• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ রাত ০৮:০৩:২০ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

বিকাশে টাকা দিলেই মিলছে চুরি যাওয়া বৈদ্যুতিক মিটার


রবিবার ৭ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:০৮



বিকাশে টাকা দিলেই মিলছে চুরি যাওয়া বৈদ্যুতিক মিটার

ছবি: চ্যানেল এস

সাঁথিয়া প্রতিনিধি: 

পাবনার সাঁথিয়া পৌর এলাকার পিপুলিয়া কারিগরপাড়া, ধোপাদাহ, নাড়িয়াগোদাই সহ বিভিন্ন এলাকা থেকে সম্প্রতি চুরি হয় ১৮ টি শিল্প মিটার । ভুক্তভোগীরা জানা,  সকালে বাসা বাড়িতে বিদ্যুৎ না থাকায় ভেবে নেন লোডশেডিং এর কোন ঘটনা। 

তবে কিছুক্ষণ যেতেই প্রতিবেশীর বাড়িতে বিদ্যুৎ দেখে বোঝা যায় মূল ঘটনা। পরে বৈদ্যুতিক মিটারের কাছে গিয়ে দেখা যায় , সেখানে নেই মিটার। পলিথিনে মোড়ানো এক টুকরো কাগজে লেখা মোবাইল নাম্বার। 

এই নাম্বারে যোগাযোগ করা হলে অপরপ্রান্ত থেকে জানানো হয় মিটারটি চুরি করা হয়েছে। ফিরে পেতে মিটার প্রতি দিতে হবে ৬ হাজার ১শ টাকা। 

রাজি হলে দেয়া হয় মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বার । টাকা পাঠানোর ১৫/২০ মিনিট পর ভুক্তভোগীকে জানিয়ে দেয়া হয় মিটারের সন্ধান। চোর চক্রকে টাকা দিয়ে মিটার ফেরত নিয়েছেন কেউ কেউ। যারা এখনো টাকা পাঠাননি তারা পাননি মিটারের খোঁজ। মিটার বাঁচাতে লোহার খাঁচাও বানিয়ে নিয়েছেন কেউ কেউ। 

এদিকে একজন মিল মালিক টাকা দেওয়ার পরও গালমন্দ করায় ফেরত দেয়া হয়নি মিটার। 

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ করেন ভুক্তভোগীরা। থানায় লিখিত অভিযোগ করতে বলা হয় সমিতির পক্ষ থেকে। 

চোর চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->