• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ রাত ০৮:০৩:৫৭ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ দক্ষিণ আফ্রিকার


শনিবার ৭ই অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:০৭



বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ দক্ষিণ আফ্রিকার

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক:  

ভারত বিশ্বকাপের উইকেটে হবে রান উৎসব, লড়াই হবে ধুন্ধুমার। তা তো আগেই ছিল অনুমিত। সেই ধারা ধরে রেখে এবার বিশ্বরেকর্ড গড়ল ফেভারিট দক্ষিণ আফ্রিকা। ডি কক-ডুসেন ও মার্করামের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ ইতিহাসের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা। 

আজ শনিবার (৭ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে স্কোরবোর্ডে ৪২৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে ডি কক ১০০, ডুসেন ১০৮ ও মার্করাম ১০৬ রান করেন। 

এতদিন ২০১৫ সালে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৪১৭ রানই ছিল বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ। এবার সেটি ভেঙে নতুন রেকর্ড গড়ল প্রোটিয়ারা। 

টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়াটা যে ঠিক হয়নি লঙ্কানদের, তাই যেন প্রমাণ করলেন প্রোটিয়া ব্যাটাররা। দলীয় ১০ রানের মাথায় অধিনায়ক টেম্বা বাভুমাকে হারালেও পরবর্তীতে  দুর্দান্ত এক জুটি গড়েন ডি কক-ডুসেন। শ্রীলঙ্কার বোলারদের পাত্তা না দিয়েই মারকুটে ব্যাটিং করতে থাকেন এই দুই ব্যাটার। 

দুজনেই তুলেন নেন সেঞ্চুরি। এরপর দলীয় ২১৪ রানে মাথিশা পাথিরানার বলে ধনঞ্জয়ার হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডি কক। সাজঘরের ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৮৪ বলে ১০০ রান। এরপর এইডেন মার্করামকে নিয়ে জুটি গড়েন ডি কক। এই দুইজনের ৫০ রানের জুটিতে দলীয় সংগ্রহ ২৫০ রান পার করে দক্ষিণ আফ্রিকা। যদিও দলীয় ২৬৪ রানে বিদায় নেন ডুসেন। ১১০ বলে ১০৮ রান করেন এই ডানহাতি ব্যাটার। 

এরপর হেনরিখ ক্লাসেনকে নিয়ে রীতিম তাণ্ডব চালায় মার্করাম। এই দুইজনের ৭৮ রানের জুটিতে রান পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। যদিও দলীয় ৩৪২ রানের সময় ব্যক্তিগত ৩২ রানে আউট হন ক্লাসেন। এরপর ডেভিড মিলারকে নিয়ে ব্যাট হাতে ফের একবার ঝড় তোলেন মার্করাম। ৪৯ বলে তুলে নেন বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি। দলীয় ৩৮৩ রানে ব্যক্তিগত ১০৬ রানের ইনিংস খেলে আউট হন মার্করাম। এরপর জেনসেনকে নিয়ে বাকি কাজটা সারেন মিলার। এই দুইজনের ব্যাটে রেকর্ড গড়ে প্রোটিয়ারা। 

সংক্ষিপ্ত স্কোর : 

দক্ষিণ আফ্রিকা : ৫০ ওভারে  ৪২৮/৫ (ডি কক ১০০, বাভুমা ৮, ডুসেন ১০৮, মার্করাম ১০৬, ক্লাসেন ৩২, মিলার ৩৯, জেনসেন ১২; রাজিথা ১০-১-৯০-১, মধুশঙ্কা ১০-০-৮৬-২, শানাকা ৬-০-৩৬-০, সিলভা ৪-০-৩৯-০, পাথিরানা ১০-০-৯৫-১, ভেল্লালাগে ১০-০-৮১-১) 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->