ছবি: সংগৃহীত
চ্যানেল এস ডেস্ক:
দেশের ইতিহাসে সর্ববৃহৎ ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রনয়ণ হয়েছে চলতি অর্থবছরে।
বাজেটের ওপর এ পর্যন্ত বক্তব্য রেখেছেন বিরোধীদলীয় নেতাসহ ২৩৪ জন সংসদ সদস্য। প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাসী আখ্যা দিয়ে সমালোচনা করেছেন অনেকে। শনিবার বিকেলে বাজেট আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, চ্যালেঞ্জ নেয়ার কারনেই সম্ভব হয়েছে এবারের বাজেট প্রণয়ণ। যা মোটেই উচ্চাভিলাসী নয়।
শেখ হাসিনা বলেন, প্রস্তাবিত বাজেট ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার পদক্ষেপ। আর উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই প্রনয়ন করা হয়েছে এবারের বাজেট।
সরকার প্রধান বলেন, নিজেদের নির্বাচনী ইশতেহার কখনো ভুলে যায় না আওয়ামী লীগ। বক্তব্যের এক পর্যায়ে দেশের সব বিভাগীয় শহরে মেট্রারেল চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
এছাড়া বিদ্যুৎ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষের সক্ষমতা যখন কম ছিল, তখন কম বিদ্যুৎ হলেও চলতো। এখন সক্ষমতা বেড়েছে, তাই বিদ্যুতের চাহিদাও বেড়েছে। এ অবস্থায় বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে বিদ্যুতে, যা আর সামনের দিনগুলোতে দেয়া সম্ভব হবে না।
জাতীয় সংসদের সমাপনী অধিবেশন বসে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে।
মন্তব্য করুনঃ