• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ রাত ০৯:৫৭:৩৪ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

০১:১২ পিএম, ০৪ জুলাই ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
ঢাকা দক্ষিণ

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএসসিসির ২৫ ওয়ার্ডে ৩ দিনের চিরুনি অভিযান


মঙ্গলবার ৪ঠা জুলাই ২০২৩ দুপুর ০১:১২



ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএসসিসির ২৫ ওয়ার্ডে ৩ দিনের চিরুনি অভিযান

ছবি সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক :

ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তিন দিনব্যাপী বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করছে। ডেঙ্গু প্রতিরোধে দক্ষিণ সিটির ২৫টি ওয়ার্ডে এই বিশেষ চিরুনি অভিযান চলবে।

মঙ্গলবার (৪ জুলাই) প্রথম দিনে ৪১ নম্বর ওয়ার্ডের বলদা গার্ডেন এলাকায় এই বিশেষ অভিযানের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।  

অভিযানের প্রথম দিনে বেশ কিছু বাসাবাড়ি ও স্থাপনার ভেতরে ও সীমানার অভ্যন্তরে এডিস মশার লার্ভা পাওয়া যায়। পরে প্রতিটি বাড়ি ও স্থাপনার মালিকদের সতর্ক করে ডিএসসিসির অভিযান পরিচালনা দল। এ সময় টিপু সুলতান রোডের একটি নির্মাণাধীন বাড়িতে এডিশ মশার লার্ভা পাওয়ায় ভবনটির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসব এলাকায় দুপুর পর্যন্ত লার্ভা সাইডিং কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়।

এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে যারা হাসপাতালে এসে ভর্তি হয়েছেন সেখান থেকে রোগীদের বাসার ঠিকানা নিয়ে পরবর্তীতে আমরা গিয়ে দেখি কোথাও এডিস মশার উৎস আছে কি না। যদি থাকে তাহলে আমরা রোগীসহ এলাকাবাসীকে সতর্ক করে দিয়ে আসি। মশা কোনো বর্ডার মানে না, তাই এই ক্ষেত্রে আমাদেরই সচেতন হতে হবে।  

এডিস মশা নিধনে দুই সিটি করপোরেশন একসঙ্গে সমন্বয় করে কাজ করা যায় কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উত্তর ও দক্ষিণ দুইটি আলাদা সিটি করপোরেশন এবং তাদের প্রশাসনিক কার্যক্রমও আলাদা। তবে এডিস মশা নিধনে দুই সিটি করপোরেশন সমানভাবে কাজ করছে। আমরা দক্ষিণ সিটি করপোরেশন যে সব কর্মসূচি হাতে নিয়েছি সেগুলো আমরা উত্তর সিটি করপোরেশনকে জানিয়ে দেবো। এজন্য পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা আমাদের এডিস মশা নিধনে চিরুনি অভিযান কার্যক্রম পরিচালনা করছি এবং লিফলেট বিতরণ করে মানুষকে সচেতন করছি।

তিনি বলেন, আমরা নগরবাসীকে বলতে চাই, কাজ শেষে পানি যেন এক দিনের বেশি জমিয়ে না রাখা হয়। প্রতিদিনের পানি প্রতিদিন পরিষ্কার করলে এডিস মশার লার্ভা বংশবিস্তার করতে পারে না। এ বিষয়ে আমাদের সকলকে সচেতন হতে হবে। এছাড়া ডেঙ্গু প্রকোপ নিয়ন্ত্রণ করা যাবে না।  

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ৫ জোনের কর্মকর্তা সাখাওয়াত হোসেন সরকার, ডিভিশনাল এস্টেট অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাংলাদেশ রেলওয়ে ঢাকার মো. সফি উল্লাহ, ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলর সারওয়ার হাসান আলো ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. ফজলে শামশুল কবির।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->