• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:৪১:৪৯ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

মুন্সিগঞ্জে ইউপি চেয়ারম্যান হত্যাকাণ্ডের বিচারের দাবীতে মানববন্ধন


সোমবার ১৫ই জুলাই ২০২৪ বিকাল ০৩:১৫



ছবি: চ্যানেল এস

মুন্সিগঞ্জ প্রতিনিধি: 

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির ইউপি চেয়ারম্যান সুমন হালদার হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার পাঁচগাঁও ইউনিয়নের আলহাজ্ব ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্যে গুলি করে হত্যার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্তরা। আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা। মানববন্ধন শেষে অভিযুক্ত মিলেনুর রহমান মিলন ও জাহানুর রহমান সওদাগরের বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। অগ্নিকাণ্ডে পুড়ে যায় বেশ কয়েকটি বসত ঘর। টঙ্গীবাড়ী থানা পুলিশ জানিয়েছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রন আনা হয়েছে। আগুন দেওয়ার ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->