• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৩৪:৫০ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারাল বাংলাদেশের যুবারা


বুধবার ১৬ই নভেম্বর ২০২২ বিকাল ০৪:৩৬



টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারাল বাংলাদেশের যুবারা

ছবি সংগৃহীত

১৫ বছর পর পাকিস্তান সফরে গিয়ে যেন উড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। একমাত্র টেস্টে ড্র করার পর ওয়ানডে সিরিজ জিতে নেয় টাইগার যুবারা। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও জয় পেয়েছে লাল-সবুজের দল।

বুধবার (১৬ নভেম্বর) টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে স্বাগতিক দল। টার্গেট তাড়া করতে নেমে ৩ বল ও পাঁচ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। 

পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ওপেনার বাসিত আলীর। ২৫ বলে ৩৬ রান করে পাক উদ্বোধনী ব্যাটার। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ স্কোর সাদ বেগের। ২৮ বলে সমান ২৮ রান করে এ ব্যাটার। পাশাপাশি আরাফাত মিনহাজ করে ২০ রান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেয় তানভীর আহমেদ। এছাড়া মাহফুজুর রহমানের দখলে দুটি উইকেট গেছে।

১৪৪ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো হয় বাংলাদেশের। দুই ওপেনার জিসান ও আশিকুর দুজনই দলকে ইতিবাচক শুরু এনে দেয়। তবে দুজনের কেউই ইনিংস বড় করতে পারেনি। জিসান আউট হয়ে গেছে ব্যক্তিগত ২৪ রানে এবং আশিকুর করে ১৬ রান।

শেষদিকে শিহাবের অপরাজিত ৪১ রানে ভর করে পাঁচ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ