• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই অগ্রহায়ণ ১৪৩০ রাত ১১:২৮:২৩ (02-Dec-2023)
  • - ৩৩° সে:

বিএনপির সমাবেশে বাধা দেয়ার অভিযোগ ভিত্তিহীন: ওবায়দুল কাদের


বৃহঃস্পতিবার ১৭ই নভেম্বর ২০২২ দুপুর ০১:১৫



বিএনপির সমাবেশে বাধা দেয়ার অভিযোগ ভিত্তিহীন: ওবায়দুল কাদের

ছবি সংগৃহীত

বিএনপির কোনো সভা-সমাবেশে আওয়ামী লীগ বাধা দেয়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বাধা দেয়ার অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে এক বিবৃতিতে এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, জনগণ বিএনপিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। আর জনগণ দ্বারা প্রত্যাখ্যাত বিএনপি প্রতিশোধের নেশায় বিভিন্ন সময়ে সন্ত্রাসের উত্তাপ ছড়িয়েছে। আমরা সেই সন্ত্রাসের উত্তাপ থেকে জনগণকে নিরাপত্তা দেয়ার চেষ্টা করেছি।

ওবায়দুল কাদের আরও বলেন, মির্জা ফখরুল নিজেই বলেছেন, তাদের সমাবেশ শান্তিপূর্ণ হয়েছে। সমাবেশে সরকার বাধা প্রদান করেনি। সরকার শুধু সতর্ক ছিল, বিএনপি যেন সন্ত্রাসী কর্মকাণ্ড না করতে পারে।

বিএনপি তাদের ত্রাসের রাজত্ব কায়েমের জন্য আবারও চিহ্নিত সন্ত্রাসীদের মাঠে নামিয়েছে এমন অভিযোগ করে ওবায়দুল কাদের জানান, আইনশৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। সরকার কারও বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে না।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ