ভোলার তজুমদ্দিনে কাঁচাপাকা আমনের হলুদাভ সবুজ শীষে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন। বাড়িতে ব্যস্ততা কিষাণীদের। অপেক্ষা কেবল নতুন ফসল ঘরে তোলার। বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউটের উদ্ভাবিত ব্রি-৮৭ ধান চাষে চমক সৃষ্টি করেছেন স্থানীয় কৃষকরা।
কম খরচে ও স্বল্প সময়ে ভালো ফলন পাওয়ায় এ জাতের ধান চাষে আগ্রহ বাড়ছে তাদের। চলতি মৌসুমে প্রায় সকল জাতের ধানেই ভালো ফলন হয়েছে। তবে ভালো ফলনের দিক থেকে এগিয়ে রয়েছে ব্রি-ধান ৮৭’।
উপজেলার চাঁদপুর ও সোনাপুর ইউনিয়নের বেশ কয়েকজন কৃষক এ বছর নতুন জাতের ব্রি-ধান ৮৭ চাষ করে ব্যাপক ফলন পেয়েছেন বলে জানিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ দাস। উপজেলায় ১’শ ৫০ হেক্টর জমিতে এ জাতের ধান চাষ করা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুনঃ