• ঢাকা
  • |
  • বুধবার ১১ই বৈশাখ ১৪৩১ সকাল ০৯:১৬:৪১ (24-Apr-2024)
  • - ৩৩° সে:

মধ্য জানুয়ারির মধ্যে প্রকল্প পাস না হলে ইভিএমে ভোট সম্ভব নয়’


বুধবার ৯ই নভেম্বর ২০২২ বিকাল ০৪:১৪



মধ্য জানুয়ারির মধ্যে প্রকল্প পাস না হলে ইভিএমে ভোট সম্ভব নয়’

ছবি : সংগৃহীত

মধ্য জানুয়ারির মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্প পাস না হলে দেড়শ আসনে এ যন্ত্র দিয়ে নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

উল্লেখ্য, নির্বাচনে কাগুজে ব্যালটের বিকল্প হিসেবে ইভিএম ব্যবহার করতে চায় ইসি। এজন্য আগামী জাতীয় নির্বাচনে অর্ধেক আসনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা জানায় ইসি। সে লক্ষ্যে নতুন ২ লাখ ইভিএম কেনা ও রক্ষণাবেক্ষণে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৭১১ কোটি টাকা।

আর্থিক সংকটের এই সময়ে এখনও অনুমোদন পায়নি প্রকল্পটি। বরং ব্যয় কমিয়ে সংশোধনের করতে বলেছে পরিকল্পনা মন্ত্রণালয়।

নির্বাচন কমিশন বলছে, প্রকল্প ব্যয়ে বড় আকার কাটছাঁট করা হলে নতুন দুই লাখ ইভিএম কেনা সম্ভব হবে না। সেক্ষেত্রে সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক আসনের ভোট গ্রহণে এই যন্ত্রের ব্যবহার করতে চায় ইসি।

ইভিএম সরবরাহ করে সেনাবাহিনীর প্রতিষ্ঠান বিএমটিএফ। তবে এর বেশ কিছু যন্ত্রাংশ আমদানি নির্ভর। এক্ষেত্রে ডলার সংকট বাধা হয়ে দাড়াবে না বলে জানিয়েছেন মো. আলমগীর। তবে শিগগিরই প্রকল্পের ছাড় দিতে হবে বলে উল্লেখ করেন।

মন্তব্য করুনঃ