• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ রাত ০৮:০৪:১৬ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

০৬:০৪ পিএম, ১৩ জানুয়ারী ২০২৪


ক্যাটাগরি

বাংলাদেশ
জাতীয় নির্বাচন

ময়মনসিংহ-৩ আসনে নিলুফার আনজুম পপিকে বিজয়ী ঘোষণা


শনিবার ১৩ই জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:০৪



ময়মনসিংহ-৩ আসনে নিলুফার আনজুম পপিকে বিজয়ী ঘোষণা

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্থগিত ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয় নিলুফার আনজুম পপি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ৫৪ হাজার ৪৯১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ ভোট।

শনিবার (১৩ জানুয়ারি) গৌরীপুর আসনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত। এরপর বিকেল ৫টার দিকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

ময়মনসিংহ-৩ আসনের মোট ভোট পড়েছে ১৬৭৬ ও বাতিল ভোট ছিল ১৫টি। 

উল্লেখ্য রোববার (৭ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনে গৌরীপুর উপজেলার শাবানহাটি ইউনিয়নের ভালুকপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় ওইদিন স্থানীয় প্রশাসন ভোটগ্রহণ স্থগিত করে দেয়। পরে নির্বাচন কমিশন ১৩ জানুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->