• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৩১:১২ (02-May-2024)
  • - ৩৩° সে:

বোরো বীজতলা পলিথিনে ঢেকে রাখার পরামর্শ


রবিবার ১৪ই জানুয়ারী ২০২৪ সকাল ১১:৪৬



বোরো বীজতলা পলিথিনে ঢেকে রাখার পরামর্শ

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

সারা দেশে জেঁকে বসেছে তীব্র শীত। এর মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে শৈতপ্রবাহ। এতে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে জনজীবন। এমন পরিস্থিতিতে বোরো বীজতলা রক্ষায় পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।

কৃষি বিভাগ বলছে, দেশজুড়ে চলা তীব্র শীত থেকে রক্ষায় বোরো বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখা ও গভীর নলকূপের গরম পানি ব্যবহারসহ ছাই ছিটাতে হবে। 

আজ রোববার দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা শনিবারের চেয়েও কম। ওই দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অফিস বলছে, দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। হিমেল হাওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে। এতে বিপাকে শ্রমজীবী মানুষ। তাদের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটছে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বোরো বীজগুলোর মধ্যে রয়েছে বিআর- ১৬, ২৮, বিআর-২৯ ও ব্রি-ধান ৫০, ৫৮ ও ৫৯। কৃষকদের মাঝে উন্নত জাতের বোরো বীজ সরবরাহ করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন। 

চলতি মৌসুমে বোরো চাষ সফল করতে মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়। এ ছাড়াও খাদ্যে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে চলতি ২০২৩-২০২৪ রবি ফসল চাষ মৌসুমে বোরো চাষ সফল করতে কৃষকরা বোরো বীজতলা তৈরি করছেন কৃষি বিভাগের সার্বিক তত্ত্বাবধানে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ