• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ রাত ০৮:০৭:৩৪ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

০১:১৩ পিএম, ২৭ জুলাই ২০২৪


ক্যাটাগরি

বাংলাদেশ
অপরাধ

সাত দিনে সারা দেশে ছয় হাজার গ্রেপ্তার


শনিবার ২৭শে জুলাই ২০২৪ দুপুর ০১:১৩



সাত দিনে সারা দেশে ছয় হাজার গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ, সংঘাত, ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় সারা দেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকার বিভিন্ন এলাকা ভাগ করে ‘ব্লক রেইড’ দিয়ে চলছে অভিযান।

পুলিশ জানিয়েছে, বেশি সহিংসতা হয়েছে এমন এলাকায় তাঁরা জোরদার অভিযান চালাচ্ছেন। তা ছাড়া সহিংসতার মদদদাতা হিসেবে সন্দেহভাজনদের বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে থাকার নির্দেশনাও পেয়েছেন তাঁরা। গত ১০ দিনে ঢাকাসহ ৫৩টি মহানগর ও জেলায় ৫৫৫টি মামলার তথ্য পাওয়া গেছে। ঢাকার বাইরে নতুন ২২টি ও ঢাকায় আরও আটটি মামলার তথ্য পাওয়া গেছে। ঢাকায় এ নিয়ে মোট মামলার সংখ্যা ২০৯। সারা দেশে মোট গ্রেপ্তার হয়েছেন অন্তত ৬ হাজার ২৬৪ জন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->