ছবি : সংগৃহীত
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়টির সাবেক দুই ট্রাস্টি রেহানা রহমান ও এম এ কাশেমের জামিন বাতিল চেয়ে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৩ নভেম্বর) সকালে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, ৩০৩ কোটি ৮২ লাখ টাকা আত্মসাতের মামলায় বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের দুই সদস্যের জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) এ মামলায় এম এ কাশেম ও রেহেনা রহমানকে জামিন দেন হাইকোর্ট। জামিনের শর্তে বলা হয়, তারা আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না । এছাড়াও অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও যেতে পারবেন না তারা।
বিচারপতি এস এম কুদ্দুস জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। ট্রাস্টিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।
মন্তব্য করুনঃ