• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৫:৩৪ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

চ্যানেল এস ডেস্ক: যুদ্ধ কখনও কোনো সমাধান দিতে পারে না। এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। নারী-শিশুসহ সব বয়সী মানুষ এর শিকার হয়ে জীবন পর্যন্ত দিচ্ছে। চলমান রাশিয়া-ইউক্রেন, ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ বন্ধ করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়-বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশনের (ইউএনএসকাপ) সম্মেলনে তিনি এ আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, রাশিয়া-ইউক্রেন, ইসরাইল-ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করতে বিশ্বনেতাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। যুদ্ধের ভয়াবহতা আমি জানি। বাংলাদেশ কখনও যুদ্ধ চায় না। যুদ্ধ কোনো সমাধান নয়। তাই আলোচনার মাধ্যমে চলমান সব যুদ্ধ বন্ধের উদ্যোগ নেয়া উচিত বিশ্বনেতাদের। রোহিঙ্গা ইস্যু তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট মিয়ানমারের, সমাধানও তাদেরকেই করতে হবে। মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলে বাংলাদেশ। তবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় বাংলাদেশে নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে। তাই যতদ্রুত সম্ভব রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করে মিয়ানমারে ফেরত পাঠাতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশেন মানুষের গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করেছে। বয়স্ক ভাতা, গৃহহীনদের জন্য বাড়ি তৈরী করে দেয়াসহ নিরাপদ সুপেয় পানিরও ব্যবস্থা করেছে সরকার। বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নে বরাবরই প্রস্তুত বাংলাদেশ। এই অঞ্চলের দেশগুলোকে বাংলাদেশের ১০০ বিশেষায়িত অর্থনৈতিক জোনে বিনিয়োগেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

5 hours ago



















মোদি-রাহুলের বিরুদ্ধে অভিযোগ, নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী, উভয়ের বিরুদ্ধে নির্বাচনী বক্তৃতায় মডেল কোড লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগের কয়েকদিন পর বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও কংগ্রেসকে নোটিশ পাঠিয়েছে দেশটির নির্বাচন কমিশন। খবর এনডিটিভির। বিজেপির সভাপতি জেপি নাড্ডা ও কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে ২৯ এপ্রিল সোমবার সকাল ১১টার মধ্যে প্রতিক্রিয়া চেয়েছে নির্বাচনী প্যানেল। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো নোটিশেই রাহুল গান্ধী কিংবা নরেন্দ্র মোদি, মূল অভিযুক্ত দুজনের কারো নামই উল্লেখ করা হয়নি। এছাড়াও, প্রতিটি নোটিশে প্রতিদ্বন্দ্বীর অভিযোগের কপি ছিল। এবারই প্রথমবার কোনো নির্বাচনে দলীয় কর্তাদেরকে প্রচারণার ভাষণে লঙ্ঘনের জন্য দায়ী করা হয়েছে। জনপ্রতিনিধিত্ব আইনের ৭৭ ধারার অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে জারি করা দুই পৃষ্ঠার বিবৃতিতে, ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) ঘোষণা করেছে, ‘তারকা প্রচারক’ (মোদি ও রাহুলকে) উচ্চতর মানের বক্তৃতায় অবদান রাখবেন বলে আশা করা হচ্ছে। তাদের এসমস্ত বক্তৃতা কখনো কখনো বিকৃত হয়ে স্থানীয় পর্যায়ে প্রতিযোগিতার উত্তাপ ছড়াতে পারে। ইসিআই বলেছে, রাজনৈতিক দলগুলোকে তাদের প্রার্থীদের সাধারণভাবে এবং বিশেষ করে তারকা প্রচারকদের আচরণের জন্য প্রাথমিক ও ক্রমবর্ধমান দায়িত্ব নিতে হবে। উচ্চ পদে অধিষ্ঠিতদের প্রচারাভিযানের বক্তৃতা আরও গুরুতর পরিণতির কারণ হতে পারে। সূত্রগুলি এই নির্বাচনের শুরুতে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে ও বিজেপির দিলীপ ঘোষের সীমালঙ্ঘনের দিকেও ইঙ্গিত করেছে। এ ক্ষেত্রেও বিজেপি ও কংগ্রেস প্রধানদের নোটিশ দেওয়া হয়েছে। কংগ্রেস গত সপ্তায় রাজস্থানের বাঁশওয়ারায় মোদির বক্তৃতা সম্পর্কে অভিযোগ করেছে। বক্তৃতায় মুসলমানদের উল্লেখ করে মোদি বলেছিলেন, বিরোধী দল অনুপ্রবেশকারীদের কাছে সম্পদ পুনঃবন্টন করার পরিকল্পনা করছে। মোদি কংগ্রেসের ইশতেহারকে উদ্দেশ করে বলেছিলেন, দলটির মধ্যে মুসলিম লীগের ছাপ রয়েছে। যতটুক অবশিষ্ট আছে তাতে সম্পূর্ণরূপে বামপন্থীদের আধিপত্য। ১৯ এপ্রিল থেকে ভারতে এবারের লোকসভা নির্বাচন শুরু হয়েছে, চলবে ১ জুন পর্যন্ত মোট ৪৪ দিন। ফল ঘোষণা করা হবে ৪ জুন।

বৃহঃস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:১৮
ভারতের লোকসভা নির্বাচন: কাল দ্বিতীয় দফা ভোটগ্রহণ
বৃহঃস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪ বিকাল ০৩:২১

নেতানিয়াহুকে পদত্যাগ করতে বললেন ন্যান্সি পেলোসি
বৃহঃস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪ বিকাল ০৩:১৯

ইরান-ইসরায়েল সংঘাত: সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র?
বৃহঃস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪ বিকাল ০৩:১২

থাইল্যান্ডে হিট স্ট্রোকে ৩০ জনের মৃত্যু
বৃহঃস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪ দুপুর ০২:৪৫




মালয়েশিয়ায় ১৩৪ বাংলাদেশি গ্রেফতার
বৃহঃস্পতিবার ২৯শে ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:০৪

শেখ হাসিনার ভূয়সী প্রশংসায় আফ্রিকান দেশগুলো
শুক্রবার ১৬ই ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:৩৪

কুয়েতে অবৈধ অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ
রবিবার ২৮শে জানুয়ারী ২০২৪ সকাল ১১:৩৭