• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১১:০৩:০৮ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

বগুড়ায় ডেপুটি জেলার-প্রধান কারারক্ষীসহ ৫ জন বরখাস্ত


শুক্রবার ২৮শে জুন ২০২৪ রাত ০৮:১২



বগুড়ায় ডেপুটি জেলার-প্রধান কারারক্ষীসহ ৫ জন বরখাস্ত

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

বগুড়ায় ছাদ ফুটে করে কারাগার থেকে চার আসামি পালানোর ঘটনায় ডেপুটি জেলার ও প্রধান কারারক্ষীসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। 

এ ছাড়া আরো তিনজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। শুক্রবার বিকেলে কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, দায়িত্বে অবহেলার বিষয় উঠে আসায় বগুড়া কারাগারের ডেপুটি জেলার হোসেনুজ্জামান, প্রধান কারারক্ষী আব্দুল মতিনসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে মঙ্গলবার রাতে তারা কনডেম সেলের ছাদ কেটে কাপড়ের রশি বানিয়ে ছাদ থেকে নেমে পালিয়ে যায়। 

পরে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে জেলখানার অদ‚রে একটি বাজার থেকে পুলিশ তাদের আটক করে। একপর্যায়ে ভোর সাড়ে ৪টায় সদর ফাঁড়ির সব-ইন্সপেক্টরের নেতৃত্বে পলাতক চার আসামিকে ধরে ডিবি কার্যালয়ে আনা হয়। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->