• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:১৮:১৭ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

মুন্সীগঞ্জে পদ্মার ভাঙন কবলে শতবর্ষী দিঘীরপাড় বাজার


শনিবার ২৭শে জুলাই ২০২৪ বিকাল ০৪:১৬



ছবি: চ্যানেল এস

মুন্সিগঞ্জ প্রতিনিধি: 

উজানের ঢল আর বর্ষায় বৃষ্টিতে বেড়েছে নদনদীর পানি। খরস্রোতা রুপে প্রমত্তা পদ্মা। ভাঙনের কবলে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী দিঘীরপাড় বাজার। গেলো কয়েকদিনের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে সার ও পাটের আড়ৎ সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। আতংকে নিঘুর্ম রাত কাটছে ব্যবসায়ীদের। 

স্থানীয়দের অভিযোগ, সময়মতো নদীতীর সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু না হওয়ায় ভাঙ্গন দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। ভিটেমাটি আর রুটি-রুজি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি তাদের। 

তবে পানি উন্নয়ন বোর্ড বলছে,পদ্মায় চলতি বছর অস্বাভাবিক স্রোতের কারনেই দেখা দিয়েছে ভাঙ্গন। নদীতে ফেলা হচ্ছে বালি ভর্তি জিও ব্যাগ। 

পদ্মার বাম তীর সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু হয় ২০২১ সালের মাঝামাঝিতে। ৪৭৮ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পে প্রায় ১৪ কিলোমিটার এলাকায় স্থায়ীবাঁধ নির্মাণের কাজ শেষ হওয়ার কথা রয়েছে ২০২৪ সালের সেপ্টেম্বরে।  এর মধ্যে ৯ দশমিক ১০ কিলোমিটার এলাকায় নির্মিত হবে স্থায়ীবাঁধ। আর ৪ দশমিক ৬২ কিলোমিটার এলাকায় নেয়া হবে ভাঙ্গন প্রতিরোধক অস্থায়ী ব্যবস্থা। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->