• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:২৬:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে লটকনের ভালো ফলনে খুশি চাষিরা

আব্দুর রউফ পঞ্চগড়: পঞ্চগড়েলটকন চাষ-চোখে নাদেখলে বিশ্বাস করা যাবে না। প্রান্তিক এই অঞ্চলে গাছের গোড়াথেকে মগডাল পর্যন্ত ঝুলে আছে লটকন ফল। স্থানীয়লটকন চাষীরা বলছেন, বাড়তি তেমন কোন পরিশ্রমছাড়াই লটকন চাষ করছেন তারা। ফলে উৎপাদিত লটকোনেরপ্রায় পুরোটাই লাভ। মধুমাসেঅন্যান্য ফলের সাথে টকমিষ্টি স্বাদ নেয়ার জন্য লটকোনের বিকল্পনেই।  জেলায়উৎপাদিত লটকনের আকার ও স্বাদউন্নতমানের হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই বাড়ছে এর চাহিদা।পঞ্চগড়জেলায় লটকন চাষ করেসাবলম্বী হয়েছেন বেশ কয়েকজন চাষী।লটকনের বাজার চাহিদা ও দাম ভালোপাওয়ায় প্রতিবছরই বাড়ছে এ এলাকায় লটকনচাষের পরিধি। চলতি প্রায় ৩৩হেক্টর জমিতে লটকন চাষ হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষিসম্প্রসারণ বিভাগ।সংশ্লিষ্টরাবলছে বাগান বা বাড়ির আশপাশেরপরিত্যাক্ত জমিতে পরিকল্পিত ভাবে লটকন চাষকরে যে কেউই লাভবানহতে পারেন। আর এর মাধ্যমেযেমন মানুষের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি আর্থিক ভাবে লাভবানও হওয়া যাবে। 

-->