• ঢাকা
  • |
  • রবিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১২:৩৪:১২ (22-Dec-2024)
  • - ৩৩° সে:

কুমিল্লায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু


শুক্রবার ৩রা মে ২০২৪ দুপুর ০১:৩২



কুমিল্লায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

কুমিল্লায় বৃহস্পতিবার (২ মে) বিকালে বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে। জেলার বুড়িচং, দেবিদ্বার, সদর দক্ষিণ ও চান্দিনা উপজেলায় এ মৃত্যুর ঘটনা ঘটে। 

সংশ্লিষ্ট থানা পুলিশ-প্রশাসন ও স্থানীয় সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকালে বুড়িচং উপজেলার পাঁচোড়া নোয়াপাড়া গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে মো. আলম হোসেন (২০) ও দেবিদ্বার উপজেলার ধামতী গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মোখলেছুর রহমান (৫৮) বজ্রপাতে মারা যান। 

এছাড়া জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের উত্তর সূর্যনগর গ্রামের আতিকুল ইসলাম (৫০) ও চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের কিছমত-শ্রীমন্তপুর গ্রামের সুন্দর আলীর ছেলে কৃষক দৌলতুর রহমান (৪৭) মারা গেছেন। 

বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে সাড়ে ৬টার মধ্যে বজ্রপাতে এসব মৃত্যুর ঘটনা ঘটে বলে জানা গেছে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->