• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে অগ্রহায়ণ ১৪৩০ রাত ০৩:৪৮:১০ (09-Dec-2023)
  • - ৩৩° সে:

নেতাকর্মীদের সরব উপস্থিতি, ইতিহাসের পাতায় সোহরাওয়ার্দী উদ্যান


শুক্রবার ১১ই নভেম্বর ২০২২ বিকাল ০৩:২০



নেতাকর্মীদের সরব উপস্থিতি, ইতিহাসের পাতায় সোহরাওয়ার্দী উদ্যান

ছবি : সংগৃহীত

উপস্থিতিতে আরেকবার ইতিহাসের পাতায় নাম লেখালো সোহরাওয়ার্দী উদ্যান। যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে নেতাকর্মীদের সরব উপস্থিতিতে স্মরণকালের স্মরণীয় মহাসমাবেশ আয়োজনের মাধ্যমে এ ইতিহাস সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীদের পদচারণায় এখন মুখর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকা। 

দুপুর আড়াইটা থেকেরাজধানীর সোহরাওয়ার্দীউদ্যানে এ মহাসমাবেশের মূলকার্যক্রম শুরুহয়। এতে আওয়ামীলীগ সভাপতিও প্রধানমন্ত্রীশেখ হাসিনাপ্রধান অতিথিহিসেবে উপস্থিতছিলেন। 

সমাবেশে যোগদিতে দেশেরবিভিন্ন জেলাও থানাথেকে অনেকনেতা-কর্মীএসে উপস্থিতহয়েছেন এবংঅনেকে এখনোআসছেন। তাদেরপদচারণায় মুখরিতঢাকা বিশ্ববিদ্যালয়েরটিএসসি, মল চত্বর, ভিসি চত্বর, শাহবাগ, দোয়েল চত্বর, সোহরাওয়ার্দী উদ্যানও তারআশপাশের এলাকা।এছাড়াও ঢাকাও তারআশপাশের এলাকাথেকে মিছিলনিয়ে এসেছেননেতা-কর্মীরা। 

 এসব নেতা-কর্মীর মধ্যে উচ্ছ্বাসও উদ্দীপনা ছিল দেখার মতো। নিজ নিজএলাকাভিত্তিক ভাগহয়ে ঢাবিক্যাম্পাসে ওতার আশপাশেরএলাকায় স্লোগানদিয়ে শোডাউনকরছেন উচ্ছ্বসিতনেতা-কর্মীরা।তাদের হাতেহাতে শোভাপাচ্ছে নানারংয়ের প্ল্যাকার্ড, যুবলীগের সাংগঠনিকও বাংলাদেশেরজাতীয় পতাকা, গায়ে সম্মেলনউপলক্ষে তৈরিটি-শার্ট।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ