• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা কার্তিক ১৪৩১ সকাল ০৯:৫৮:৪৩ (18-Oct-2024)
  • - ৩৩° সে:

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কমিটি ৫ দফা নির্দেশনা


মঙ্গলবার ১৬ই জুলাই ২০২৪ দুপুর ০১:৪৭



ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কমিটি ৫ দফা নির্দেশনা

ছবি: সংগৃহীত

চ্যানেল এস: 

শিক্ষার্থীদের নিজ নিজ হলে অবস্থান নিশ্চিত করা এবং বহিরাগতদের চিহ্নিত করাসহ ৫ দফা নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কমিটি। 

 সিদ্ধান্তগুলো হলো:

  • শিক্ষার্থীরা স্ব স্ব হলে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন।
  • প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে সার্বক্ষণিকভাবে হলে অবস্থান করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
  • হলসমূহে কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না।
  • যেকোনো ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হচ্ছে।
  • সকলকে নাশকতামূলক কাজ থেকে বিরত থাকার জন্য বলা যাচ্ছে। কেউ নাশতকতামূলক কাজে জড়িত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগ ও কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের পর এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত হয়। প্রভোস্ট ও আবাসিক শিক্ষকরা শিক্ষার্থীদের নিরাপত্তায় সার্বক্ষণিক হলে অবস্থান করবেন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানানো হয়। এদিকে, সকাল থেকেই অনেক শিক্ষার্থীকে হল ছাড়তে দেখো গেছে।  

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->