• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৬:০০:১০ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন ড. ইউনূস

চ্যানেল এস ডেস্ক: জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে আজ নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ৫৭ জন সফরসঙ্গী নিয়ে সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হন তিনি। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখবেন, প্রধান উপদেষ্টা। তাঁর বক্তব্যে বিগত দুই মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণঅভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়, বিশ্ব দরবারে তুলে ধরবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে এটিই ড. মুহাম্মদ ইউনূসের প্রথম বিদেশ সফর। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিনদিন নিউইয়র্কে অবস্থান করে ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ড. ইউনূসের বৈঠক করার কথা রয়েছে। গত তিন দশকে বাংলাদেশের কোন রাষ্ট্র প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের এটিই প্রথম বৈঠক।  

-->