• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ দুপুর ০২:১৫:২২ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

মুক্তিপণে সন্তুষ্ট জলদস্যুরা, ঈদের আগেই দেশে ফিরতে পারেন ২৩ নাবিক!

চ্যানেল এস ডেস্ক: সোমালীয় জলদস্যুদের হাত থেকে ঈদের আগেই মুক্তি পেতে যাচ্ছে জিম্মি ২৩ বাংলাদেশি নাবিক। মুক্তির পর বিমানযোগে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। একই সঙ্গে কয়লাবাহী এমভি আবদুল্লাহ জাহাজটিকেও দুবাইয়ে পৌঁছাতে প্রস্তুত রাখা হয়েছে নাবিকদের আরেকটি দলকে। জলদস্যুদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর তাদের মুক্তিপণ দিয়েই ফিরিয়ে আনা হচ্ছে ২৩ নাবিকসহ জাহাজটিকে।জলদস্যুদের হাতে আটক জাহাজ ও নাবিকদের মুক্তিপণের বিষয়ে কথা বলতে এরই মধ্যে জাহাজে আনা হয়েছে ইংরেজি জানা দোভাষিকে। তার মাধ্যমেই জাহাজের মালিকপক্ষ কবীর গ্রুপের সাথে দর কষাকষি করে চূড়ান্ত হয়েছে মুক্তিপণ। ফলে যে কোনো মুহূর্তে মুক্তি পেতে যাচ্ছেন বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিক।জানা গেছে, মুক্তিপণ আলোচনায় সন্তুষ্ট হয়েই জলদস্যুরা বুধবার থেকে নাবিকদের কেবিনে থাকার পাশাপাশি জাহাজে কাজ করার সুযোগও দিচ্ছে। ঈদের আগেই নাবিকদের ফিরিয়ে আনতে চায় বলে জানিয়েছেন কবীর গ্রুপের মুখপাত্র মিজানুল ইসলাম।তিনি আরও জানান, ‘জলদস্যুদের কবল থেকে মুক্তি পেলেই ২৩ নাবিককেই বিমানযোগে বাংলাদেশে নিয়ে আসা হবে। আর জাহাজটিতে থাকা ৫৫ হাজার মেট্রিক টন কয়লা দুবাইয়ের গন্তব্যে পৌঁছে দিতে জাহাজের মালিক পক্ষ কবির স্টিল এরই মধ্যে ২৩ নাবিকের আরেকটি দলকে প্রস্তুত রেখেছে। তারাই নতুন করে এমভি আবদুল্লাহর দায়িত্ব নেবে।’ সোমালীয় জলদস্যুদের ওপর যেমন নানামুখী চাপ সৃষ্টি করা হয়েছিলো, তেমনি নাবিকদের অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে মুক্তিপণ দেয়ারও কোনো বিকল্প নেই বলে মনে করছেন মেরিন বিশেষজ্ঞরা। মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ১২ মার্চ বাংলাদেশ সময় বেলা দেড়টায় জাহাজটিতে উঠে নিয়ন্ত্রণ নেয় সোমালিয়ার জলদস্যুরা। জাহাজটি চট্টগ্রামের কবির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এস আর শিপিং লিমিটেডের মালিকানাধীন। পণ্যবাহী জাহাজটি কয়লা নিয়ে ভারত মহাসাগর হয়ে মোজাম্বিক থেকে আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরের দিকে যাচ্ছিল। গন্তব্য ছিল দুবাই।  এর আগে, ২০১০ সালে একই গ্রুপের মালিকানাধীন জাহাজ এমভি জাহান মণি ছিনতাই হওয়ার তিন মাস পর মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে এনেছিল গ্রুপটি। আবার কোনো জাহাজ ছয় থেকে আট মাস পর মুক্ত হওয়ার নজির রয়েছে। এদিক থেকে এবার বেশ দ্রুতই মুক্তিপণের আলোচনা হয়েছে। সে হিসেবে ঈদের আগেই সবাই মুক্তি পাবেন বলে আশা করা যাচ্ছে। 

1 hour ago



















প্রথমবারের মতো ব্যবসায় পার্টনার হলেন আদানি-আম্বানি

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো ব্যবসার ক্ষেত্রে জোট বাঁধলেন ভারতের শীর্ষস্থানীয় ধনকুবের আদানি-আম্বানি। মুকেশ আম্বানির রিলায়েন্স মধ্যপ্রদেশে আদানি পাওয়ারের একটি বিদ্যুৎ প্রকল্পের ২৬ শতাংশ শেয়ার কিনেছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ওই প্ল্যান্ট থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহারের জন্য একটি চুক্তিও সই করা হয়েছে। খবর এনডিটিভি। জানা গেছে, মাহান এনার্জেন লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবেই আদানির মালিকানাধীন। রিলায়েন্স এই প্রতিষ্ঠানের ৫ কোটি ইকুইটি শেয়ার ১০ টাকা দরে কিনবে। যার মোট মূল্য ৫০ কোটি রুপি। এছাড়াও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করবে তারা। শেয়ার বাজারে পৃথক ফাইলিংয়ে দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকেই এই বিষয়ে জানানো হয়েছে। এই মুহূর্তে এশিয়ার সবচেয়ে ধনী দুই ব্যক্তি হলেন গুজরাটের এই দুই শিল্পপতি। গত কয়েক বছর ধরে তাদের মধ্যে কার্যতই টক্কর চলছে। একবার আম্বানি এগিয়ে যান। একবার আদানি তাকে টপকান। সংবাদমাধ্যম ও বিশেষজ্ঞরা এই ‘লড়াই’ নিয়ে প্রবল উৎসাহী। কিন্তু এবার প্রথম তারা হাত মিলিয়েছেন। যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আম্বানি যেখানে তেল, গ্যাস, খুচরো, টেলি সেবায় বিনিয়োগে আগ্রহী, সেখানে আদানি মূলত সামুদ্রিক বন্দর, বিমানবন্দর, কয়লা ইত্যাদিতে মনোযোগী। তবে আগামী দিনে নতুন নতুন লক্ষ্য রয়েছে দুই ধনকুবেরের। 

শুক্রবার ২৯শে মার্চ ২০২৪ দুপুর ১২:৪২
দক্ষিণ আফ্রিকায় বাস খাদে পড়ে ৪৫ তীর্থযাত্রী নিহত
শুক্রবার ২৯শে মার্চ ২০২৪ সকাল ১১:২৪

ইসরায়েলি হামলায় সিরিয়ার ৩৬ সেনা নিহত
শুক্রবার ২৯শে মার্চ ২০২৪ সকাল ১১:২০

বাল্টিমোর সেতু দুর্ঘটনা: নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার
বৃহঃস্পতিবার ২৮শে মার্চ ২০২৪ সকাল ১১:৩৫

বক্তৃতার মাঝেই বাইডেনকে থামিয়ে দিলেন ফিলিস্তিনপন্থিরা!
বৃহঃস্পতিবার ২৮শে মার্চ ২০২৪ সকাল ১১:৩৩

নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
বৃহঃস্পতিবার ২৮শে মার্চ ২০২৪ সকাল ১১:২৫


মালয়েশিয়ায় ১৩৪ বাংলাদেশি গ্রেফতার
বৃহঃস্পতিবার ২৯শে ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:০৪

শেখ হাসিনার ভূয়সী প্রশংসায় আফ্রিকান দেশগুলো
শুক্রবার ১৬ই ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:৩৪

কুয়েতে অবৈধ অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ
রবিবার ২৮শে জানুয়ারী ২০২৪ সকাল ১১:৩৭

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক
রবিবার ২৮শে জানুয়ারী ২০২৪ সকাল ১০:৩৯