মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া (স্বপন):
ঈদযাত্রায় ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ১০ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)।
রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। এসময় তাঁদের কাছ থেকে ৫০০ টিকিট ও কালোবাজারির বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
শুক্রবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্টে কর্নেল ফিরোজ কবীর। তিনি বলেন, কালোবাজারিরা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট কালোবাজারি করছিল। টিকিট বুকিংয়ের জন্য চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত হয়ে টিকিট কালোবাজারি করতো তারা। পরে সাধারণ যাত্রীদের কাছে দুই-তিন গুন বেশি দামে বিক্রি করা হতো এসব টিকিট। এ চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।
মন্তব্য করুনঃ