চ্যানেল এস ডেস্ক:
হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু শামসুল হক টুকু। চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে।
শুক্রবার বিকেল ৪টাযর দিকে বেড়া আব্দুল খালেক স্টেডিয়াম থেকে নৌবাহিনীর হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়। এর আগে বেলা ১১টার দিকে বেড়া উপজেলার বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ডেপুটি স্পিকার।
এসময় হঠাৎ তিনি অসুস্থবোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কিছুটা সুস্থবোধ করায় তাকে নিজ বাসায় নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নৌবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়।
মন্তব্য করুনঃ