• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৭:৫৯ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

০৪:০৮ পিএম, ১১ নভেম্বর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর
ভ্রমণ

কক্সবাজার সৈকতে ভেসে আসছে শত শত মৃত জেলিফিশ


শুক্রবার ১১ই নভেম্বর ২০২২ বিকাল ০৪:০৮



কক্সবাজার সৈকতে ভেসে আসছে শত শত মৃত জেলিফিশ

ছবি : সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্টে তিন মাসের ব্যবধানে ফের শত শত মৃত জেলিফিশ ভেসে আসতে দেখা গেছে।

শুক্রবার (১১ নভেম্বর) সকাল থেকে সৈকতের কলাতলী পয়েন্ট থেকে দরিয়ানগর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে এসব মৃত জেলিফিশের দেখা মিলেছে।

খবর পেয়ে কক্সবাজারের বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্স ইনস্টিটিউটের সমুদ্রবিজ্ঞানীরা মৃত জেলিফিশের নমুনা সংগ্রহ করেছেন।

বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্স ইনস্টিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার জানিয়েছেন, শুক্রবার সকালে সৈকতের বিভিন্ন পয়েন্টে অসংখ্য মৃত জেলিফিশ দেখা গেছে। ভাটার সময় এসব জেলিফিশ দেখা গেলে জোয়ারের পানিতে জেলিফিশগুলো পুনরায় সমুদ্রের পানিতে নিমজ্জিত হয়েছে। ভাটার সময় আবারও এসব জেলিফিশ উপকূলে ভেসে আসবে। প্রাথমিকভাবে এসব জেলিফিশ জেলেদের জালে আটকা পড়ে মারা যাচ্ছে বলে মনে হচ্ছে।

তিনি আরও জানান, যে জেলিফিশটি ভেসে এসেছে তা হোয়াইট টাইপ। যার বৈজ্ঞানিক নাম ‘Lobonemoides robustus’। সাগরে যেসব জেলিফিশ রয়েছে তার মধ্যে এটি খাদ্য হিসেবে বিভিন্ন দেশে বেশ জনপ্রিয়। এই জেলিফিশটির অন্যতম বিচরণক্ষেত্র হচ্ছে বঙ্গোপসাগর। এটি প্রাণঘাতী কোনো জেলিফিশ না হলেও এর কর্ষিকা সংস্পর্শে সামান্য জ্বালাপোড়া হতে পারে।

এর আগে গত আগস্টের শুরুতে দুই দফায় অসংখ্য মৃত জেলিফিশ ভেসে এসেছিল।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->