• ঢাকা
  • |
  • রবিবার ৮ই পৌষ ১৪৩১ বিকাল ০৪:১৫:১১ (22-Dec-2024)
  • - ৩৩° সে:

১১:৫০ এএম, ০২ নভেম্বর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ
অপরাধ
শিশু-কিশোর অপরাধ

রাজধানীতে নারীর সম্মান রক্ষা করতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত


বুধবার ২রা নভেম্বর ২০২২ সকাল ১১:৫০



রাজধানীতে নারীর সম্মান রক্ষা করতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

ছবি : সংগৃহীত

নারীর সম্মান রক্ষা করতে গিয়ে বখাটেদের ছুরিকাঘাতে নিহত হয়েছে রাব্বি নামে এক প্রতিবাদী ‍যুবক। 

মঙ্গলবার (১ নভেম্বর) রাতে রাজধানীর আসাদগেট এলাকায় এ ঘটনা ঘটে। 

বাসে ধূমপান ও নারীদের সাথে অশোভন আচরণের প্রতিবাদ করায় রাব্বীকে ছুরি মেরে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। শেরে বাংলা নগর থানা।

জানা যায়, রাজধানীর আজিমপুর এলাকার একটি সংগঠন থেকে সংগঠনের সদস্যরা পিকনিকে গিয়েছিল। পিকনিকের বাসে কয়েকজন নারী সদস্যও ছিলেন। 

ফেরার পথে বাসের মধ্যে কয়েকজন যুবক ধূমপান সহ নারী সদস্যদের উত্ত্যক্ত করতে থাকে। এ সময় রাব্বী প্রতিবাদ করলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে বাসটি আসাদগেট এলাকায় পৌঁছালে তিন-চার জন যুবক বাসে ওঠে রাব্বি ও শাওনকে মারধর ও ছুরিকাঘাত করে বাস থেকে নেমে দ্রুত পালিয়ে যায়। পরে আহত দুজনকে ঢাকা মেডিকেলে আনা হলে রাত সোয়া ১টার দিকে রাব্বি মারা যান। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->