• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই চৈত্র ১৪২৯ ভোর ০৫:৩৬:৪৬ (02-Apr-2023)
  • - ৩৩° সে:

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে বিএনপির অবস্থান কর্মসূচী পালন

চ্যানেল এস ডেস্ক :সরকারের পদত্যাগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদ সহ ১০ দফা দাবিতে নোয়াখালীতে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি।শনিবার(১ এপ্রিল) সকালে নোয়াখালী প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচী পালন করা হয়।জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ শাহজাহান।এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা আলহাজ্ব ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরণ, সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহম্মদ ও জেলা ছাত্রদলের আজগর উদ্দিন দুখু সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। 

শনিবার ১লা এপ্রিল ২০২৩ বিকাল ০৪:৪৯

ডিপজলের চোখে সফল অস্ত্রোপচার

বিনোদন ডেস্ক: বেশ কয়েক বছর ধরে চোখের সমস্যায় ভুগছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সম্প্রতি চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে গেছেন তিনি। সেখানেই গতকাল (৩১ মার্চ) তার ডান চোখে অস্ত্রোপচার করা হয়।সফল অস্ত্রোপচারের পর বর্তমানে সুস্থ আছেন অভিনেতা। বিষয়টি নিশ্চিত করেছেন ডিপজল নিজেই। ফেসবুক লাইভের ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, চোখের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। সবার দোয়া চাই।’এর আগে ডিপজল বলেছিলেন, ‘ডান চোখে একটু ঝাপসা দেখা দেওয়ার কারণে সিঙ্গাপুর এসেছি। তাছাড়া এবার শারীরিক অন্যান্য চেকআপও করাব। সবশেষে ৪ এপ্রিল দেশে ফিরব বলে আশা করছি। আমার ভক্ত ও দর্শকদের কাছে দোয়া চাচ্ছি, যেন সুস্থভাবে ফিরতে পারি।’উল্লেখ্য, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার সম্ভবনা রয়েছে ডিপজল অভিনীত ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমাটি। মজার গল্পে এটি নির্মাণ করেছেন বরেণ্য নির্মাতা মনতাজুর রহমান আকবর। এতে ডিপজল ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌ খান, নাহিদ এরফান, শ্যামল, প্রিয়াঙ্কা জামান, রিনা খান প্রমুখ।

শনিবার ১লা এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৬:০০

রিয়াজের বিরুদ্ধে নির্মাতার প্রতারণার অভিযোগ

বিনোদন ডেস্ক: চিত্রনায়ক রিয়াজের নামে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন হারুনুর রশীদ কাজল (জ্যাম্বস্ কাজল) নামের এক পরিচালক। এ বিষয় শনিবার (০১ এপ্রিল) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও পরিবেশক সমিতিতে লিখিত অভিযোগ দায়ের করেন ওই নির্মাতা। নির্মাতা হারুনুর রশীদের দাবি, তিনি এ্যাডপ্লাস বিজ্ঞাপন সংস্থার প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠান থেকে রংপুর ক্যামিকেল লিঃ থেকে বিজ্ঞাপন নির্মাণের কাজ নেওয়া হয়। সেখানে চিত্রনায়ক রিয়াজকে শুধুমাত্র অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করেন। কিন্তু রিয়াজ এই নির্মাতার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালিয়ে বিজ্ঞাপন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের খেপিয়ে তুলে তার নিজের দখলে নিয়ে নেয়। যার ফলে রংপুর ক্যামিকেল লিঃ প্রতিষ্ঠানের থেকে এ্যাডপ্লাস বিজ্ঞাপন সংস্থার চুক্তি বাতিল হয়ে যায়। দুই পৃষ্ঠার লিখিত পত্রে হারুনুর রশীদ কাজল এই নায়কের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনেন। এসময় তিনি জানিয়েছেন, শুক্রবার (৩১ মার্চ) ঢাকার অদূরে অবস্থিত ফিল্ম ভ্যালিতে তিনটি বিজ্ঞাপন নির্মাণের কাজ শুরু করেছেন রিয়াজ। মডেলিংয়ের পাশাপাশি বিজ্ঞাপনটি নায়ক নিজেই পরিচালনা করছেন। এমন অবস্থায় পরিচালক সমিতিতে আর্জি জানিয়ে ওই নির্মাতা বলেন, আমার রিজিক হরণকারী, ওয়াদা ভঙ্গকারী, সম্মান ধ্বংসকারী, জাতীয় বেঈমান চিত্রনায়ক রিয়াজ কর্তৃক আমার ওয়ার্ক অর্ডারপ্রাপ্ত তিনটি বিজ্ঞাপনের নির্মাণ কাজ দ্রুত বন্ধ করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সমিতির কাছে বিনীত আবেদন করছি। সেই সাথে আমার ওয়ার্ক অর্ডারপ্রাপ্ত তিনটি বিজ্ঞাপনের নির্মাণ দায়িত্ব ফিরিয়ে পাবার আকুল আবেদন জানাচ্ছি এবং এমন অমানবিক কর্মকাণ্ড করা ও আমার মান সম্মান নষ্ট করার দায়ে রিয়াজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ ব্যাপারে রিয়াজ বলেন, আমি অভিযোগের কথা শুনেছি। কিন্তু উনি হঠাৎ করে উনি (হারুনুর রশীদ কাজল) আমার নাম কেনো জড়ালেন সেটাই বুঝতে পারছি না। তার সঙ্গে কোম্পানির চুক্তি হয়েছে। আমার সঙ্গে আর্টিস্ট হিসেবে কোম্পানীর চুক্তি হয়েছে। এখানে আমি তো কোনো ভুল করিনি। কোম্পানী যদি তার সঙ্গে কোনো চুক্তি বাতিল করেন সেটাতো আমার বিষয় নয়। আমি এখানে কিভাবে এলাম এটা বুঝতে পারছি না।

শনিবার ১লা এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৬:০০

জয়া-স্বস্তিকার ফ্রেমবন্দি উষ্ণতা!

বিনোদন ডেস্ক: টালিউডের বাণিজ্যিক সিনেমার ভিড়ে অভিনয়সত্তা ধরে রাখা গুটিকয়েক অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনয়গুনে জয় করেছেন দর্শকদের মন। অন্যদিকে প্রায় দশ বছর ধরে পশ্চিমবঙ্গের সিনেমায় কাজ করছেন বাংলাদেশের তারকা অভিনেত্রী জয়া আহসান। তিনিও সেখানে বাণিজ্যিক ঘরোনার বাইরের সিনেমাতেই কাজ করছেন। উপহার দিয়েছেন বেশকিছু দর্শকপ্রিয় ও প্রশংসিত সিনেমা। শুধু তাই নয়, সেরা অভিনেত্রী হিসেবে তিন তিনবার জিতেছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। কিন্তু মজার বিষয় হলো — একই ইন্ডাস্ট্রিতে একই ঘরোনার কাজ করলেও দীর্ঘ এই সময়ে কখনও দেখা হয়নি দুজনের। সম্প্রতি কাজের সুবাদে প্রথমবারের মতো দেখা হয়েছে তাদের। আর তা নিয়ে উচ্ছ্বসিত দুজনেই। এই দুই তারকাকে এবার একফ্রেমে এনেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। বাংলা নববর্ষ উপলক্ষে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের ম্যাগাজিন ‘ইনডালজ’-এর জন্য ফটোশুট করেছেন তারা। শুক্রবার (৩১ মার্চ) ম্যাগাজিনটি বাজারে এসেছে। অনলাইনেও তাদের ফটো ফিচারটি প্রকাশিত হয়েছে। শুধু তাই নয়, ম্যাগাজিনটির সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকার-আড্ডায় মন খুলে কথা বলেছেন এই দুই অভিনেত্রী। দশ বছরে কেন স্বস্তিকা-জয়ার দেখা হলো না? সাক্ষাৎকারের সেই আড্ডায় এ নিয়ে স্বস্তিকা বললেন, ‘আমি খুব অসামাজিক। ইভেন্টগুলোতে খুব একটা যাওয়া হয় না। আমার তো মনে হয়, জয়াও এসবে খুব একটা যান না। তাছাড়া জয়াকে অন্য দেশ থেকে আসতে হয়। আমার মনে হয় এসব কারণেই এর আগে আমাদের কখনও দেখা হয়নি।’ জয়ার সঙ্গে দেখা না হলেও তার অনেক সিনেমায় দেখা হয়েছে স্বস্তিকা। তিনি বলেন, ‘‘আমি তার অভিনয় প্রতিভার বিশাল ভক্ত এবং জয়ার বেশিরভাগ সিনেমাই আমার দেখা। ‘আবর্ত’, ‘বিসর্জন’, ‘বিনি সুতোয়’, ‘রবিবার’, ‘এক যে ছিলো রাজা’ এবং ‘রাজকাহিনী’- এই সবই আমি দেখেছি। তার ‘বিসর্জন’ দেখে প্রচুর কেঁদেছিলাম।’’ আড্ডায় স্বস্তিকা জানালেন, অনেক নির্মাতাকে তিনি এমন চিত্রনাট্য তৈরি করতে বলেছেন, সেখানে যেন জয়ার সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়! এসময়ই স্বস্তিকাকে জয়া প্রশ্ন করেন, আসলেই তুমি বলেছো? জবাবে স্বস্তিকা বলেন, ‘হ্যাঁ, কিন্তু এখানে হয়নি। বরং তুমি বাংলাদেশি কোনো নির্মাতাকে এ বিষয়ে বলতে পারো, যেখানে আমরা একসঙ্গে একটি সিনেমায় কাজ করতে পারি।’

শনিবার ১লা এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৬:০০

সাকিব-লিটনকে নিয়ে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা বিসিবির

স্পোর্টস ডেস্ক: টেস্ট দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও ওপেনার লিটন দাসকে রেখেই আইরিশদের বিপক্ষে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছিলেন সাকিব-লিটন। কিন্তু বিসিবির ভাষ্য, দেশের খেলা শেষ করেই আইপিএলে যেতে পারবেন সাকিব-লিটন। শেষ পর্যন্ত তাদের রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করলো বিসিবি। টাইগারদের টেস্ট স্কোয়াডে সাকিব-লিটন থাকায় আইপিএলে শুরু থেকেই তাদের পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজি দল কলকাতা নাইট রাইডার্স। দেশের হয়ে টেস্ট ম্যাচ শেষেই কেকেআর শিবিরে পাড়ি দেবেন এই দুই ক্রিকেটার।এদিকে দীর্ঘদিন পর টেস্ট স্কোয়াডে ফিরেছেন টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক।অন্যদিকে ভারতের বিপক্ষে টাইগারদের খেলা সবশেষ টেস্ট দল থেকে বাদ পড়েছেন নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, জাকির হাসান, ইয়াসির আলী এবং রেজাউর রহমান। আইরিশদের বিপক্ষে দলে ফিরেছেন তামিম ইকবাল, সাদমান ইসলাম, ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম।সফরের একমাত্র টেস্টে আগামী মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল।বাংলাদেশের টেস্ট দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।

শনিবার ১লা এপ্রিল ২০২৩ বিকাল ০৫:২৭

শিল্পী সমিতি থেকে সুচরিতা-রুবেলের সদস্যপদ বাতিল

বিনোদন ডেস্ক: শিল্পী সমিতির নির্বাচিত কমিটি থেকে চিত্রনায়ক রুবেল ও অভিনেত্রী সুচরিতার সদস্যপদ বাতিল করা হয়েছে। একই সঙ্গে চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ স্থগিত হতে যাচ্ছে আগামী রবিবার। চলচ্চিত্র শিল্পী সমিতি সূত্রে এমন খবর পাওয়া গেছে।সমিতির সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক জানান, রবিবার (২ এপ্রিল) বিকেল ৪টায় এক জরুরি সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হবে।২০২১-২০২৩ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচনে সহসভাপতি হিসেবে নির্বাচিত হন রুবেল এবং কার্যনিবাহী সদস্য হিসেবে নির্বাচিত হন সুচরিতা।শিল্পী সমিতি থেকে প্রাপ্ত এক চিঠিতে দেখা যায়, কার্যনির্বাহী কমিটির পর পর তিন মিটিংয়ে অংশগ্রহণ করেননি এবং সমিতির উন্নয়নমূলক কোনো কাজে দেখা যায়নি রুবেল ও সুচরিতাকে। পর পর তাদের নোটিশ দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তাই তাদের কার্যনির্বাহী কমিটি থেকে বাদ দেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয় সেই চিঠিতে। সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের স্বাক্ষর করা চিঠিটি ইস্যু হয়েছে গত ২৩ ফেব্রুয়ারি।আরেক চিঠিতে জানা যায়, জায়েদ খান বিভিন্ন ইউটিউব চ্যানেল ও গণমাধ্যমে সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান করেন। শিল্পী সমিতি মনে করে, যা সমিতির গঠনতন্ত্রের ৭(ক) ধারায় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। যেটা সমিতির সদস্য হিসেবে কাম্য নয়। এমন অভিযোগের ভিত্তিতে শিল্পী সমিতি জায়েদ খানের সদস্যপদ স্থগিত করতে যাচ্ছে।আগামী রবিবার সমিতির নবম কার্যনিবাহী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলেও চিঠিতে উল্লেখ আছে।সদস্যপদ স্থগিতের ব্যাপারে জায়েদ খানের সঙ্গে কথা হলে আপাতত এ বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ বলে জানান তিনি। তার কথায়, ‘তারা শুরু থেকেই আমার সঙ্গে অন্যায় করে আসছে। নায়ক রুবেল ভাই ও সুচরিতা ম্যাডামের মতো বড় তারকাদেরও সদস্যপদ স্থগিতের চিঠি দিয়েছে। কতটা অসম্মানজনক কাজ একবার ভাবুন।’সদস্যপদ বাতিলের বিষয়ে তিনি আরও বলেন, ‘জোর করে সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়া নিপুণের গঠনমূলক সমালোচনা করেছি বলেই তিনি আমার সদস্যপদ বাতিলের পায়তারা করছেন।’ তবে বিষয়টি নিয়ে আইনি লড়াই চালিয়ে যাবেন বলেও জানান জায়েদ খান।

শনিবার ১লা এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৬:০০

এবার পোশাকের জন্যেই ক্ষমা চাইলেন উরফি

বিনোদন ডেস্ক: ভারতের আলোচিত-সমালোচিত তারকা উরফি জাভেদ। উদ্ভট এবং খোলামেলা পোশাকের জন্য নিয়মিত ট্রলের শিকার হতে হয় এই অভিনেত্রীকে। পোশাকের কারণে নানান ঝামেলায় পড়লেও পাল্টা চোখ রাঙিয়ে উড়িয়ে দিয়েছেন, কোনোকিছুতে পাত্তাই দেননি উরফি।সম্প্রতি ফের পোশাক বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। তবে এবার উরফির কণ্ঠে শোনা গেল ভিন্ন এক সুর। সকলের কাছে ক্ষমা চেয়েছেন এই স্টাইলিশ তারকা। সেই সঙ্গে ঘোষণা দেন, তিনি এমন কোনো পোশাকই আর পরবেন না, যা অন্যের ভাবাবেগে আঘাত করে।শুক্রবার (৩১ মার্চ) নিজের ভেরিফায়েড টুইটারে একটি পোস্ট দেন উরফি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি মানুষের ভাবাবেগে আঘাত করার জন্য। আমি যে ধরনের পোশাক পরি, সেই জন্যও ক্ষমা চাচ্ছি।তিনি আরও লেখেন, এবার থেকে বদলে যাওয়া নতুন এক উরফিকে দেখতে পাবেন আপনারা। এখন থেকে অন্য রকম পোশাক পরবো আমি।তবে পোশাক শৌখিনীর এই পোস্ট দেখে চিন্তায় পড়ে গেছেন নেটিজেনদের একাংশ। হঠাৎ কী হলো উরফির! দিন কয়েক আগেও যিনি নিজের পোশাক নিয়ে কড়া ভাষায় জবাব দিয়েছেন নিন্দকদের, তার হঠাৎ এমন সুর বদলে হাজারও প্রশ্ন জেগেছে অভিনেত্রীর ভক্ত-অনুরাগীদের মনে।খবর : আনন্দবাজার

শনিবার ১লা এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৬:০০

বলিউড অনুপস্থিত, আইপিএল উদ্বোধন মাতালো দক্ষিণী তারকারা

বিনোদন ডেস্ক: এক সময় বলিউড আর ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ’ (আইপিএল) একে অপরের পরিপূরক ছিল। বিনোদন ও ক্রীড়া জগতের জমজমাট প্যাকেজে দর্শকের সামনে চোখ ধাঁধানো মোড়কে তুলে ধরা হত আইপিএলকে। তবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত এই ফ্র্যাঞ্চাইজির ১৬তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান হলো বলতে গেলে একেবারেই বলিউডহীন। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, গত বছরটা বলিউডের জন্য ভাল কাটেনি। একমাত্র রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’ ছাড়া আর কোনো বিগ বাজেট সিনেমায় বক্স অফিসে সারা ফেলতে পারেনি। অন্য দিকে, দক্ষিণী সিনেমাগুলো রমরমিয়ে চলেছে। এমনকি তেলেগু সিনেমা ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানটি এবছর অস্কার পর্যন্ত নিয়ে এসেছে। তাই স্বাভাবিক ভাবেই দক্ষিণী সিনেমার জয়জয়কার। আর তার ছাপ পড়েছে এ বছরের আইপিএলেও। ঝলমলে উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের উপস্থিতি বলতে শুধুই অরিজিৎ সিংয়ের গানে। উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং সুর ধরেছিলেন গুজরাতি গান দিয়ে। তারপর অবশ্য একের পর এক বলিউডের হিট গান গেয়ে মাতিয়ে দিলেন গোটা স্টেডিয়াম।  অনুষ্ঠানে বলিউডের অস্তিত্ব ওইটুকুই। তারপর মঞ্চে আসেন তামান্না ভাটিয়া এবং রাশ্মিকা মান্দানা। দুজনেই পারফর্ম করেন একের পর এক হিট দক্ষিণী সিনেমার গানের সঙ্গে। কিন্তু সে গানগুলোও বর্তমানে পুরো ভারতে ব্যাপক জনপ্রিয়। তাই অনুষ্ঠানে একটুও ছন্দপতন ঘটেনি। উল্টো মাঠের এনার্জি বেড়েছে। ‘পুষ্পা: দ্য রাইজ’-এর দৌলতে ‘সামি সামি’ এবং ‘ও অন্তভা’র মতো গান এখন গোটা দেশ মাতিয়ে রেখেছেন। শেষে রাশ্মিকা নাচলেন অস্কারজয়ী ‘নাটু নাটু’-তেও। সঙ্গে নাচলেন গ্যালারির দর্শক! গত কয়েক বছরে পুরো ভারতেই দক্ষিণী সিনেমার জনপ্রিয়তা বেড়েছে। তাই এ বছর উদ্বোধনে শুধুই দক্ষিণী তারকা। বোঝাই যাচ্ছে, ভারতে দক্ষিণী তারকাদের কদর বাড়ছে। যেখানে সাম্প্রতিক কালে বলিউডের অনেক সিনেমাতেই গুরুত্ব পাচ্ছেন তারা, সেখানে আইপিএলের মঞ্চও যে তারাই আলো করছেন, তাতে কারও অবাক হওয়ার কথা নয়।

শনিবার ১লা এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৬:০০

শিল্পী সমিতি থেকে স্থগিত হচ্ছে জায়েদ খানের সদস্যপদ!

বিনোদন ডেস্ক: ঢালিউডে খবর রটেছে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে সদস্যপদ স্থগিত হতে পারে জায়েদ খানের। এদিকে অভিনেতা রুবেল ও অভিনেত্রী সুচরিতার সদস্যপদ ইতোমধ্যেই স্থগিত করা হয়েছে। এ বিষয়ে জায়েদ খান জানালেন তার বিরুদ্ধে অপকর্ম চালানোর কথা। রোববার (০২ এপ্রিল) জরুরি সভা ডেকেছে চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটি। জানা গেছে, মিটিং এর মূল আলোচনার বিষয় জায়েদ খান। এই জরুরি সভা থেকে আসতে পারে জায়েদ খানের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত। কিন্তু এ নিয়ে আগাম কোনো মন্তব্য করছেন না কমিটির কোনো সদস্য। এ বিষয়ে শনিবার দুপুরে জায়েদ খান সংবাদমাধ্যমকে জানান, তিনি যখন মুম্বাই ছিলেন ঠিক তখনই তাকে চিঠি পাঠানো হয়। যাতে তিনি উত্তর দিতে না পারেন। জায়েদ খানের কথায়, 'আমার বিরুদ্ধে নানা অপকর্ম চালানো হচ্ছে। এর আগে, রুবেল ভাই ও সুচরিতা আপার কার্যনির্বাহী পদ বাতিল করা হয়েছে। এবার আমার পেছনে লেগেছে।' জায়েদ খানকে পাঠানো কারণ দর্শানোর চিঠিতে বলা হয়েছে, ৭ এর ‘ক’ ধারা মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধারাটি এমন যে, সংগঠনের উদ্দেশ্য পরিপন্থী ও বিরোধী কার্যক্রম করলে সদস্যপদ স্থগিত করা হবে। এটি উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেন জায়েদ খান। সমিতির সাধারণ সম্পাদক পদটির মামলায় এখনো বিচারকাজ চলছে। জায়েদ খানের কথায়, 'হাইকোর্ট আমাকে সাধারণ সম্পাদক হিসেবে রায় দিয়েছে। এর বিরুদ্ধে নিপুণ আপিল করেছে, যে আপিলটি গ্রহণ করে শুনানির জন্য রাখা হয়েছে। সেই বিচারাধীন পদ নিয়ে নিজেকে কীভাবে সাধারণ সম্পাদক দাবি করে তিনি আমাকে কারণ দর্শানোর নোটিশ দেন।' জায়েদ খানের দাবি, 'জোর করে সাধারণ সম্পাদকের দায়িত্ব নেয়া নিপুণের গঠনমূলক সমালোচনা করেছি বলেই তিনি আমার সদস্যপদ বাতিলের পাঁয়তারা করছে।' এদিকে গত ২০২১-২৩ মেয়াদি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কার্যনিবাহী সদস্য হিসেবে 'সুচরিতা' আর সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন 'রুবেল'। পরে কার্যনিবাহী কমিটির ৩টি মিটিং এ অংশগ্রহণ করেননি এবং সমিতির উন্নয়নমূলক কোনো কাজে দেখা যায়নি বলে তাদের সদস্যপদ স্থগিত করে শিল্পী সমিতি। এ বিষয়ে জায়েদ খানের দাবি, 'রুবেল ও সুচরিতার সঙ্গেও অন্যায় হয়েছে। আদালত যখন সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থার রায় দিয়েছেন, তখন তারা কেউই সমিতির মিটিংয়ে যায়নি। তাই তাদের কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়। কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী চিঠি দিতে পারেন সাধারণ সম্পাদক অথবা সহসাধারণ সম্পাদক। ইলিয়াস কাঞ্চন সাহেব তো সমিতির সভাপতি হিসেবে তাদের চিঠি দিতে পারেন না।' এখন পর্যন্ত এসব অভিযোগ নিয়ে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ আক্তারের পক্ষে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শনিবার ১লা এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৬:০০

ডিপিএলে ব্যাট হাতে অনুজ্জ্বল সাকিব-মিরাজ

স্পোর্টস ডেস্ক: আগের দিনই চট্টগ্রামে খেলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি। পরদিন মাঠে নেমে গেছেন মোহামেডানের হয়ে। সাকিব আল হাসান অবশ্য ব্যাট হাতে রান করতে পারেননি। তবে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন ইমরুল কায়েস। শেষদিকে জ্যাক লিনটট ও আরিফুল ঝড়ে ভালো সংগ্রহই পেয়েছে মোহামেডান। শনিবার সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২৯১ রানের লক্ষ্য দিয়েছে মোহামেডান। নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে এই সংগ্রহ পায় তারা।টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয় মোহামেডানের। ৭৯ রানের উদ্বোধনী জুটি গড়েন রনি তালুকদার ও ইমরুল কায়েস। ২ চার ও ১ ছক্কায় ৪৪ বলে ৩২ রান করা রনি আউট হন মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে। ভেঙে যায় উদ্বোধনী জুটি।এরপর ব্যাটিংয়ে নেমে ব্যর্থ হন মোহামেডানের দুই বড় তারকা সাকিব ও মেহেদী হাসান মিরাজ। ১৩ বলে ৫ রান করে সাইফ হাসানের বলে পারভেজ রসূলের হাতে ক্যাচ দিয়ে মিরাজ ও ৯ বলে ৫ রান করে রসূলের বলে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাকিব।তাদের বিদায়ের পর মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন ইমরুল। এই উদ্বোধনী ব্যাটার ফিফটি করে ছুটছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু ১০ চার ও ২ ছক্কার ইনিংসে ১০১ বলে ৮৬ রান করে সাজঘরে ফিরতে হয় তাকে। পারভেজ রসূলের বলে বোল্ড হন তিনি।  ৫১ বলে ৪৮ রান করে আউট হন রিয়াদও। আবারও ভেঙে পড়ে মোহামেডানের ব্যাটিং। মিডল অর্ডারে খেলতে নেমেও রান পাননি সৌম্য সরকার। ১২ বলে ৮ রান করে আরিফ আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি।মোহামেডানের রান বড় করার কৃতিত্ব আরিফুল হক ও ইংলিশ অলরাউন্ডার জ্যাক লিনটটের। ৪ ছক্কায় ৩১ বলে ৩৯ রান করে আরিফুল ও ২ চার এবং ২ ছক্কায় ১০ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন লিনটট। শেখ জামালের হয়ে দুই উইকেট করে নেন আরিফ আহমেদ ও পারভেজ রাসূল।

শনিবার ১লা এপ্রিল ২০২৩ বিকাল ০৫:০৪

বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে খেলার প্রস্তাব নিয়ে যা বললো পিসিবি

স্পোর্টস ডেস্ক: চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে এশিয়া কাপের আয়োজন করবে পাকিস্তান। কিন্তু টুর্নামেন্ট দুটিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে বেশ বড়সড় জট তৈরি হয়েছে। সেই ঝামেলার মধ্যে নতুন করে পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ বাংলাদেশে খেলা নিয়ে দেখা দেয় নতুন আলোচনা। তবে সেই বিষয়টি খোলাসা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি। একইসঙ্গে জানিয়েছেন ভারতের দেওয়া ‘হাইব্রিড মডেল’ নিয়েও। নাজাম শেঠি জানিয়েছেন, ‘ভারতের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব শুধু এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) চলমান। বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে আইসিসি বিশ্বকাপ আয়োজন নিয়ে কোনো কথাই আমি বলিনি। এখন পর্যন্ত এ বিষয়ে আইসিসির কোনো ফোরামেও আলাপ ওঠেনি।’ অর্থাৎ পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশ আয়োজনের কথা সঠিক নয় বলে মনে হচ্ছে। অথচ এর আগে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোসহ ভারত-পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছিল, এশিয়া কাপের মতো বিশ্বকাপও হাইব্রিড মডেলে হতে পারে। সে ক্ষেত্রে পাকিস্তান দল বিশ্বকাপের ম্যাচ খেলবে বাংলাদেশের মাটিতে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সেই খবর প্রকাশের দিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়ে তারা কিছু জানে না। আইসিসির পক্ষ থেকেও ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে নিশ্চিত করা হয়, হাইব্রিড মডেলের বিশ্বকাপ নিয়ে কোনো আলোচনা হয়নি। পিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের খবর একটি শীর্ষস্থানীয় ইংরেজি সংবাদমাধ্যম ‘ভুল উদ্ধৃত, ভুল অনুবাদ ও ভুল উপস্থাপন করেছে’। এর আগে ভারত প্রথমে জানিয়েছিল, এশিয়া কাপের ম্যাচ পাকিস্তানের মাটিতে খেলবে না। যার জবাবও কড়াভাবেই দিয়েছিল পাকিস্তানিরা। এশিয়া কাপ খেলতে না গেলে তারাও ভারত বিশ্বকাপে না যাওয়ার হুমকি দেয়। পরবর্তীতে ভারত জানায় তারা এশিয়া কাপে অংশ নেবে। তবে তাদের ম্যাচগুলো আরব আমিরাত কিংবা নিরপেক্ষ কোনো ভেন্যুতে আয়োজনের ‘হাইব্রিড মডেল’-এর প্রস্তাব দেয় ভারত।

শনিবার ১লা এপ্রিল ২০২৩ বিকাল ০৫:০৩

আইপিএলে প্রথম ইমপ্যাক্ট প্লেয়ার চেন্নাইয়ের তুষার

স্পোর্টস ডেস্ক: বেশকিছু নতুন নিয়ম নিয়ে শুক্রবার (৩১ মার্চ) শুরু হয়েছে আইপিএলের ১৬তম আসর। তার মধ্যে একটি হচ্ছে- টসের সময় দুটি আলাদা আলাদা একাদশের তালিকা নিয়ে নামতে পারবেন অধিনায়করা। টসের পর তিনি নিজের পছন্দের প্রথম একাদশ জানাতে পারবেন। অর্থাৎ, প্রথমে বোলিং বা ব্যাটিংয়ের ওপর নির্ভর করে প্রথম একাদশে বদলের সুযোগ থাকছে। এর ফলে বেছে নেওয়া হবে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’। যার মাধ্যমে প্রথম ইনিংসে প্রথম একাদশে না থাকা একজন ক্রিকেটারকে পরের ইনিংসে দলে নেওয়া যাবে।উদ্বোধনী ম্যাচে নতুন নিয়মটি প্রথম অনুসরণ করে ইমপ্যাক্ট প্লেয়ার নামিয়েছিল চেন্নাই।গুজরাট টাইটান্সের বিপক্ষের ম্যাচটিতে প্রথম একাদশে ছিলেন আম্বাতি রাইডু। এই ব্যাটারকে পরে বদল করে মহেন্দ্র সিং ধোনির দল বোলার তুষার দেশপান্ডেকে নামায়। ফলে তুষার দেশপান্ডে আইপিএলের প্রথম কোনো ‘ইমপ্যাক্ট প্লেয়ার’। তবে প্রথম একাদশে থাকা রাইডু এবং পরে নামা তুষারের কারোরই শুরুটা ভালো হয়নি। এদিন প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন রাইডু। তিনি অনেক বছর ধরেই চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন। এবার আসরের প্রথম ম্যাচে তিনি ১২ বলে ১২ রান করে আউট হয়ে যান। ইনিংস বিরতির পরে ধোনিরা যখন ফিল্ডিং করতে নামছেন তখন আর রাইডুকে দেখা গেল না। তার বদলে নামলেন দেশপান্ডে। একজন ব্যাটারের বদলে বোলার নামিয়ে বোলিং আক্রমণ শক্তিশালী করে চেন্নাই। তবে দিনশেষে সেটি কাজে আসেনি। কারণ গত আসরের আইপিএল চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার গুজরাট লায়ন্স হারিয়ে দিয়েছে চেন্নাইকে। প্রথমে ব্যাট করতে নামা ধোনির চেন্নাই ১৭৯ রানের লক্ষ্যে দাঁড় করায় গুজরাটের সামনে। চেন্নাইয়ের হয়ে এদিন ঝড় তোলেন রুতুরাজ গায়কোয়াড়। ৫০ বলে ৯২ রান এসেছে তার ব্যাট থেকে। তবে লড়াকু এই পুঁজিও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে যথেষ্ট ছিল না। ওপেনার শুভমান গিলের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচটি জিতে নেয় গুজরাট। ৩৬ বলে ৬৩ রান করেন গিল। পরবর্তীতে ম্যাচ জমে উঠলেও ৪ বল বাকি থাকতেই হার্দিকের দল পাঁচ উইকেটের জয় পায়। টুর্নামেন্টের প্রথম ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দেশপান্ডের শুরুটা হয় ছয় দিয়ে। তাকে প্রথম বলেই ছক্কা মারেন ঋদ্ধিমান সাহা। সেখানেই শেষ নয়, ৩.২ ওভারে তিনি দিয়েছেন ৫১ রান। চেন্নাইয়ের সবচেয়ে খরুচে এই বোলার পেয়েছেন এক উইকেট। দ্বিতীয় ইনিংসে গুজরাটও নিজেদের ইমপ্যাক্ট প্লেয়ার নামায়। প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন কেন উইলিয়ামসন। ফলে দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাট করতে নামতে পারেননি। তার বদলে সাই সুদর্শনকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামায় হার্দিক পান্ডিয়ার দল। গুজরাটের জয়ের ম্যাচে সুদর্শন করেন ১৭ বলে করেন ২২ রান।

শনিবার ১লা এপ্রিল ২০২৩ বিকাল ০৫:০২

আইপিএল খেলতে চার্টার্ড বিমানে ভারত গেলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে আজ (১ এপ্রিল) সকালে দিল্লির বিমান ধরেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। ভারতে পৌঁছে তিনি দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে দেবেন। গতকাল (৩১ মার্চ) থেকে আইপিএলের ১৬তম আসরের খেলা শুরু হয়েছে। এবারের আসরে বাংলাদেশ থেকে তিন ক্রিকেটার দল পেয়েছেন। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের পাশাপাশি প্রথমবার ডাক পেয়েছেন লিটন দাস। সাকিব-লিটন কলকাতা নাইট রাইডার্স এবং মুস্তাফিজ খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তবে তাদের মধ্যে সবার আগে আইপিএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ। গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষেই ঢাকায় চলে আসেন মুস্তাফিজ। যদিও তিনি সেই ম্যাচের একাদশে ছিলেন না। এরপর আজ সকালে চার্টার্ড বিমানে ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন টাইগার এই পেসার। আজ রাতেই মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের। এদিকে সাকিব-লিটন কলকাতা নাইট রাইডার্সে কবে নাগাদ যোগ দেবেন সেটি এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বাংলাদেশের টেস্ট ম্যাচ শেষ হলেই ভারতের বিমান ধরবেন তারা। এর আগে মুস্তাফিজের সঙ্গে একত্রে ভারতে উড়াল দেওয়ার কথা ছিল সাকিবের। তবে আইরিশদের বিপক্ষে শেষ ম্যাচের পর বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিব-লিটনকে এখনও ছাড়পত্র দেওয়া হয়নি। আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট শেষ হলেই তারা আইপিএল খেলতে যেতে পারবেন বলে জানান নাজমুল হাসান পাপন।

শনিবার ১লা এপ্রিল ২০২৩ বিকাল ০৪:৩৭

রোনালদোর চেয়ে বেশি বেতনের অফার মেসিকে!

স্পোর্টস ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি ক্লাব আল নাসরে যাওয়ার পর একই লিগে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির যাওয়ার খবরও সামনে আসে। শুরুতে শোনা যায়, মেসিকে পেতে আল হিলাল ৩০ কোটি ডলারের প্রস্তাব নিয়ে আসছে। যদিও পরে এই প্রস্তাবের বিষয়টি সত্য নয় বলে জানা যায়। কিন্তু নতুন করে মেসির ব্যাপারে আগ্রহী হয়েছে আল হিলাল। এমনকি ক্লাবটি আর্জেন্টাইন মহাতারকাকে দলে নিতে রোনালদোর চেয়ে বেশি বেতন দিতে প্রস্তুত। খবর গোল ডটকমেরমেসি যদি ফ্রান্স ছাড়েনই, সম্ভাব্য গন্তব্য হিসেবে শুরুতেই নাম আসছে সাবেক ক্লাব বার্সেলোনার। এরপরই আসছে সৌদি ক্লাব আল হিলাল এবং মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির নাম। সবকিছু ছাপিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে গেলে সবচেয়ে বেশি বেতনে মেসিকে নিতে আগ্রহ প্রকাশ করেছে আল হিলাল।গত নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে গেছেন সিআর সেভেন। বছরে ২০ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় দুই হাজার ১১৬ কোটি টাকার বেশি বেতনে আড়াই বছরের চুক্তি হয়েছে ৩৮ বর্ষী রোনালদোর সঙ্গে। ২০২৫ পর্যন্ত চুক্তি করতে রাজি থাকলে মেসিকে পেতে এখন রোনালদোর চেয়েও নাকি বেশি দিতে চায় আল হিলাল। গোল ডট কমের সূত্রে জানা যায়, মেসিকে পেতে ২২২ মিলিয়ন ইউরো পর্যন্ত প্রস্তাব দিতে পারে।লে’কিপের প্রতিবেদন, কাতার বিশ্বকাপজয়ী লিওনেল মেসিকে সৌদি আরবে আনতে খুব করে চাচ্ছে প্রো লিগের ক্লাব আল হিলাল। ইতিমধ্যেই মেসির বাবা হোর্হে মেসির সঙ্গে আলোচনাও করেছে ক্লাবটি।

শনিবার ১লা এপ্রিল ২০২৩ বিকাল ০৫:০০

জয় দিয়ে আইপিএল শুরু গুজরাট টাইটান্সের

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয় গুজরাট টাইটান্স। আফগানিস্তান তারকা রশিদ খানের অলরাউন্ড নৈপুণ্যে চেন্নাইকে ৫ উইকেটে হারিয়েছে হার্দিক পান্ডিয়ার দল। সেই সাথে জয় দিয়ে এবারের আসর শুরু করলো বর্তমান চ্যাম্পিয়নরা। আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই অবশ্য ধাক্কা খায় চেন্নাই। মাত্র ১ রান করে মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার ডেভন কনওয়ে। এরপর দলের হাল ধরেন রুতুরাজ গায়েকওয়াড। ২য় উইকেটে মঈন আলীর সাথে ৩৬ আর ৩য় উইকেটে বেন স্টোকসের সাথে ২০ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়েন রুতুরাজ। মঈন আলী ২৩ আর বেন স্টোকস আউট হন ৭ রান করে। ৪র্থ উইকেট জুটিতে ৩১ বলে ৫১ রান যোগ করেন রুতুরাজ আর আম্বাতি রাইডু। রাইডু ১২ বলে ১২ করলেও ঝড় থামেনি রুতুরাজের। দলীয় ১৫১ রানে যখন তিনি আউট হন তখন তার ব্যক্তিগত সংগ্রহ ৫০ বলে ৯২ রান। রুতুরাজের আউটের পরপরই ভাটা পড়ে চেন্নাই সুপার কিংসের রান সংগ্রহে। রবীন্দ্র জাদেজা ১ আর শিভম দুবে ১৯ রান করে আউট হলে বড় সংগ্রহের সম্ভাবনা ফিকে হয়ে যায়। তবে শেষ দিকে ক্যাপ্টেন কুল ধোনির ৭ বলে ১৪ রানের ছোট্ট ক্যামিওতে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রানে থামে চেন্নাই সুপার কিংসের ইনিংস। গুজরাট টাইটান্সের হয়ে রাশিদ খান, মোহাম্মদ শামি আর আলজারি জোসেফ নিয়েছেন ২টি করে উইকেট। ১৭৯ রানের বড় সংগ্রহ তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে গুজরাটের দুই ব্যাটার ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল। এই দুইজনের ব্যাটে প্রথম তিন ওভারেই স্কোরবোর্ডে ৩০ রান তুলে ফেলে গুজরাট। তবে দলীয় ৩৭ রানে রাজবর্ধনের বলে শিভাম ডুবের হাতে ক্যাচ দিয়ে ব্যাক্তিগত ২৫ রানে ফেরেন সাহা। তার বিদায়ের পর সাই সুদর্শনকে নিয়ে জুটি গড়েন গিল। ৫৩ রানের জুটি গড়ে দলীয় ৯০ রানে সুদর্শন ও দলীয় ১১১ রানে হার্দিক পান্ডিয়ার বিদায়ে চাপে পড়ে গুজরাট। তবে সেই চাপ সামাল দিয়ে দুর্দান্ত ব্যাটিং করেন গিল। দলীয় ১৩৮ রানে আউট হওয়ার আগে ৩৬ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটার। এরপর বিজয় শংকর -রশিদদের ব্যাটে ভর করে ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় গুজরাট। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রাজবর্ধন।

শনিবার ১লা এপ্রিল ২০২৩ বিকাল ০৪:৫৬

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে আহত অর্ধশতাধিক, জরুরি অবস্থা জারি

 আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণদিকের অঙ্গরাজ্য আরকানসাসে স্থানীয় সময় শুক্রবার (৩১ মার্চ) আঘাত হেনেছে একটি শক্তিশালী টর্নেডো। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। অপরদিকে উত্তর দিকের ইলিনয় রাজ্যে ঝড়ের কবলে পড়ে উড়ে গেছে একটি থিয়েটারের ছাদ। এতে ১ জন নিহত হওয়ার পাশাপাশি ২৮ জন আহত হয়েছেন।শনিবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।ইলিনয়ে থিয়েটারের ছাদটি যে সময় উড়ে যায়, তখন সেখানে একটি কনসার্ট চলছিল। গান চলায় থিয়েটারটি মানুষে পরিপূর্ণ থাকায় হতাহতের পরিমাণও বেশি হয়েছে।  আরকানসাসে টর্নেডোটি আঘাত হানে শুক্রবার বিকেলে। রাজ্যটির গভর্নর সারাহ হুকাবে সান্ডার্স বলেছেন, এই টর্নেডোর কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন সাধারণ মানুষ।গভর্নর সান্ডার্স জানিয়েছেন, দু’জন নিহত হয়েছেন আরকানসাসের ওয়েন শহরে। অপরদিকে রাজ্যটির রাজধানী লিটল রকের পাশের শহর পুলাস্কি কাউন্টির একজন কর্মকর্তা ওই এলাকায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।রাজধানী লিটল রকের মেয়র ফ্র্যাঙ্ক স্কট জুনিয়র বলেছেন, ‘আহত অবস্থায় প্রায় ৩০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’আরকানসাসে আঘাত হানার পর যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর টিনিস, ইলিনয় এবং লোয়াতে টর্নেডো সতর্কতা জারি করেছে।লারা ফারাহ নামে আরকানসাসের এক বাসিন্দা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘এটি সত্যিকারের বিধ্বংসী টর্নেডো ছিল।’লারা জানিয়েছেন, তিনি নিজ গাড়িতে করে দ্রুত পূর্ব লিটল রকে চলে যান। তিনি বলেছেন, ‘আমি বলতে গেলে পুরোপুরি শকে ছিলাম, কারণ ওই এলাকাটি সত্যি পুরোপুরি নিশ্চিহ্ন ও ধ্বংস হয়ে গেছে। কয়েকটি ভবনের ছাদ উড়ে গেছে।’লারা জানিয়েছেন, টর্নেডোটির ব্যপ্তি ছিল প্রায় আধা কিলোমিটার। এর ভেতর যেসব বাড়ি-ঘর পড়েছিল সেগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে টর্নেডোর পথের বাইরে যেসব অবকাঠামো ছিল সেগুলো তেমন ক্ষতিগ্রস্ত হয়নি।সূত্র: এএফপি

শনিবার ১লা এপ্রিল ২০২৩ দুপুর ০১:১৩

কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি নিষিদ্ধ করছে ইতালি

 আন্তর্জাতিক ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা ও চ্যাটবট চ্যাটজিপিটিকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে ইতালির সরকার। পশ্চিমা দেশ হিসেবে সর্বপ্রথম ইতালি চ্যাটজিপিটি বন্ধ করার সিদ্ধান্ত নিল। মূলত ব্যক্তিগত গোপনীয়তার সুরক্ষা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। খবর বিবিসি। ইতালির ডেটা সুরক্ষা সম্পর্কিত পর্যবেক্ষণকারী সংস্থা গত ২০ মার্চ চ্যাটজিপিটি সম্পর্কে একটি প্রতিবেদন জমা দিয়েছিল কর্তৃপক্ষ বরাবর। সেই প্রতিবেদন আমলে নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ‘কার্যক্রম ও অ্যালগরিদম সচল রাখতে ব্যাপকভাবে মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে চ্যাটজিটিটি, যার কোনো আইনগত ভিত্তি নেই।’ কৃত্রিম বুদ্ধিমত্তার এই চ্যাটবট শিশুদের প্রতি ‘সংবেদনশীল’ নয়। কারণ চ্যাটবটটি ব্যবহারকারীদের বয়স যাচাই করতে সক্ষম নয়, তাই অনেক সময় শিশু ও অপ্রাপ্তবয়স্কদের বিভিন্ন প্রশ্নের এমন উত্তর এটি প্রদান করে- যা তাদের বয়স ও মানসিক পরিপক্কতার হিসেবে রীতিমতো অস্বস্তিকর।’ ২০২২ সালের নভেম্বরে ওপেন এআই নামের একটি মার্কিন স্টার্টআপ কেম্পানি চ্যাটজিপিটিকে প্রথম বাজারে আনে। তবে এই চ্যাটবট মূলত প্রস্তুত করেছে বিশ্বের অন্যতম বৃহৎ সফটওয়্যার প্রস্তুতকারী কোম্পানি মাইক্রোসফট।

শনিবার ১লা এপ্রিল ২০২৩ বিকাল ০৪:৫০

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ৮ অভিবাসীর মরদেহ উদ্ধার

 আন্তর্জাতিক ডেস্ক: কানাডা থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে গিয়ে মারা যাওয়া দুই শিশুসহ আট অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি নদী থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে রোমানিয়া ও ভারতের দুটি পরিবার রয়েছে।পুলিশ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের ঠিক মধ্যবর্তী মোহাক অঞ্চলের আকওয়েসানে সি স্নাইনে একটি জলাভূমিতে প্রথম মরদেহটি পাওয়া যায়। তার আশপাশেই বাকি লাশগুলো ছিল।  নিহতদের বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ  করেনি পুলিশ । নিহতদের মধ্যে ছয়জন প্রাপ্তবয়স্ক এবং দুই শিশু।এক শিশুর বয়স তিন বছরের কম এবং তার কানাডিয়ান পাসপোর্ট ছিল। শুক্রবার এক সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশ প্রধান সাংবাদিকদের বলেন, অপর শিশুটিও কানাডার নাগরিক ছিল।অ্যাকওয়েসনে মোহাক পুলিশ সার্ভিসের ডেপুটি চিফ লি-অ্যান ও'ব্রায়েন সাংবাদিকদের বলেছেন, ধারণা করা হচ্ছে এখানে দুটি পরিবারের সদস্যের মৃতদেহ রয়েছে, একটি পরবিার রোমানিয়ান বংশোদ্ভূত এবং একটি পরিবার ভারতীয় বংশোদ্ভূত বলে ধারণা করা হচ্ছে।কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, এটা হৃদয়বিদারক ঘটনা। কী ঘটেছে, কিভাবে ঘটেছে, তা আমাদের ভালোভাবে বুঝতে হবে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে তার চেষ্টাও আমাদের করতে হবে। কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করা বেশ কয়েকজনের মৃতদেহ পাওয়া গেছে গত কয়েকমাসে।  সূত্র : বিবিসি। 

শনিবার ১লা এপ্রিল ২০২৩ বিকাল ০৪:৪৯

ইউক্রেনে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলো রাশিয়া

 আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পশ্চিমা দেশগুলো সম্পৃক্ত হওয়ায় পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে— শুক্রবার (৩১ মার্চ) এক টেলিভিশন ভাষণে এমন মন্তব্য করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো।এছাড়া তিনি হুঁশিয়ারি দিয়েছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ দরজায় কড়া নাড়ছে। আরেকটি বিশ্বযুদ্ধ এড়াতে রাশিয়া-ইউক্রেনকে অনতিবিলম্বে যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রস্তাব দিয়েছেন তিনি। তবে লুকাশেঙ্কোর এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া। পারমাণবিক ও তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রকাশ করে লুকাশেঙ্কো বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও এটির স্যাটেলাইটগুলোর (ইউরোপের মিত্র দেশ) কারণে ইউক্রেনে পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হয়েছে…পারমাণবিক অস্ত্রসহ একটি তৃতীয় বিশ্বযুদ্ধ দরজায় কড়া নাড়ছে।’তিনি আরও বলেছেন, ‘কোনো পূর্বশর্ত ছাড়া যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। আমাদের এখনই থামতে হবে… নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে। আমি ঝুঁকি নিয়ে.. যুদ্ধ বন্ধের কথা বলব…যুদ্ধবিরতির পরামর্শ দেব।’বেলারুশের প্রেসিডেন্ট আরও বলেছেন, ‘সকল আঞ্চলিক, পুনর্গঠন, নিরাপত্তা এবং অন্যান্য বিষয় আলোচনার টেবিলে নিষ্পত্তি হতে পারে, কোনো পূর্ব শর্ত ছাড়া।’তবে লুকাশেঙ্কোর যুদ্ধ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রো পেসকোভ বলেছেন, ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা হলে রাশিয়া ‘বিশেষ সামরিক অভিযানের’ লক্ষ্য অর্জন করতে পারবে না।পেসকোভ আরও বলেছেন, বেলারুশের প্রেসিডেন্ট যেসব কথা বলেছেন সেগুলো তারা নোট করে রেখেছেন এবং আগামী সপ্তাহে প্রেসিডেন্ট পুতিন এ ব্যাপারে লুকশেঙ্কোর সঙ্গে কথা বলবেন।‘ইউক্রেনের ক্ষেত্রে, কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না, বিশেষ সামরিক অভিযান এখনো চলছে, কারণ লক্ষ্য অর্জনে এটি ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।’ বলেছেন পেসকোভ।এছাড়া চীন যে ১২ দফার শান্তি প্রস্তাব দিয়েছে সেটির কিছু অংশ এখন ‘অবাস্তব’ বলেও মন্তব্য করেছেন পুতিনের মুখপাত্র। তার দাবি, ইউক্রেনের অনিচ্ছা— অথবা তাদের প্রভু ও নির্দেশদাতাদের— নির্দেশ অমান্য করার অক্ষমতার কারণে চীনের প্রস্তাবও মেনে নেওয়া সম্ভব নয়।পেসকোভ এমন বক্তব্যের মাধ্যমে মূলত ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে কোনো ধরনের শান্তি আলোচনা ও যুদ্ধবিরতিতে রাজি না হতে নির্দেশ দিয়েছে।এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে টেকটিক্যাল পারমাণবিক অস্ত্র মোতায়েনের যে ঘোষণা দিয়েছেন, সেটি নিয়েও কথা বলেছেন লুকাশেঙ্কো। তিনি বলেছেন, ‘এসব টেকটিক্যাল পারমাণবিক অস্ত্র বেলারুশকে পশ্চিমাদের হুমকি থেকে রক্ষা করবে।’সূত্র: আল জাজিরা

শনিবার ১লা এপ্রিল ২০২৩ বিকাল ০৪:৩৭

পাকিস্তানে যাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ১২

 আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের করাচিতে রমজান উপলক্ষে যাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৯ জন নারী এবং তিন শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।শুক্রবার (৩১ মার্চ) শহরের নৌরুস মোড়ের একটি কারখানার যাকাত বিতরণ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন। এ নিয়ে দেশটিতে গত এক সপ্তাহে পদদলিত হয়ে ২২ জনের মৃত্যু হলো। ডনের প্রতিবেদনে বলা হয়, যাকাত সংগ্রহ করতে সকাল থেকেই ওই কারখানায় শত শত মানুষ জড়ো হতে থাকেন। একপর্যায়ে মানুষ আতঙ্কিত হয়ে একে অন্যকে ধাক্কা দেওয়া শুরু করলে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিও। তবে পুলিশ জানিয়েছে এ ঘটনায় তদন্তকাজ প্রক্রিয়াধীন রয়েছে। কিয়ামারি ডেপুটি কমিশনার মুক্তিয়ার বলেন, কোম্পানির প্রতিষ্ঠাতা এ ধরনের কর্মকাণ্ডের জন্য জেলা প্রশাসনের থেকে কোনো অনাপত্তিপত্র নেননি, এমনকি নিরাপত্তাও চাননি। তিনি আরও জানান, কোম্পানির সাত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে। কোম্পানির মালিককেও এর জন্য জবাবদিহি করতে হবে। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে পাকিস্তান। জীবন নির্বাহ ব্যয় অত্যধিক বেড়ে যাওয়ায় লাখ লাখ মানুষ তিন বেলার খাবারের জোগান দিতেই হিমশিম খাচ্ছেন। এ জন্য রমজান উপলক্ষে গত সপ্তাহে যাকাত বিতরণ কর্মসূচি চালু হলে প্রতিদিনই বিতরণ কেন্দ্রে অনেক মানুষ জড়ো হচ্ছেন।

শনিবার ১লা এপ্রিল ২০২৩ বিকাল ০৪:৩৬

সারাদেশেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস

চ্যানেল এস ডেস্ক: দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। শনিবার (১ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।আগামী রোববার (২ এপ্রিল) সকাল পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০ থেকে ১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে দমকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে বাড়তে পারে তাপমাত্রা ।অন্য এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।শনিবার বেলা ১১টা থেকে দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাদারীপুরে ৭৭ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ১৫ মিলিমিটার।

শনিবার ১লা এপ্রিল ২০২৩ বিকাল ০৪:৩৫

স্বাধীনতা দিবসের দিনে এ ধরনের সাংবাদিকতা ফৌজদারি অপরাধ: ওবায়দুল কাদের

চ্যানেল এস ডেস্ক: বিশেষ দিনে বিশেষ এজেন্ডা সেটিংয়ের মাধ্যমে প্রথম আলো মহান মুক্তিযুদ্ধের উদ্দেশ্যকে অস্বীকার করার চেষ্টা করেছে এবং বিশেষ গোষ্ঠীর স্বার্থে কাজ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (১ এপ্রিল) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকদের সঙ্গে যৌথসভায় এ মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বাধীনতা দিবসের দিনে এ ধরনের সাংবাদিকতা ফৌজদারি অপরাধ। প্রথম আলো বিশেষ গোষ্ঠীর স্বার্থ উদ্ধারে কাজ করছে। আওয়ামী লীগ সরকার দেশবাসীর কাছে জনপ্রিয়। মানুষ ভালোবেসে টানা তিন মেয়াদে এই সরকারকে ক্ষমতায় রেখেছে। কিন্তু প্রথম আলো জনপ্রিয় সরকারকে হেয় করার জন্য বিশ্বদরবারে বাংলাদেশকে ছোট করার চেষ্টা করছে। এ ছাড়া বর্তমান সরকারকে প্রথম আলো তার এডেন্ডা বাস্তবায়নের মাধ্যমে জনবিচ্ছিন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু দেশের মানুষ তা সফল হতে দেবে না। ষড়যন্ত্র করলে আইনের আওতায় নিয়ে আসা হবে, কেউ আইনের ঊর্ধ্বে নন বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। প্রথম আলো দেশে নৈরাজ্যের চেষ্টায় অপসাংবাদিকতা করেছে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশনার দায় পত্রিকাটির সম্পাদক কোনোভাবেই এড়াতে পারেন না। অথচ ক্ষমা না চেয়ে চরম ঔদ্ধত্য দেখিয়েছে পত্রিকাটি। তরুণ প্রজন্মকে উসকানি দেয়ার অপচেষ্টা করে যাচ্ছে। এটি দেশি-বিদেশি ষড়যন্ত্র দাবি করেন তিনি বলেন, প্রথম আলোর প্রকাশিত প্রতিবেদনটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। এতে কোনো সন্দেহ নেই। প্রথম আলো আর বিএনপি একজন আরেকজনের পরিপূরক।

শনিবার ১লা এপ্রিল ২০২৩ বিকাল ০৪:৩৪

কাভার্ডভ্যান চাপায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

চ্যানেল এস ডেস্ক: রাজধানীর লালবাগ বেড়িবাঁধে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন।শুক্রবার (৩১ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে বেড়িবাঁধের শামীম গার্মেন্টসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম সানজিদা আক্তার তামান্না (২৭)। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির অনার্স শেষ বর্ষের ছাত্রী ছিলেন।শনিবার (১ এপ্রিল) সকালে লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মুর্শেদ এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, শুক্রবার (৩১ মার্চ) রাতে ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে (রাইড শেয়ারিং) বেড়িবাঁধ দিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ ছিটকে পড়লে ওই কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হন ওই শিক্ষার্থী।মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাতের দিকে তাকে মৃত ঘোষণা করেন।মৃত তামন্নার বড় ভাই মো. সায়েম জানান, তার বাবার নাম আবু তাহের। তাদের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ওয়াসেকপুর গ্রামে। বর্তমানে কামরাঙ্গীরচর নুরবাগ মনির চেয়ারম্যান গলিতে থাকেন। তার বোন নর্থ সাউথ ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট বিভাগে অনার্স শেষ বর্ষের ছাত্রী ছিলেন।তিনি আরও জানান, তামন্না শুক্রবার (৩১ মার্চ) বিকেলে কলাবাগানে এক আত্মীয়ের বাসায় গেছিলো ইফতারের দাওয়াতে। সেখান থেকে বাসায় ফিরছিলো। ঈদের পর কানাডা প্রবাসী এক ছেলের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তার।এদিকে, ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি চালকসহ জব্দ করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি এস এম মুর্শেদ।

শনিবার ১লা এপ্রিল ২০২৩ দুপুর ১২:৪১

ট্রেনের ১০ দিন আগের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

চ্যানেল এস ডেস্ক: যাত্রার ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।শনিবার (১ এপ্রিল) সকাল ৮টায় কাউন্টার ও অনলাইনের মাধ্যমে যুগপৎভাবে টিকিট বিক্রি শুরু হয়। যতক্ষণ টিকিট থাকবে ততক্ষণ অনলাইন বা কাউন্টার থেকে টিকিট ক্রয় করা যাবে। অনলাইন বা কাউন্টারে পৃথক কোনো কোটা থাকছে না।অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে গত ২২ মার্চ এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, ১ এপ্রিল থেকে যাত্রার ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। তবে সময় পরিবর্তনের সিদ্ধান্ত সমন্বয়ের লক্ষ্যে ১ এপ্রিল ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এরপর ২ এপ্রিল থেকে নতুন নিয়মে ১০ দিনের অগ্রিম টিকিট ব্যবস্থা কার্যকরী হবে।এদিকে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি আগামী ৭ এপ্রিল থেকে শুরু করার কথা রয়েছে। এবারের ঈদুল ফিতরের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট শতভাগ অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সুবিধা পেতে যাত্রীদের রেজিস্ট্রেশন করতে হবে।টিকিট কাটতে রেলওয়ে টিকেটিং ওয়েব পোর্টাল, ‘Rail Sheba’ অ্যাপ বা যে কোনো মোবাইল থেকে এসএমএস করার মাধ্যমে NID/ পাসপোর্ট/ জন্মনিবন্ধন যাচাই পূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।

শনিবার ১লা এপ্রিল ২০২৩ বিকাল ০৪:৩২

ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিতের আহ্বান জাতিসংঘের

চ্যানেল এস ডেস্ক: অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার (৩০ মার্চ) সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক বিবৃতিতে এ আহ্বান জানান। বাংলাদেশে এ আইনের প্রয়োগ উদ্বেগ জানান তিনি। অভিযোগ করে বলেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের গ্রেপ্তার, হয়রানি এবং অনলাইন প্লাটফরমে মতপ্রকাশের স্বাধীনতাকে স্তব্ধ করতে, ব্যবহার হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। তুর্ক আরও বলেন, কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে এর প্রয়োগ স্থগিত এবং এই আইনকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এর ধারাগুলোতে প্রয়োজনীয় সংশোধনী আনার আহ্বান জানাচ্ছি। এই সংশোধনী আনতে সহযোগিতার লক্ষ্যে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর থেকে বাংলাদেশকে ইতিমধ্যে বিস্তারিত পরামর্শ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। ফলকার তুর্কের বিবৃতিতে বলা হয়েছে, ২০১৮ সালের ১ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর হওয়ার পর থেকে এই আইনে দুই হাজারের বেশি মামলা হয়েছে। তিনি আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারা নিয়ে তার দপ্তর থেকে ধারাবাহিকভাবে উদ্বেগ জানানো হচ্ছে। এসব ধারা অস্পষ্ট এবং বিস্তৃত পরিসরে সেগুলোর প্রয়োগ করা যায়। তিনি বলেছেন, বাংলাদেশ সরকার এই আইনের যথেচ্ছ ও মাত্রাতিরিক্ত প্রয়োগ বন্ধে সুরক্ষাকবচ রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু যখন গ্রেপ্তার করা অব্যাহত রয়েছে, তখন তাদের এই প্রতিশ্রুতি যথেষ্ট নয়। খোদ এই আইনেরই যথাযথ সংস্কার দরকার। বর্তমানে ডিজিটাল নিরাপত্তা আইনের যেসব মামলা রয়েছে, সেগুলো পর্যালোচনা করতে একটি স্বাধীন বিচারিক প্যানেল গঠনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার। তার ভাষ্যমতে, এই পর্যালোচনা করা হবে যেন অভিযুক্ত ব্যক্তিরা মুক্তি পান।

শনিবার ১লা এপ্রিল ২০২৩ বিকাল ০৪:৩০

বসুরহাট পৌরসভা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধিনোয়াখালীর বসুরহাট পৌরসভা বিএনপির সাংগঠনিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩১ মার্চ) বিকেলে জেলা শহর মাইজদীর "নাইস গেস্ট হাউজে" এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ফখরুল ইসলাম।বসুরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিএনপি নেতা আবু তোয়াহা, শওকত হোসেন সগির, আলমগীর হোসেন ও বেলাল হোসেন সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।সভায় দলীয় নেতারা ঐক্যবদ্ধ হয়ে ফখরুল ইসলামের নেতৃত্বে দলের জন্য কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন।আলহাজ্ব ফখরুল ইসলাম বলেন, সারাদেশ এখন কারাগারে পরিণত হয়েছে। বসুরহাট পৌরসভা এর বাহিরে নয়। আপনারা তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে দলের জন্য কাজ করবেন। আমি কিংবা কোনো স্থানীয় বিএনপি নেতার জন্য নয়। আগামিতে দলের আন্দোলন সংগ্রামে সকলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকবেন। ফ্যাসিস্ট আওয়ামী অবৈধ সরকারের পতন হওয়ার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।

শুক্রবার ৩১শে মার্চ ২০২৩ রাত ০৯:২৩

পিগমেন্টেশন থেকে মুক্তি ঘরে বসেই

স্কিন পিগমেন্টেশন সাধারণত নিরীহ হয়। তবে, আপনি আপনার মুখ, ঘাড় এবং হাতের মধ্যে দেখা যাওয়া ত্বকের রঞ্জকতা বা গাঢ় দাগগুলি থেকে মুক্তি পেতে চাইতে পারেন। এই দাগগুলি কীসের কারণে হয় এবং এগুলি নিরাময়ের কোনও ঘরোয়া প্রতিকার আছে কী? এই ত্বকের সমস্যা সম্পর্কে আপনার বাড়িতে উপলব্ধ এবং প্রাকৃতিক প্রতিকারগুলি ব্যবহার করে এ থেকে মুক্তি পাওয়ার উপায়গুলি এবং ত্বকের রঞ্জকতা সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি নিবন্ধ এখানে দেওয়া হল।হাইপারপিগমেন্টেশন বিকাশের জন্য কোন বিষয়গুলি দায়ী?হাইপারপিগমেন্টেশন একটি ত্বকের সাধারণ সমস্যা যা আমাদের অনেককে জর্জরিত করে। এটি একটি ফলপ্রদ পরিস্থিতি যার ফলে ত্বকের কিছু অংশের ত্বক আশেপাশের ত্বকের চেয়ে গাঢ় হয়ে যায়। এর কারণ হতে পারে এমন কয়েকটি কারণ এখানে রয়েছে:অতিরিক্ত মেলানিন উৎপাদন ত্বকে হাইপারপিগমেন্টেশন হওয়ার মূল কারণ।অতিরিক্ত পরিমাণে ইউভি এ এবং ইউভি বি রশ্মিতে প্রকাশের কারণে মেলানিন উৎপাদন বাড়তে পারে।কেমোথেরাপিও এই ত্বকের অবস্থার কারণ হতে পারে। সুতরাং, কিছু মানুষ যাদের ক্যান্সার রয়েছে এবং কেমোথেরাপি করছেন, পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে তাদের ত্বকে হাইপারপিগমেন্টেশন হতে পারে।ত্বকের দাগ, ব্রণর চিহ্ন, ত্বকের ছোপ সবই হাইপারপিগমেন্টেশন হতে পারে।জিনগত কারণে হাইপারপিগমেন্টেশন হতে পারে, এর পারিবারিক ইতিহাসযুক্ত মানুষরাও এর দ্বারা ভুগতে পারেন।হরমোনের পরিবর্তনগুলি বিশেষত গর্ভাবস্থায় বা মেনোপজের সময় হাইপারপিগমেন্টেশন প্রবণ করে তোলে।ঘরোয়া প্রতিকার যা আপনার পিগমেন্টযুক্ত ত্বককে হালকা করতে পারেত্বকের পিগমেন্টেশন গাঢ় বাদামী ছাপ এবং অসম ত্বকের স্বর সৃষ্টি করে যার ফলে এটি নিস্তেজ ও প্রাণহীন দেখাবে। পিগমেন্টেশন থেকে মুক্তি পাওয়ার জন্য চিকিৎসা আবশ্যক, যা ব্যয়বহুল হতে পারে। পিগমেন্টেশন এবং গাঢ় দাগের জন্য দশটি প্রাকৃতিক ঘরোয়া প্রতিকার নীচে তালিকাভুক্ত করা হয়েছে, যেগুলি কেউ চেষ্টা করে কার্যকর ফলাফল পেতে পারেন।১. কাঁচা আলু এবং লেবুর মাস্ক আলুতে ক্যাটাকোলেস নামে একটি এনজাইম থাকে যা পিগমেন্টযুক্ত ত্বকে ভাল কাজ করে এবং এটিকে হালকা করে। অন্যদিকে, বলা হয় লেবু একটি প্রাকৃতিক ব্লিচ যা ত্বকের ক্ষত পরিষ্কার করতে সহায়তা করে।আপনার যা দরকারআলু (গ্রেট করা) – ১টি মাঝারি আকারেরলেবুর রস – ১/৩ কাপসময় লাগবেপ্রস্তুতির সময় – ৫ মিনিটচিকিৎসার সময় – ৩০ মিনিটব্যবহারবিধিপিগমেন্টেশনের চিহ্নগুলিতে মাস্কটি প্রয়োগ করুন।আলু-লেবুর মাস্ক আধ ঘন্টা রাখুন এবং তারপরে এটি জল দিয়ে ধুয়ে ফেলুন।কার্যকর এবং দ্রুত ফলাফলের জন্য, আপনাকে এক মাসের জন্য প্রতিদিন দুইবার মাস্কটি প্রয়োগ করতে হবে।২. লেবুর রস এবং মধু লেবু প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে এবং কার্যকরভাবে ত্বকের রঞ্জকতা হালকা করে। অন্যদিকে মধু ত্বককে ময়েশ্চারাইজ করে এবং এটি নমনীয় করে তোলে।আপনার যা দরকারমধু – ২ চামচলেবুর রস – ২ চামচ।সময় লাগবেপ্রস্তুতির সময় – ২ মিনিটচিকিৎসার সময় – ১৫-২০ মিনিটব্যবহারবিধিক্ষতিগ্রস্থ স্থানে লেবু ও মধুর মাস্ক লাগান।একটি তোয়ালে হালকা গরম জলে ভিজিয়ে রাখুন। অতিরিক্ত জল ঝরিয়ে নিন এবং ১৫-২০ মিনিটের জন্য এটি দিয়ে আপনার মুখটি ঢেকে রাখুন।এটি হয়ে গেলে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।বেশ কয়েক মাস ধরে সপ্তাহে একবারে এই চিকিৎসা করুন বা আপনি কোনও ভাল ফলাফল দেখতে না পাওয়া পর্যন্ত করুন।৩. আপেল সাইডার ভিনেগার এবং জল ত্বকের রঞ্জকতার কারণে গাঢ় বাদামি রঙের ছাপগুলি টোন করে চমকে দেওয়ার কাজ করে এসিভি। এটি একটি দুর্দান্ত অ্যাস্টেরিন এজেন্টও।আপনার যা দরকাআপেল সাইডার ভিনেগার – ১/২ কাপজল – ১/২ কাপসময় নিয়েছেপ্রস্তুতি সময় – ১-২ মিনিটচিকিৎসার সময় – ৩-৪ মিনিটব্যবহারবিধিএকসাথে জল এবং এসিভি মিশ্রিত করুন।দ্রবণ দিয়ে পিগমেন্টযুক্ত অংশ ধুয়ে ফেলুন।এটি ৩-৪ মিনিটের জন্য রেখে দিন।হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।এক মাসের জন্য প্রতিদিন দু’বার এটি করলে আপনার পছন্দসই ফলাফল পাবেন।৪. ভিটামিন ই, পেঁপে এবং মুলতানি মাটির মাস্ক ভিটামিন ই একটি অ্যান্টিঅক্সিড্যান্ট যা সূর্যের অতিবেগুনী রশ্মির ক্ষতিকারক প্রভাবগুলি নষ্ট করে; মুলতানি মাটি খনিজ সমৃদ্ধ যা ত্বক পরিষ্কার, এক্সফোলিয়েট করে এবং পুষ্টিতে সহায়তা করে। অন্যদিকে পেঁপেতে রয়েছে পেপাইন এনজাইম যা ত্বককে সাদা করতে সহায়তা করে।আপনার যা দরকারভিটামিন ই ক্যাপসুল – ২টিমুলতানি মাটি – ১/২ কাপপেঁপের পেস্ট – ১ চামচজল – একটি মসৃণ পেস্ট করতে যথেষ্ট পরিমাণ।সময় লাগবেপ্রস্তুতির সময় – ৫ মিনিটচিকিৎসার সময় – ২০-২৫ মিনিটব্যবহারবিধিক্ষতিগ্রস্থ অংশে মাস্ক লাগান।এটি ২০ মিনিটের জন্য বা শুকিয়ে যাওয়া অবধি রাখুন।তারপরে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।সপ্তাহে একবার নিয়মিত এই চিকিৎসা চালিয়ে যান যতক্ষণ না আপনি না কাঙ্ক্ষিত ফলাফলটি দেখেন।৫. হলুদ এবং দুধের মাস্ক হলুদ মুখের রঞ্জকতার জন্য অন্যতম সেরা ঘরোয়া প্রতিকার। এটিতে চমৎকার ব্লিচিং এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, পাশাপাশি দুধ গাঢ় দাগগুলি সরিয়ে ত্বককে সাদা করে।আপনার যা দরকারহলুদ – ৫-৬ চামচ।দুধ – ১০-১২ চামচ বা একটি মসৃণ পেস্ট তৈরির জন্য যথেষ্ট পরিমাণ।সময় লাগবেপ্রস্তুতির সময় – ২ মিনিটচিকিৎসার সময় – ২০-২৫ মিনিটব্যবহারবিধিক্ষতিগ্রস্থ অংশে মিশ্রণটি প্রয়োগ করুন।তারপরে প্রায় ৫ মিনিটের জন্য এটিকে আস্তে আস্তে বৃত্তাকার গতিতে মালিশ করুনতারপরে মাস্কটি ২০-৩০ মিনিটের জন্য বা এটি শুকিয়ে না যাওয়া পর্যন্ত ছেড়ে দিন।হলুদের মাস্ক শুকিয়ে গেলে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।স্নান করার আগে এই মাস্কটি প্রতিদিন ব্যবহার করুন।৬. অ্যালোভেরা এবং মধু অ্যালোভেরায় মিউকিলিগিনাস পলিস্যাকারাইড রয়েছে যা হাইপারপিগমেন্টেশন নিরাময়ে খুব ভাল কাজ করে। এটি মৃত ত্বকের কোষগুলি অপসারণের জন্য দরকারী এবং নতুন ত্বকের কোষগুলির সাথে ত্বককে পরিপূর্ণ করে।আপনার যা দরকারঅ্যালোভেরার শাঁস – ২-৩ চামচমধু – ১ চামচ।সময় লাগবেপ্রস্তুতি সময় – ১৫ মিনিটচিকিৎসার সময় – ২৫-৩০ মিনিটব্যবহারবিধিপিগমেন্টেশনে প্রভাবিত অংশগুলিতে মাস্কটি প্রয়োগ করুন।এটি ২০ মিনিটের জন্য বা সম্পূর্ণ শুকানো পর্যন্ত ত্বকে রেখে দিন।অ্যালোভেরার মাস্ক শুকিয়ে গেলে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।আপনাকে অবশ্যই এই মাস্কটি ২-৩ সপ্তাহের জন্য প্রয়োগ করতে হবে। তারপরে আরও ভাল ফলাফলের জন্য এটি একদিন অন্তর ব্যবহার করুন।৭. কমলালেবুর খোসার প্যাক কমলালেবুর খোসায় সাইট্রিক অ্যাসিড রয়েছে যা একটি দুর্দান্ত ব্লিচিং এজেন্ট। এটি যখন মুলতানি মাটি, লেবুর রস, মধু এবং দুধের সাথে যুক্ত করা হয় তখন ত্বকের পিগমেন্টেশন, গাঢ় ছাপ এবং ত্বকের দাগের জন্য সেরা নিরাময়ে পরিণত হয়।আপনার যা দরকারকমলালেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করা – ১ চামচমধু – ১ চামচমুলতানি মাটি – ১ চামচলেবুর রস – ১ চামচজল – একটি মসৃণ পেস্ট করতে যথেষ্ট পরমাণ।সময় লাগবেপ্রস্তুতির সময় – ৫-১০ মিনিটচিকিৎসার সময় – ২৫-৩০ মিনিটব্যবহারবিধিপিগমেন্টযুক্ত অংশগুলিতে প্যাকটি লাগান এবং এটি শুকোতে দিন।একবার শুকনো হয়ে গেলে, আপনার আঙুলগুলি এবং সামান্য জল ব্যবহার করে, ২ মিনিটের জন্য একটি বৃত্তাকার গতিতে ত্বকে মালিশ করুন।তারপরে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।এই প্যাকটি প্রয়োগ করুন এবং ত্বকের মৃত কোষগুলি এক্সফোলিয়েট করতে ও নতুন ত্বকের কোষগুলিকে পুনরায় জন্মানোর জন্য সপ্তাহে নিয়মিত ৩-৪ বার পদ্ধতিটি অনুসরণ করুন।৮. অ্যাভোকাডো প্যাক অ্যাভোকাডো ফ্যাটি অ্যাসিড, ভিটামিন সি ও ই এবং ওলিক অ্যাসিড সমৃদ্ধ। এই সমস্ত একসাথে অ্যাভোকাডোকে হাইপারপিগমেন্টেশনের জন্য একটি দুর্দান্ত প্রাকৃতিক প্রতিকার করে তোলে।আপনার যা দরকারঅ্যাভোকাডো (শাঁস) – ১টিমধু – ২ চামচদুধ – ১ চামচ।সময় লাগবেপ্রস্তুতির সময় – ৪-৫ মিনিটচিকিৎসার সময় – ১০-১৫ মিনিট।ব্যবহারবিধিঅ্যাভোকাডোর শাঁস একটি সূক্ষ্ম পেস্টে মিশ্রিত করুন এবং এটি দুধ ও মধুর সাথে ভালভাবে মিশিয়ে নিন।ক্ষতিগ্রস্থ অংশে প্যাকটি প্রয়োগ করুন।এটি শুকিয়ে যেতে ছেড়ে দিন এবং তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।এই মাস্কটি প্রতিদিন একবার প্রয়োগ করলে পিগমেন্টেশনের চিহ্নগুলি হালকা হবে।৯. চন্দনের প্যাক চন্দন কাঠ বরাবরই ত্বকের বর্ণের উন্নতি করার জন্য পরিচিত। এটি অ্যান্টি-ট্যানিং, অ্যান্টি-এজিং এবং নতুন কোষের পুনর্জন্মের জন্য মৃত কোষগুলির ত্বককে এক্সফোলিয়েট করে।আপনার যা দরকারচন্দন গুঁড়ো – ২-৩ চামচহলুদ গুঁড়ো – ১ চামচদুধ – একটি মসৃণ পেস্ট তৈরি করতে যথেষ্ট পরিমাণ।সময় লাগবেপ্রস্তুতির সময় – ২ মিনিটচিকিৎসার সময় – ২০-৩০ মিনিট।ব্যবহারবিধিসমস্ত উপাদান মিশ্রিত করুন এবং চন্দনের মিশ্রণটি পিগমেন্টেশনগুলিতে লাগান।এটি ২০-২৫ মিনিটের জন্য শুকিয়ে যেতে দিন।একবার শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে আপনার মুখটি ভালভাবে ধুয়ে ফেলুন।পিগমেন্টেশন থেকে মুক্তি পেতে এবং এটি আবার আপনার ত্বকে প্রদর্শিত হওয়া থেকে বাধা দেওয়ার জন্য প্রতিকারটি প্রতিদিন করা উচিত।১০. আমন্ড বাদাম আমন্ড বাদামে অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে যা ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করে, ওমেগা-৩ অ্যাসিড যা আপনার ত্বককে উজ্জ্বল করে এবং ম্যাগনেসিয়াম তৈরি করে যা স্ট্রেস হরমোনগুলির খারাপ প্রভাবগুলির সাথে লড়াই করে যা আমাদের ত্বকের দ্রুত বয়স বাড়িয়ে তুলতে পারে।আপনার যা দরকারবাদাম (ভিজিয়ে রাখা) – ৫-৬ নম্বরমধু – ১ চামচলেবুর রস – ১ চামচদুধ – একটি মসৃণ প্যাক করতে যথেষ্ট পরিমাণ।সময় লাগবেপ্রস্তুতির সময় – ৫-৭ মিনিটচিকিৎসার সময় – ৭-৮ ঘন্টাব্যবহারবিধিবাদাম ৭-৮ ঘন্টা ভিজিয়ে রাখার পরে, দুধ ব্যবহার করে একটি সূক্ষ্ম পেস্টে তৈরি করে নিন; মধু এবং লেবুর রস যোগ করুন।রাতে শোবার আগে পিগমেন্টেশনের চিহ্নগুলিতে এই প্যাকটি প্রয়োগ করুন।পরের দিন সকালে, বাদামের মাস্কটি ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।এই প্যাকটি প্রতি রাতে দুই-তিন সপ্তাহের জন্য প্রয়োগ করুন এবং তারপরে সপ্তাহে দুবার করে অনুসরণ করুন।বাড়িতে হাইপারপিগমেন্টেশন হ্রাস করার অতিরিক্ত টিপসউপরের ঘরোয়া প্রতিকার ছাড়াও, আপনি নিম্নলিখিত পদ্ধতি ব্যবহার করে হাইপারপিগমেন্টেশন হ্রাস করার চেষ্টা করতে পারেন:সূর্যের UV রশ্মিতে নিজেকে অতিমাত্রায় প্রকাশ করা এড়িয়ে চলুন। আপনি বাইরে গেলে, সর্বনিম্ন এসপিএফ ৩০ সহ একটি সানস্ক্রিন প্রয়োগ করুন এবং প্রতি ৩ ঘন্টা অন্তর পুনরায় প্রয়োগ করুন।যথাযথ স্কিনকেয়ার রুটিন অনুসরণ করা একান্ত আবশ্যক। প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে নিশ্চিত হয়ে নিন যে আপনি সমস্ত মেকআপ এবং ময়লা পরিষ্কার করেছেন। তারপরে নাইট ক্রিম লাগান। সময়ে সময়ে, মৃত কোষ থেকে মুক্তি পেতে আপনার ত্বককে এক্সফোলিয়েট করা উচিত।ত্বক কালো হওয়ার অন্যান্য ঘরোয়া প্রতিকার ব্যতীত, শরীর থেকে বিষাক্ত পদার্থ থেকে মুক্তি পেতে প্রতিদিন কমপক্ষে ৭-৮ গ্লাস জল পান করা এবং যদি আপনি ত্রুটিমুক্ত ত্বক রাখতে চান তবে খুব তৈলাক্ত খাবার এড়ানো বাধ্যতামূলক। শাক এবং কালের মতো গাঢ় সবুজ শাকসব্জী খাওয়া, যা ভিটামিন এ সমৃদ্ধ, এটি ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখতে প্রয়োজনীয়।প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলীত্বকের রঞ্জকতা ক্ষতিকারক না হলেও এটি যে কোনও ব্যক্তিকে চিন্তিত করে তোলে এবং ফলস্বরূপ ব্যক্তির আত্ম-সম্মানকে হ্রাস করে। অতএব, ত্বকের অবস্থার বিষয়ে লোকেরা সবসময় অনেক প্রশ্ন করেন। এখানে আমরা কয়েকটি প্রশ্নের উত্তর দিচ্ছি।১. কোন খাবারগুলি ত্বকের রঞ্জকতাতে সহায়তা করে?তৈলাক্ত খাবার নির্দিষ্টভাবে না। আপনার ডায়েটে সবুজ শাকসব্জী এবং প্রচুর ফল অন্তর্ভুক্ত করা ত্বকের রঞ্জকতা হ্রাস ও প্রতিরোধের একটি নিশ্চিত উপায়।২. ব্যায়ম কি পিগমেন্টেশন হ্রাস করে?ব্যায়াম চাপ হ্রাস করে যা ত্বকের রঞ্জকতার অন্যতম কারণ। তাছাড়া, আপনি যখন ব্যায়াম করেন তখন রক্তের প্রবাহ ত্বকের কোষগুলিকে বৃদ্ধি করে এবং পুষ্টি জোগায়। এটি বর্জ্য এবং ফ্রি র‌্যাডিকালগুলিও নষ্ট করে দেয় যা ত্বকের কোষগুলির প্রতি ক্ষতিকারক। এভাবে নিয়মিত ব্যায়াম করে ত্বকের রঞ্জকতা হ্রাস করা যায়।যদিও ত্বকের রঞ্জকতা শরীরের কোনও ক্ষতি করে না, কিছু লোক এটি অনাকাঙ্ক্ষিত মনে করতে পারেন এবং সমতাযুক্ত ত্বক পেতেও ইচ্ছুক হন। অবাঞ্ছিত ত্বকের রঞ্জকতা থেকে মুক্তি পেতে আস্থা ও ধৈর্য সহ উপরের প্রদত্ত ঘরোয়া প্রতিকারগুলি অনুসরণ করুন। তাহলে আর ত্বকের রঞ্জকতা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না!

শুক্রবার ৩১শে মার্চ ২০২৩ বিকাল ০৫:১৯

সাংবাদিক শামসুজ্জামানকে কেরানীগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর

চ্যানেল এস ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে কেরানীগঞ্জ থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) দুপুরে তাকে কেরানীগঞ্জ থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ বলেন, আজ দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কয়েকজন আসামিকে আমাদের এখানে আনা হয়েছে। এদের মধ্যে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানও রয়েছেন। তাকে কোথায়, কোন সেলে রাখা হবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। উল্লেখ্য, স্বাধীনতা দিবসে করা একটি প্রতিবেদনকে কেন্দ্র করে সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানায় প্রথমে একটি মামলা দায়ের হয়। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে  ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন সৈয়দ মো. গোলাম কিবরিয়া (৩৬) নামে এক ব্যক্তি। একই প্রতিবেদনের জেরে বুধবার রাতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেন আবদুল মালেক নামে এক আইনজীবী। ওই মামলায় গতকাল বৃহস্পতিবার শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন।

শুক্রবার ৩১শে মার্চ ২০২৩ বিকাল ০৫:১০

একক মহিলা ভ্রমণকারীদের জন্য দেখার জন্য শীর্ষ ৮টি দেশ

বিশ্ব অবশেষে মহিলাদের ভ্রমণের ধারণার জন্য উন্মুক্ত হচ্ছে, কিন্তু অনেক চ্যালেঞ্জ সামনে দাঁড়িয়ে আছে, এটি এখনও একটি মোটামুটি ছোট শিল্প। আপনার অ্যাডভেঞ্চার এবং নিরাপত্তাকে বাধাগ্রস্ত না করে এমন সঠিক গন্তব্যগুলি খুঁজে পাওয়া তাদের মধ্যে একটি। একক ভ্রমণ সবসময় একটি দুর্দান্ত অভিজ্ঞতা কারণ আপনি আপনার যাত্রায় নতুন লোকের সাথে দেখা করেন এবং আপনার সম্পর্কে অনেক কিছু শিখেন। যদিও কোনো গন্তব্য ক্ষুদ্র অপরাধ থেকে অনুপস্থিত, বিশ্বের এই দেশগুলি নিরাপত্তার সাথে আপস না করে একটি মজাদার ভ্রমণের গ্যারান্টি দেয়। অনুগ্রহ করে মনে রাখবেন যে উৎস থেকে দেশটি যতই নিরাপদ বলে দাবি করুক না কেন, একজনকে অবশ্যই পাসপোর্টের মতো প্রয়োজনীয় জিনিসপত্র এবং জরুরি যোগাযোগের স্টোন সহ একটি কার্যকরী ফোন রাখতে হবে।একক ভ্রমণের জন্য যে দেশগুলিতে যাবেনশীর্ষ 8 একক নারী ভ্রমণ-বান্ধব দেশ1. ইন্দোনেশিয়াএই গ্রীষ্মমন্ডলীয় স্বর্গে রয়েছে নির্মল সৈকত, সবুজ ধানের ক্ষেত এবং সুন্দর মন্দির। আপনি যদি ইন্দোনেশিয়া ভ্রমণের পরিকল্পনা করেন, বালি আপনার তালিকার শীর্ষে থাকা উচিত। বালিনিজরা অত্যন্ত নম্র, ভদ্র এবং বন্ধুত্বপূর্ণ মানুষ যারা পর্যটকদের জন্য খুবই সহায়ক। বালিতে মুখের জল খাওয়ার খাবার, কেনাকাটার আকর্ষণ এবং চমত্কার দৃশ্য রয়েছে। সারা বিশ্ব থেকে অনেক একক মহিলা পর্যটকরা বিশেষ করে উবুদে ভ্রমণ করেন ধ্যান, যোগ অনুশীলন এবং সুস্বাদু খাবার উপভোগ করতে।2. সংযুক্ত আরব আমিরাতযদি বিদেশী সূর্যাস্ত, ইয়ট রাইড, বালির টিলা সাফারি এবং ডিজাইনার স্টোরগুলিতে কেনাকাটা সহ একটি বিলাসবহুল ভ্রমণের ধারণা আপনাকে উত্তেজিত করে তবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি  বা দুবাই আপনার তালিকায় থাকা উচিত। অনেক দুঃসাহসিক কার্যকলাপ, দর্শনীয় বিকল্প এবং সংস্কৃতি সহ একটি বহিরাগত অবস্থান, একক মহিলা ভ্রমণকারীদের জন্য দুবাই এবং আবুধাবি ভ্রমণ করা নিরাপদ।আবুধাবি3. সিঙ্গাপুরমালয়েশিয়ার দক্ষিণ প্রান্তে অবস্থিত এই দেশটি চাঙ্গি বিমানবন্দরে পা রাখার সময় থেকেই সুন্দর। শহরের অতুলনীয় বিলাসিতা, একটি অত্যাশ্চর্য স্কাইলাইন, অসংখ্য কেনাকাটার বিকল্প এবং জাঁকজমক রয়েছে। এটি মহিলা ভ্রমণকারীদের জন্যও একটি নিরাপদ স্থান। আপনি গার্ডেনস বাই দ্য বে-তে লাইট শো দেখতে পারেন, মেরিনা বে স্যান্ডস থেকে অবিশ্বাস্য দৃশ্য উপভোগ করতে পারেন বা সিঙ্গাপুরে থাকাকালীন অর্চার্ড রোডে কেনাকাটা করতে পারেন।সিঙ্গাপুরের অত্যাশ্চর্য স্কাইলাইন4. ফিনল্যান্ডসুন্দর দেশটিতে অরোরা প্রদর্শন থেকে শুরু করে সবুজ বন, এবং মনোমুগ্ধকর শহরগুলি অফার করার মতো অনেক কিছু রয়েছে। একক নারী ভ্রমণকারীদের জন্য ভ্রমণের জন্য এটি অন্যতম নিরাপদ দেশ। ফিনল্যান্ডে যাওয়ার সেরা সময় হল শীতের মাসগুলিতে বিশেষ করে ডিসেম্বরে যদি আপনি সান্তা ক্লজ গ্রাম দেখতে চান এবং ল্যাপল্যান্ডে উত্তরের আলো দেখতে চান। রেইনডিয়ার পার্ক, হেলসিঙ্কি চিড়িয়াখানা এবং লুমিলিনা স্নো ক্যাসেল হল দর্শনীয় অন্যান্য পর্যটন আকর্ষণের কয়েকটি।ফিনল্যান্ডে প্রকৃতির অলৌকিকতার সাক্ষী5. অস্ট্রিয়াআপনি যদি প্রকৃতিপ্রেমী হন এবং পাহাড় এবং আল্পাইন ভূখণ্ডের চমত্কার দৃশ্যগুলি আপনাকে উত্তেজিত করে, তাহলে অস্ট্রিয়া হতে পারে। দেশের শহর ও শহরগুলোতে রয়েছে শ্বাসরুদ্ধকর স্থাপত্য, সাথে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যও। ছোট শহর এবং শহরগুলিতে দুর্দান্ত সঙ্গীত, ঠোঁট-স্ম্যাকিং খাবার এবং ভাল অভিজ্ঞতা রয়েছে।6. সুইজারল্যান্ডতার সমসাময়িক শহর, মন্ত্রমুগ্ধ দৃষ্টিভঙ্গি এবং অত্যাশ্চর্য ল্যান্ডস্কেপ সহ, সুইজারল্যান্ড একক মহিলা ভ্রমণকারীদের জন্য একটি অবিশ্বাস্য অবস্থান। আপনি যদি এমন কেউ হন যিনি প্রকৃতি, ইতিহাস এবং চকোলেট ভালবাসেন, সুইজারল্যান্ড অবশ্যই আপনার জন্য জায়গা।7. স্পেনএই দেশটি তার প্রাণবন্ত পর্বতমালা, মনোরম আবহাওয়া, সুস্বাদু খাবার এবং অত্যাশ্চর্য নাইটলাইফ সহ একক মহিলা ভ্রমণকারীদের জন্য নিরাপদ। স্পেনে দেখার সেরা জায়গাগুলির মধ্যে রয়েছে ভ্যালেন্সিয়া, বার্সেলোনা এবং ইবিজা। তাই স্পেনে ছুটির দিনে আপনি দুর্দান্ত খাবার, অত্যাশ্চর্য দৃশ্য এবং আজীবনের অ্যাডভেঞ্চারের নিশ্চয়তা পাবেন।8. জাপানদক্ষিণ-পূর্ব এশিয়ার এই প্রাণবন্ত দেশটির পর্যটকদের জন্য অনেক কিছু রয়েছে। জাপানে থাকাকালীন, টোকিও, কিয়োটো এবং মাউন্ট ফুজিতে যাওয়া মিস করবেন না । দেশটিতে রয়েছে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সুস্বাদু খাবার এবং অপার প্রাকৃতিক সৌন্দর্য। একক মহিলা ভ্রমণকারীদের জন্যও এটি একটি নিরাপদ দেশ।জাপানের মাউন্ট ফুজি 

শুক্রবার ৩১শে মার্চ ২০২৩ বিকাল ০৫:১১

থাইল্যান্ডের ৭টি সমুদ্র সৈকত

থাইল্যান্ডের ৭টি সমুদ্র সৈকত আপনার ভ্রমণের যাত্রাপথে যোগ করতে1. চাওয়েং, কোহ সামুইকোহ সামুই থাইল্যান্ডের সেরা গ্রীষ্মমন্ডলীয় অবস্থানগুলির মধ্যে একটি । পূর্ব উপকূলে গোলাপী বালির সৈকত, বিদেশী সৈকত বার এবং বুটিক রেস্তোরাঁ রয়েছে যেখানে একটি সুখী রাতের জীবন রয়েছে। সৈকতটি ফুকেটের সমস্ত সাদা-বালি সৈকতের সাথে দুর্দান্ত প্রতিযোগিতা হিসাবে কাজ করে।2. হাত থাম ফ্রা নাং, ক্রাবিএই অবিশ্বাস্য সমুদ্র সৈকতে সোনালি বালি, উষ্ণ জল এবং কঠোর পাথরের গঠন রয়েছে যা সমুদ্র থেকে উঠে আসে। অ্যাড্রেনালিন জাঙ্কিরা সৈকতের পাহাড় থেকে কোহ কাই, কোহ পাদা এবং অন্যান্য প্রতিবেশী দ্বীপের শ্বাসরুদ্ধকর দৃশ্য উপভোগ করতে পারে।3. নুই বিচ, কোহ ফি ফিহলিউড মুভিতে দেখানোর পর সমুদ্র সৈকতে অতিরিক্ত ভিড় হয়ে যায়। কর্তৃপক্ষকে একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি চালু করতে হয়েছিল যার পরে সৈকতটি এখন কিছু বিধিনিষেধ সহ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। সমুদ্র সৈকতের নির্জন কোভ পর্যটকদের স্বাগত জানায় তার জমকালো রেস্তোরাঁ, বার এবং স্পা সহ।4. মাই খাও, ফুকেটমাই খাও বিমানবন্দর থেকে 20 মিনিটের হাঁটার মধ্যে অবস্থিত। এটির একটি 10 ​​কিলোমিটার দীর্ঘ উপকূলরেখা রয়েছে যা এটিকে দ্বীপের দীর্ঘতম সৈকত করে তোলে। কায়াক রাইডের অভিজ্ঞতা, পাইন গাছে ঘুরে বেড়ানো, স্বচ্ছ জলে সাঁতার কাটা বা প্রবালের প্রশংসা করে সৈকত উপভোগ করা যেতে পারে।5. রেইলে বিচ, ক্রাবিএই সৈকতটি ক্রাবি এবং আও নাং এর মধ্যে অবস্থিত। দর্শনীয় সৈকতটি চুনাপাথরের পাহাড় এবং ঘন রেইনফরেস্ট দ্বারা বেষ্টিত এবং শুধুমাত্র লম্বাটেল নৌকা দ্বারা অ্যাক্সেসযোগ্য। সৈকতটি দুঃসাহসিক খেলা যেমন স্বচ্ছ জলে স্নরকেলিং , ক্লিফ জাম্পিং এবং লুকানো খাঁজ অন্বেষণের জন্য বিখ্যাত।6. কাতা নোই, ফুকেটএই নরম বালির সৈকত বিস্তীর্ণ সূর্যাস্ত বার এবং ভাল খাদ্য জয়েন্ট অফার করে। এই সৈকতটি সব ধরণের দর্শকদের জন্য উপযুক্ত কারণ স্নরকেলাররা পাথুরে মাথার জমি উপভোগ করতে পারে, অলসরা বার এবং খাবার উপভোগ করতে পারে এবং গ্রীষ্মমন্ডলীয় রোদে ভিজতে পারে যখন সার্ফাররা সমুদ্র সৈকতের উত্তর প্রান্তে খেলা উপভোগ করতে পারে।7. সানসেট বিচ, কোহ লিপজাদুকরী সূর্যাস্ত এবং বোহেমিয়ান স্পন্দনের জন্য পরিচিত, কোহ লাইপের এই অদ্ভুত সৈকতটি ভ্রমণকারী এবং পর্যটকদের থেকে নির্জন। যারা শান্ত ছুটি কাটাতে চান তারা সমুদ্র সৈকতে যেতে পারেন এবং অ্যাকোয়ামেরিন জল এবং সাদা বালির প্রশংসা করার সময় শান্তি উপভোগ করতে পারেন।

শুক্রবার ৩১শে মার্চ ২০২৩ বিকাল ০৫:১০