• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৩৪:২২ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

০৫:০১ পিএম, ০৬ নভেম্বর ২০২৪


ক্যাটাগরি

বাংলাদেশ
বিশ্ব

প্রেমের টানে তুরস্কের যুবক মুস্তফা ফাইক সিরাজগঞ্জে


বুধবার ৬ই নভেম্বর ২০২৪ বিকাল ০৫:০১



No Caption

চ্যানেল এস ডেস্ক: 

তুরস্ক থেকে প্রেমের টানে বাংলাদেশে এসেছেন এক যুবক। নাম মুস্তফা ফাইক, কাজ করেন একটি কনস্ট্রাকশন কোম্পানিতে ।
সোমবার তিনি বিয়ে করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কামরুজ্জামান মানিকের কন্যা,মল্লিকার সাথে। জানা যায়, তিন বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্কের জের ধরে রবিবার প্রেমের টানে ছুটে আসে বাংলাদেশে। পরে সোমবার বিয়ের মাধ্যমে পরিপূর্ণতা পায় সম্পর্কের। মুস্তাফা ফাইক তার স্ত্রী মল্লিকা কে তুরস্কে নিয়ে যাওয়ার জন্য ভিসার ব্যবস্থা করছে বলেও জানান । এদিকে এলাকাবাসী এ খবর পেয়ে ভীড় জমাচ্ছেন মল্লিকার বাড়িতে। এলাকার সকলেই বিদেশি জামাই পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠেছে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->