• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই চৈত্র ১৪৩০ বিকাল ০৩:০৪:১৬ (19-Mar-2024)
  • - ৩৩° সে:

চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে মুক্তা

প্রথম আলো চর আলোর পাঠশালার অষ্টম শ্রেণির ছাত্রী মুক্তা আক্তার। সে একজন মেধাবী ছাত্রী। একাডেমিক পড়াশোনার পাশাপাশি নিয়মিত প্রথম আলো পত্রিকা, বিজ্ঞান চিন্তা, কিশোর আলো পড়ে সে। প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতা যেমন রচনা, কুইজ, আবৃত্তি, চিত্রাঙ্কন ইত্যাদি বিষয়ে অংশগ্রহণ করে নিয়মিত প্রথম স্থান অধিকার করে আসছে। তা ছাড়াও স্কুলের পিটি প্যারেডের অধিনায়কের দায়িত্বও সে পালন করে। তার পিতা মো. মুকুল মিয়া একজন পল্লি চিকিৎসক। তাঁর স্বপ্ন মেয়েকে ডাক্তার বানাবেন। তিনি তাঁর মেয়েকে শিখিয়েছেন যদি একজন লোক হঠাৎ অসুস্থ হয় তাকে কীভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়।আলো চর আলোর পাঠশালার অষ্টম শ্রেণির ছাত্রী মুক্তা আক্তারস্কুল চলাকালীন সময়ে কোনো শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হলে, মুক্তা প্রাথমিক চিকিৎসা দেয়। তার স্বপ্ন বড় হয়ে একজন আদর্শবান ডাক্তার হবে। ডাক্তার হয়ে দেশের এবং এই প্রত্যন্ত এলাকার মানুষের জন্য সু চিকিৎসার ব্যবস্থা করবে। তার এই স্বপ্ন পূরণ করার জন্য প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষকবৃন্দ তাকে সব সময় উৎসাহ দিয়ে আসছেন। আশা করি মুক্তা আক্তার তার লক্ষে পৌঁছাতে পারবে।