• ঢাকা
  • |
  • বুধবার ১১ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:০০:২৪ (24-Apr-2024)
  • - ৩৩° সে:

অর্ধশতাধিক ঘর পুড়ে যাওয়ার পর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে


সোমবার ২৭শে মার্চ ২০২৩ দুপুর ১২:৫৯



অর্ধশতাধিক ঘর পুড়ে যাওয়ার পর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

ছবি সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় সকাল ৮টা ১০মিনিটি আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ভোর ৬টা ৪৭ মিনিটে ওই বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। 

মো. কবীর হোসেন নামে এক বাসিন্দা বলছেন, ভিতরে শুধু টিনের ঘর। অনেক মানুষ কোনো মালামাল নিয়ে বের হতে পারেনি। সব আগুনে পুড়ে গেছে। 

বাসার খান নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ফায়ার সার্ভিসের সঙ্গে বস্তিবাসীও আগুন নিয়ন্ত্রণে এগিয়ে এসেছে। অনেক মানুষ মালামাল নিয়ে বের হতে পারলেও অনেকের মালামাল ভিতরেই রয়ে যায়। প্রচুর ঘর পুড়ে গেছে। 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সকাল ৬টা ৪৭ মিনিটে আমরা মহাখালী সাত তলা বস্তিতে আগুন লাগার খবর পায়।

খবর পাওয়ার পর আমাদের ৯টি ইউনিট সেখানে পাঠায়। তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে।  

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত আমাদের কাছে হতাহতের কোনো খবর আসেনি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ