• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ দুপুর ০১:০২:১০ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ


শনিবার ১৮ই ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ১২:১৮



আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্জাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবার প্রতিযোগিতার ১৬তম আসরের পর্দা উঠবে আগামী ৩১ মার্চ। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে প্রথম আসরে এসেই চ্যাম্পিয়ন হওয়া হার্দিক পান্ডিয়ার দল গুজরাট টাইটান্স। বাংলাদেশ সময় রাত আটটায় যেখানে তারা মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। 

উদ্বোধনী একটি ম্যাচ হলেও পরের দুই দিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের আইপিএল চলবে প্রায় দুই মাস। গ্রুপ পর্বের ম্যাচ শেষ হবে ২১ মে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ মে। কয়েক বছরের বিরতি দিয়ে আইপিএল এবার হোম-অ্যাওয়ে ফরম্যাটে মাঠে নামতে যাচ্ছে। 

গ্রুপ পর্যায়ে সব মিলিয়ে মোট ৭০টি ম্যাচ হবে। এবারের আইপিএলেও গতবারের মতো দু’টি গ্রুপ রয়েছে। গ্রুপ এ’র পাঁচটি দল হলো-মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস। গ্রুপ বি’র পাঁচ দল-চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও গুজরাট টাইটান্স। 

আইপিএলে দল পাওয়া দশ ফ্র্যাঞ্জাইজির জন্য দশটি হোম ভেন্যু রেখে সূচি চূড়ান্ত করা হয়েছে। এর আগে ২০১৯ আসর হয়েছিল হোম-অ্যাওয়ে ভিত্তিতে। পরের আসর হয় সংযুক্ত আরব আমিরাতে। ২০২১ আসর প্রথমে ভারমে, এরপর সংযুক্ত আরব আমিরাতে হয়েছে। 

এবার মোট ১২টি শহরে আইপিএলের ম্যাচ হবে। শহরগুলো হলো- আহমেদাবাদ, কলকাতা, মোহালি, লখনৌ, হায়দরাবাদ, ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, জয়পুর, মুম্বাই, গুয়াহাটি (রাজস্থান রয়্যালসের দ্বিতীয় হোম) এবং ধর্মশালা (পাঞ্জাব কিংসের দ্বিতীয় হোম)। 

আইপিএলের ১৬তম আসরে বাংলাদেশের তিনজন ক্রিকেটার দল পেয়েছেন। মোস্তাফিজকে পূর্বের ফ্র্যাঞ্জাইজি দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে। সাকিব আল হাসান ফিরেছেন কলকাতা নাইট রাইডার্সে। প্রথমবার আইপিএলে দল পেয়েছেন লিটন দাস। তিনি কলকাতা নাইট রাইডার্সে খেলবেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ