• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে বৈশাখ ১৪৩১ রাত ১০:৩৯:৫৯ (02-May-2024)
  • - ৩৩° সে:

ব্যাটে-বলে আবারও উজ্জ্বল সাকিব


সোমবার ২৪শে জুলাই ২০২৩ সকাল ১১:৪৫



ব্যাটে-বলে আবারও উজ্জ্বল সাকিব

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

জার্সির রঙ যেমনই হোক, ব্যাটে বলে দারুণ এক সময় পার করছেন বাংলাদেশের সাকিব আল হাসান। দেশে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন সামনে থেকে। কানাডায়ও ঠিক তেমনই দিন পার করছেন তিনি। ব্যাটে বলে দারুণ এক ম্যাচ শেষ করলেন তিনি। 

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে মন্ট্রিয়েল টাইগার্সের দ্বিতীয় ম্যাচে দলের জয়ে মুখ্য ভূমিকা পালন করেছেন সাকিব। বল হাতে নিয়েছেন এক উইকেট। আর ব্যাট করতে নেমে ২৪ বলে খেলেছেন ৩৬ রানের ঝকঝকে এক ইনিংস। সাকিবের এমন পারফর্মের সুবাদে তার দল মন্ট্রিয়েলও পেয়েছে ৭ উইকেটের বড় জয়। 

টস জিতে প্রতিপক্ষ মিসিসোউগা প্যান্থার্সকে ব্যাটিংয়ে পাঠান মন্ট্রিয়েলের অধিনায়ক ক্রিস লিন। ইনিংসের শুরুতেই দুই ওপেনার টম কুপার আর ক্রিস গেইলকে হারায় মিসিসোউগা। দলের প্রয়োজনে হাল ধরেন আজম খান। ২ চার আর ২ ছয়ে করেন ২৬ রান। ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা আজমকে সাজঘরে পাঠান সাকিব। তবে জিমি নিশামের ৫৪ আর নবনীত ঢালিওয়ালের ৪৬ রানের সুবাদে ১৪০ রানের বড় সংগ্রহ দাঁড় করায় মিসিসোউগা। 

জবাবে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি সাকিবের মন্ট্রিয়াল। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরে যান মোহাম্মদ ওয়াসিম। দলের প্রয়োজনে ক্রিস লিনের সাথে দারুণ এক জুটি গড়েন সাকিব আল হাসান। দ্বিতীয় উইকেটে সাকিব আর লিন যোগ করেন ৬০ রান। ওভারপ্রতি দশের কাছাকাছি রান তুলেছেন দুজনে। 

২৪ বলে ৫ চার আর ২ ছয়ে নিজের ইনিংস সাজান সাকিব। উসমান কাদিরের বলে যখন আউট হয়েছেন তখন তার নামের পাশে আছে ৩৬ রান। তিনি ফিরে গেলেও অবিচল ছিলেন ক্রিস লিন। অপরাজিত ৬৪ রানে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন এই অজি ওপেনার।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ