• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:৩৬:৪৩ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

নিষেধাজ্ঞা শেষে মাছ মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছেন জেলেরা


মঙ্গলবার ৯ই জুলাই ২০২৪ বিকাল ০৩:৩৪



ছবি: চ্যানেল এস

সীতাকুন্ড প্রতিনিধি: 

নিষেধাজ্ঞা শেষ হতে আর মাত্র কদিন বাকি। তাই সমুদ্রে নামার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন উপকূলের জেলেরা। কেউ নতুন জাল বুনছেন আবার কেউ পুরনো জাল সেলাই করছেন। কেউবা আবার ট্রলার মেরামতসহ অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করছেন। দীর্ঘদিন কর্মহীন থাকার পরে এবার সমুদ্রের মাছ শিকারের প্রস্তুতিতে মরিয়া সাগর উপকূলের জেলেরা।

জেলেরা জানান, টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞার কারণে কর্মহীন দিনগুলো তাদের কেটেছে খেয়ে না খেয়ে। সংসারের ব্যয়ভার বহন করতে অনেককেই বইতে হয়েছে ঋণের বোঝা। সংসারের ব্যয় এবং ছেলে-মেয়েদের লেখাপড়া খরচ চালাতে অনেক কষ্ট হয়েছে। নিষেধাজ্ঞা উঠলে মাছ ধরে শোধ করতে চান  কিস্তির ঋণ। 

উপজেলা মৎস্য অফিস জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে অনেকে মাছ ধরেছেন। এ পর্যন্ত অন্তত ৫০টি অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা হয়েছে ৬৫৫ কেজি মাছ। পাশাপাশি তিন লক্ষ মিটার জাল জব্দের পর ধ্বংস করা হয়েছে। 

মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা উঠবে ২৩ জুলাই মধ্যরাতে। এতদিন ধারদেনা করে চললেও নিষেধাজ্ঞা উঠার সময়ে ফের কর্মব্যস্ততা ফিরে এসেছে জেলেদের মধ্যে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->