• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:২৭:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

০৪:৪৫ পিএম, ০৬ জানুয়ারী ২০২৪


ক্যাটাগরি

বাংলাদেশ
জাতীয় নির্বাচন

ট্রেনে আগুন অমার্জনীয় অপরাধ: সিইসি


শনিবার ৬ই জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:৪৫



ট্রেনে আগুন অমার্জনীয় অপরাধ: সিইসি

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

রাজধানীর গোপীবাগে যাত্রীবাহী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়ার ঘটনাকে অমার্জনীয় অপরাধ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শনিবার (৬ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মিট দ্য প্রেসে এ মন্তব্য করেন তিনি। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে ও অস্থিরতা সৃষ্টি করতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের আগের রাতে শুক্রবার (৫ জানুয়ারি) বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়া হয়। 

এ বিষয়ে সিইসি বলেন, 

চলন্ত ট্রেনে আগুন দেয়া হয়েছে, এতে চার-পাঁচজন নিহত হয়েছেন। এই বেদনাদায়ক দৃশ্য অবলোকন করতে হয়েছে। কে আগুন লাগিয়েছে, কারা লাগিয়েছে, তা আমরা জানি না। দেশে হরতাল-অবরোধ চলছে। এতে এই হরতালের সঙ্গে কাকতালীয়ভাবে এই দুর্ঘটনার মধ্যে মিল খুঁজতে পারেন। এটা সত্য কিংবা মিথ্যা হতে পারে। 

সিইসি বলেন, একটি বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে না। তারা প্রতিশ্রুতি দিয়েছে, সহিংস পন্থায় নির্বাচনকে প্রতিহত করবে না। আমরা সেটা বিশ্বাস করেছিলাম, একটি রাজনৈতিক দল এমন কথা বললে সেটা বিশ্বাস করা উচিত। আমরা বিশ্বাস করেছিলাম, সহিংসতা হবে না, তবে নির্বাচন থেকে শান্তিপূর্ণভাবে বিরত থাকতে বলা হয়েছে। 

তিনি বলেন, 

যে কোনো অগ্নিকাণ্ড গুরুতর অপরাধ। রাজনীতিতে মতভেদ থাকলে সংলাপ ও আলাপের মাধ্যমে সমাধান করা যেতে পারে। তবে সেটা নির্বাচন কমিশনের কাজ নয়। আগুন ও হতাহতের ঘটনায় আমরা বেদনাহত। এ ধরনের ঘটনা ঘটানো উচিত না, এটা কোনো রাজনৈতিক দল করলে সেটা অমার্জনীয় অপরাধ। 

সাংবাদিকদের উদ্দেশে সিইসি বলেন, রিটার্নিং কর্মকর্তারা সরকারি কর্মকর্তা। তাদের সর্বোচ্চ প্রশিক্ষণ দেয়া হয়েছে, সচেতন করার জন্য। তাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে, এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আপনারাও ক্যামেরা নিয়ে ঘুরবেন, যারা পর্যবেক্ষক ও মিডিয়াকর্মী ভোটকেন্দ্রে তাদের অবাধ অধিকার থাকবে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->