• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ বিকাল ০৪:০৬:৪২ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

গ্রাহকের দেড় কোটি টাকা নিয়ে উধাও ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট

চ্যানেল এস ডেস্ক: জাল জালিয়াতের মাধ্যেমে টাকা আত্মসাতের অভিযোগে ডাচ বাংলা ব্যাংকের এজেন্টসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুদক রংপুর জেলা শাখার উপপরিচালক বাদী হয়ে মামলাটি  দায়ের করেন।  মামলার আসমিরা হলেন মেসার্স শিরিন ট্রেডার্সের মালিক ও ডাচ বা্ংলা ব্যাংকের এজেন্ট জোবেদা বেগম, তার স্বামী মোহাম্মদ আবুল কালাম আজাদ, তার মেয়ের জামাই এবিএম আতাউর রহমান, এজেন্ট ব্যাংকের কর্মচারী মোহাম্মদ শাহজাহান ও জাহাঙ্গীর আলম। আসামিরা পরস্পর যোগসাজশ করে প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে ব্যাংকের ৩৯ জন গ্রাহকের ১ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত করেছে। মামলার এজাহারে জানা যায়, আসামি জোবেদা বেগম ও তার স্বামী ২০১৮ সালে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট হিসেবে কার্যক্রম শুরু করেন। এসময় বিভিন্ন গ্রাহকের কাছ থেকে এফডিআর বাবদ প্রচুর অর্থ গ্রহণ করেন তারা। তবে এই টাকা ব্যাংকে জমা না দিয়ে ব্যক্তিগত হিসাবে রেখে নিজেদের প্রয়োজনে ব্যবাহার করে আসছে। ২০২৩ সাল পর্যন্ত এভাবে গ্রাহকের কাছ থেকে প্রচুর টাকা সংগ্রহ করেন তারা। পরবর্তীতে গ্রাহকের দেড় কোটিরও বেশি টাকা নিয়ে এজেন্ট ব্যাংকিং শাখা বন্ধ করে উধাও হয়ে যায় আসামিরা। 

-->