• ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ সকাল ০৯:১৫:৫৯ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি হাঁকালেন মুনীবা আলি


বৃহঃস্পতিবার ১৬ই ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ১২:৩৯



নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি হাঁকালেন মুনীবা আলি

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

দক্ষিণ আফ্রিকায় চলছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। নয় ম্যাচ পরে এসে নারীদের এই বিশ্বকাপে দেখা মিলেছে প্রথম সেঞ্চুরির। নিজেদের জয়ের দিনে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার মুনীবা আলি। টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো পাকিস্তানি নারী খেলোয়াড়ের প্রথম সেঞ্চুরি এটি। 

গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার কেপটাউনে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান-আয়ারল্যান্ড। 

টসে হেরে ব্যাটিংয়ে নেমে মুনীবার সেঞ্চুরিতে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান করে পাকিস্তান। জবাবে মাত্র ৯৫ রান তুলতেই শেষ হয় আয়ারল্যান্ডের ব্যাটিং ইনিংস। তাতে ৭০ রানে বড় জয় পায় মুনীবার দল। 

ম্যাচটিতে ৬৮ বলে ১০২ রান করেন পাকিস্তানি ওপেনার মুনীবা আলি। এটি চলতি বিশ্বকাপ আসরের প্রথম সেঞ্চুরি। সেই সঙ্গে মুনীবা ও পাকিস্তানের কোনো নারী ক্রিকেটারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। ১০২ রানের ইনিংসে কোনো ছক্কার মার না থাকলেও ১৪টি চার হাঁকিয়েছেন মুনীবা। আর স্ট্রাইক রেট ছিল ১৫০। 

এ দিন দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন নাইদা রশিদ। মুনীবা আর নাইদা ছাড়া পাকিস্তানের পক্ষে আরও কেউই তেমন রান করতে পারেননি। ১৬৬ রানের জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আয়ারল্যান্ড। তাতে ১৬.৩ ওভারে ৯৫ রান তুলতেই গুটিয়ে যায় ১০ উইকেট। দলটির পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন ওরলা প্রেন্দারগাস্ট।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ