• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই চৈত্র ১৪৩০ রাত ০৯:৪৮:১৫ (28-Mar-2024)
  • - ৩৩° সে:

ধামরাইয়ে কীটনাশক তৈরির কারখানায় আগুন, ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে


শনিবার ১২ই নভেম্বর ২০২২ দুপুর ০১:২৭



ধামরাইয়ে কীটনাশক তৈরির কারখানায় আগুন, ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ছবি : সংগৃহীত

রাজধানীর ধামরাইয়ে বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড এগ্রো নামে একটি কীটনাশক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহাতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে ধামরাইয়ের কালামপুর বিসিক এলাকায় ৪ তলা ভবনের কারখানায় এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টার দিকে ওই কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ফায়ার সার্ভিস, ডিইপিজেড ফায়ার সার্ভিস ও কল্যানপুর ফায়ার সার্ভিসের সর্বমোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরে প্রায় ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের ৪ তলা থেকে আগুনের সূত্রপাত। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ