• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ সকাল ০৬:৪৯:০৬ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাতিষ্ঠানিক প্র্যাকটিসের উদ্বোধন


বৃহঃস্পতিবার ৩০শে মার্চ ২০২৩ বিকাল ০৪:২৩



সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাতিষ্ঠানিক প্র্যাকটিসের উদ্বোধন

ছবি সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

সরকারি হাসপাতালে চিকিৎসকদের ফি’র বিনিময়ে রোগী দেখার পাইলট প্রকল্প শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে অনলাইনে কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

প্রাথমিকভাবে দেশের ৩৯টি উপজেলা ও ১২টি হাসপাতালে এই কার্যক্রম শুরু হয়েছে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নত করতেই এই প্রকল্প নেয়া হয়েছে। এর ত্রুটি বিচ্যুতি থাকলে সেটা দেখা যাবে পাইলট প্রকল্পে। সে অনুযায়ী পর্যায়ক্রমে সারাদেশে এই কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। সপ্তাহে দুইদিন ফি’র বিনিময়ে বেলা ৩ টা থেকে ৬ টা পর্যন্ত চিকিত্সকরা রোগী দেখবেন।

অধ্যাপক পর্যায়ের চিকিৎসকদের দেখাতে ৫০০ টাকা, সহযোগী অধ্যাপকদের ৪০০ টাকা, সহকারী অধ্যাপকদের ৩০০ টাকা ও এমবিবিএস সমমানের চিকিৎসকদের ২০০ টাকা ফি দিতে হবে।

প্রাথমিকভাবে মানিকগঞ্জ, রাজবাড়ী, কক্সবাজার, ফেনী, খাগড়াছড়ি, জামালপুর, ঝিনাইদহ, নওগাঁ, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, ভোলা, সুনামগঞ্জ জেলা হাসপাতালে রোগী দেখার কা্রযক্রম শুরু হচ্ছে। আর স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে রয়েছে সাভার, পুঠিয়া, শ্রীমঙ্গল, আড়াইহাজার, মধুপুর, ভৈরব, লামা, নকলা, গফরগাঁও, দূর্গাপুর, মনিরামপুর, কেশবপুর, পবা, ফুলবাড়ী, ডোমার, টুঙ্গিপাড়াসহ ৩৯ টি উপজেলায় এই কার্যক্রম চলবে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ