• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে বৈশাখ ১৪৩১ রাত ১০:২৪:৪৫ (08-May-2024)
  • - ৩৩° সে:

মনোনয়নপত্র জমা দিলেন সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা


রবিবার ১৮ই ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৯:৪৯



মনোনয়নপত্র জমা দিলেন সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা

ছবি: চ্যানেল এস

সাইফুর রহমান রুবেল, চ্যানেল এসঃ

দ্বাদশ সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পত্র জমা দিলেন প্রার্থীরা। মনোনয়ন জমা দেয়ার শেষদিন রোববার (১৮ ফেব্রুয়ারি)  বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের ৪৮ জন প্রার্থী। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দ্বাদশ সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ৪৮ জনের মধ্যে স্বতন্ত্র ও ১৪ দলের সদস্যরাও রয়েছেন।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ কার্যকরে কোনো বাধা নেই। সরকারের সমালোচনায় সংসদে বিরোধী দলের পাশাপাশি স্বতন্ত্ররাও রয়েছে। বিরোধী দল চাইলেই সরকারের সমালোচনা করতে পারে। 

এর আগে এদিন সকালে নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন সালমা ইসলাম সহ জাতীয় পার্টি মনোনীত দুই প্রার্থী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, এবারও সংসদে শক্ত ও কার্যকর বিরোধী দল হবে জাতীয় পার্টি।

মনোনয়নপত্র জমা দিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানান সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা। সংসদে কার্যকর ভ’মিকা রাখার পাশাপাশি নিজ নিজ এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি দেন তারা। 

মনোনয়নপত্র জমা নেয়া শেষে নির্বাচন কমিশনের যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মনিরুজ্জান তালুকদার জানান, ১৯ ফেব্রুয়ারি সোমবার মনোনয়নপত্র যাচাইবাছাই করবে নির্বাচন কমিশন। 

সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৫ ফেব্রুয়ারি। এসময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার কিংবা প্রতিদ্বন্দ্বীতা না হলে ২৫ ফেব্রুয়ারির পর বিনা প্রতিদ্বন্ধীতায় বিজয়ী হবেন প্রার্থীরা। তাদের নাম পাঠিয়ে দেয়া হবে গেজেট প্রকাশের জন্য।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ