা আফগানিস্তানের মতো অস্থিতিশীল হয়ে পড়ত।
২ মাস আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখতে ইসলামী ব্যাংক ও ইবনে সিনাসহ সমমনা প্রতিষ্ঠানের কাউকে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ না দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে দলটির পক্ষ থেকে ৩৬ দফার এক প্রস্তাবনা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে জমা দেওয়া হয়।সেখানে বলা হয়েছে, নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে ভোটগ্রহণ কর্মকর্তা বা পোলিং পারসোনাল তথা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে দলীয় প্রতিষ্ঠান হিসেবে সর্বমহলের নিকট চিহ্নিত এমন প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীদের নিয়োগ দেওয়া যাবে না। যেমন- ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইবনে সিনা ইত্যাদি। উল্লেখযোগ্য যে, এরই মধ্যে ইসলামী ব্যাংক সারাদেশে প্রায় পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ বাতিল করেছে এবং এসব শূন্যপদে তড়িঘড়ি করে দলীয় লোক নিয়োগের ব্যবস্থা নেওয়া হয়েছে মর্মে জনশ্রুতি রয়েছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিইসির কাছে আজ এ প্রস্তাবনা তুলে ধরেন।বৈঠকের পর সংবাদ সম্মেলনে মঈন খান বলেন, বিতর্কিত কাউকে যেন ভোটের দায়িত্বে নিয়োগ দেওয়া না হয়। এ সময় তার হাতে ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে করণীয় প্রস্তাবসমূহ নির্বাচন কমিশনের সহিত সভার জন্য প্রস্তাবিত কার্যপত্র’ শীর্ষক একটি দলিল দেখা যায়।
২ মাস আগে
আওয়ামী সরকারের পতনের এক বছর পরও কুমিল্লায় বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন ৩৩ ইউপি চেয়ারম্যান ।সরকারের পট পরিবর্তনের পরও বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন তারা । এ সময় তাদের একটি রাজনৈতিক দল ও ছাত্র সমন্বয়কদের কিছু নেতা নানাভাবে সুবিধা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে সরকার পতনের দীর্ঘ ১৪ মাসেও আওয়ামী সমর্থিত এসব চেয়ারম্যান প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এ সুযোগে তারা নিয়মিত পালিয়ে থাকা দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছেন বলে জানা গেছে। আর এই তালিকায় রয়েছেন বুড়িচং-৮, লালমাই-৮, ব্রাহ্মণপাড়া-৫, নাঙ্গলকোট-৪, বরুড়া-৭ এবং সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যানরা। সরেজমিনে ঘুরে বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা যায়, বিগত স্বৈরাচার সরকারের সময় কুমিল্লার প্রায় প্রতিটি ইউনিয়নে নির্বাচনের সময় বিরোধী মতের কোনো রাজনৈতিক প্রতিপক্ষ ছিল না। বেশিরভাগ স্থানে প্রতিদ্বন্দ্বীও ছিল না। তবে যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন তার সবটাই আ.লীগের বিদ্রোহী প্রার্থী। অভিযোগ রয়েছে, কুমিল্লা দক্ষিণ জেলার অন্তর্গত সাবেক অর্থ মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ওরফে লোটাস কামালের নির্বাচনি এলাকা লালমাই উপজেলার আট চেয়ারম্যান হচ্ছেনÑবাগমারা উত্তর ইউপির চেয়ারম্যান আবুল কাসেম, বাগমারা দক্ষিণ লোকমান বেলঘর উত্তর আব্দুল মালেক, বেলঘর দক্ষিণ গাজী, ভোলাইন উত্তর এমরান কবির, ভোলাইন দক্ষিণ মুজিবুর রহমান, পেরুল উত্তর আনোয়ার হোসেন দুলাল, পেরুল দক্ষিণ খন্দকার সাইফুদ্দিন । একই নির্বাচনি এলাকা নাঙ্গলকোটের চার ইউপির চেয়ারম্যানরা হচ্ছেন- সাতবাড়িয়া ইউনিয়নের শেখ কবির টুটুল, বক্সগঞ্জের আব্দুর রশিদ, রায়কোট উত্তরের মাস্টার রফিকুল ইসলাম ও বাঙ্গড্ডার সাইফুল ইসলাম এবং সদর দক্ষিণ উপজেলার এক ইউপি চৌয়ারার সোহাগ । তারা নিজ নিজ এলাকায় রাজনৈতিক প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি। হামলা-মামলা, জমি দখল, চাঁদাবাজি সর্বক্ষেত্রেই ছিল তাদের বিচরণ। ২৪ এর ৫ আগস্ট পরবর্তী সাধারণ মানুষ তাদের গ্রেপ্তারসহ বিচারের অপেক্ষায় ছিল। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, বিএনপির একটি প্রভাবশালী অংশ ও ছাত্র সমন্বয়কদের একটা সুবিধাবাদী অংশ অনৈতিক সুবিধা নিয়ে তাদেরকে নিরাপদে দায়িত্ব পালনের সুযোগ করে দিচ্ছে। একইভাবে আ.লীগ অধ্যুষিত সাবেক আইন-বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী, ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলের কারিগর অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বুড়িচং উপজেলার চেয়ারম্যানরা হচ্ছেনÑ মোকাম ইউনিয়নের সাহেব আলী, ময়নামতির লালন হায়দার, ভারেল্লা উত্তর ইস্কান্দর আলী, ভারেল্লা দক্ষিণ ওমর ফারুক, রাজাপুর আব্দুল করিম, পীর যাত্রাপুর হাজী আবু তাহের, বাকশীমুল আবুল কাসেম, ষোলনল হাজী বিল্লাল এবং ব্রাহ্মণপাড়ার জহিরুল হক, শিদলাই সাইফুল ইসলাম, মাধবপুর ফরিদ উদ্দিন, সাহেবাবাদ ভিপি মনিরুল বিল্লাল এবং শশীদল আতিকুর রহমান, বরুড়ায় দুটি স্বতন্ত্রসহ মোট সাতটি ইউপির চেয়ারম্যানরা হচ্ছেনÑ গালিমপুর বাচ্চু মিয়া (স্বতন্ত্র), ভবানীপুরে খলিল, আদ্রায় লিমন (স্বতন্ত্র), ভাউকসার মাসুদ, চিতড্ডা জাকারিয়া, পয়েলগাছা মইন উদ্দীন ও খোশবাস দক্ষিণে আব্দুর রব এবং সদর দক্ষিণের চৌয়ারা ইউনিয়নের সোহাগ এখনো বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন। আর এ সুযোগে প্রকাশ্যে ঘুরে বেড়ানোর ফাঁকে নিজ মতাদর্শের নেতাকর্মীদের সঙ্গে এসব জনপ্রতিনিধিরা নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন বলেও অভিযোগ। দায়িত্বশীল সূত্র আরো জানায়, এসব চেয়ারম্যানরা প্রতিটি এলাকায় নেতাকর্মীদের সংগঠিত করার কাজ করছেন গোপনে। তবে আ.লীগ সরকারের পতনের পরপরই জনরোষে লাকসাম, মনোহরগঞ্জ সদর দক্ষিণ, কুমিল্লা সদর উপজেলার প্রায় সব ইউপি চেয়ারম্যানরা পালিয়ে যায়।
৩ মাস আগে