• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ রাত ০৮:০৭:৫২ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

১২:৪২ পিএম, ১৩ নভেম্বর ২০২২


ক্যাটাগরি

সারাদেশ
জেলার খবর
কৃষি ও প্রকৃতি

কাঁচাপাকা আমনের হলুদাভ সবুজ শীষে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন


রবিবার ১৩ই নভেম্বর ২০২২ দুপুর ১২:৪২



কাঁচাপাকা আমনের হলুদাভ সবুজ শীষে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন

ভোলার তজুমদ্দিনে কাঁচাপাকা আমনের হলুদাভ সবুজ শীষে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন। বাড়িতে ব্যস্ততা কিষাণীদের। অপেক্ষা কেবল নতুন ফসল ঘরে তোলার। বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউটের উদ্ভাবিত ব্রি-৮৭ ধান চাষে চমক সৃষ্টি করেছেন স্থানীয় কৃষকরা। 

কম খরচে ও স্বল্প সময়ে  ভালো ফলন পাওয়ায় এ জাতের ধান চাষে আগ্রহ বাড়ছে তাদের। চলতি মৌসুমে প্রায় সকল জাতের ধানেই ভালো ফলন হয়েছে। তবে ভালো ফলনের দিক থেকে এগিয়ে রয়েছে  ব্রি-ধান ৮৭’।

 উপজেলার চাঁদপুর ও সোনাপুর ইউনিয়নের বেশ কয়েকজন কৃষক এ বছর নতুন জাতের ব্রি-ধান ৮৭ চাষ করে ব্যাপক ফলন পেয়েছেন বলে জানিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ দাস। উপজেলায় ১’শ ৫০ হেক্টর জমিতে এ জাতের ধান চাষ করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->