• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে ভাদ্র ১৪৩১ রাত ০৩:১১:৫৯ (11-Sep-2024)
  • - ৩৩° সে:

দর্শনার্থী শূন্য রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো

মারুফা কামাল, চ্যানেল এস: টানা কয়েকদিনের স্থবিরতা শেষে কর্মব্যস্ত রাজধানী এখন কিছুটা স্বাভাবিক। তবে  শুনশান অবস্থা বিনোদন কেন্দ্রগুলোতে । ছুটিরদিনে চিরচেনা ভীড় নেই,  নেই প্রাণচঞ্চলতা । টিকিট কাটার কোন লাইন নেই  এসব  বিনোদন কেন্দ্রে । কারফিউ শিথিল থাকায় ছোট ছেলেমেয়ের আবদার রাখতে সন্তান নিয়ে ঘুরতে এসেছেন হাতেগোনা কয়েকজন। সংশ্লিষ্টরা বলছে স্বাভাবিক সময়ের তুলনায় এখন প্রায় দর্শনার্থী শূন্য বিনোদন পার্কগুলো । চলমান পরিস্থিতে নিরাপত্তার বিষয় মাথায় রেখে বন্ধ রাখা হয়েছে মিরপুর জাতীয় চিড়িয়াখানা । পরিস্থিতি স্বাভাবিক হলেই সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে বলে জানান কর্তৃপক্ষ। পে অফ - দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরবে রাজধানী ঢাকাসহ সারাদেশে , এমন প্রত্যাশা সবার । 

-->