• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ বিকাল ০৫:৫৮:৪২ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

চ্যানেল এস ডেস্ক:রাজনৈতিক সভা সমাবেশে নিষেধাজ্ঞা জারির পর রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল থেকেই যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে দলটির কেন্দ্রীয় কার্যালয় ও কাকরাইল এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়। এর আগে এখানে জাতীয় পার্টি সমাবেশ ও বিক্ষোভের ডাক দেয় আর সমাবেশ প্রতিহত করার ঘোষণা দেয় ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা। এমন পরিস্থিতিতে কাকরাইলসহ আশপাশ এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ । এরপর সমাবেশ স্থগিত করে জাতীয় পার্টি। এদিকে, জাতীয় পার্টির কার্যালয়ের আশপাশে কাউকে অবস্থান করতে দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

-->