• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ সন্ধ্যা ০৬:০৯:১৫ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

০৪:১৯ পিএম, ০৭ ফেব্রুয়ারী ২০২৩


ক্যাটাগরি

স্বাস্থ্য
লাইফস্টাইল

পেটের বাড়তি চর্বি কমানোর উপায়


মঙ্গলবার ৭ই ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৪:১৯



পেটের বাড়তি চর্বি কমানোর উপায়

ছবি সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক : 

পেটের মেদ কমানো একটি বড় সমস্যা। তবে ঘরোয়া উপায়ে সহজেই কমানো যায় পেটের এই বাড়তি চর্বি। 

দেহের অন্যান্য অংশের তুলনায় পেটের মেদ খুব দ্রুত বেড়ে যায়। আর এটি খুব বিব্রতকর লাগে। কোনো ভালো পোশাক পরলেও সুন্দর লাগে না। তাহলে শরীরের এই বাড়তি মেদ কীভাবে দূর করা যায়? জি নিউজের প্রতিবেদনে এমন ৫টি সবুজ সবজি ও ফলের রসের গুণাগুণের কথা বলা হয়েছে, যেগুলো পান করলে সহজেই ঝরবে মেদ। চলুন জেনে নেয়া যাক। 

পালংশাক
পেটের মেদ কমাতে সাহায্য করে পালং শাকের রস। কারণ পালং শাকে কম পরিমাণে ক্যালোরি থাকে। তবে বেশি পরিমাণে থাকে ফাইবার, যা পেটের মেদ দ্রুত কমায়। 

শসার রস
শসায় ৯৫ শতাংশ পানি রয়েছে এবং এটি ভিটামিন ‘কে’ সমৃদ্ধ। তাই শসার রস অতিরিক্ত মেদ জমতে দেয় না। শরীর সুস্থ রাখতে প্রতিদিন শসার রস পান করতে পারেন। 

কিউয়ির রস
ভিটামিন ‘সি’ সমৃদ্ধ কিউয়ি ফল। এই ফল রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। শরীরকে সুস্থ রাখার জন্য সেরা ফল কিউয়ি। পেটের চর্বি কমানোর জন্য কিউয়ির রস খুবই উপকারী। 

লাউয়ের রস 
পেটের মেদ কমাতে লাউয়ের উপকারিতা অনেক। লাউতে ক্যালোরির পরিমাণ কম। তবে পালংশাকের মতোই এই সবজিতে ফাইবার থাকে অনেক বেশি, যা পেটের মেদ তাড়াতাড়ি ঝরাতে সাহায্য করে। 

বাঁধাকপির রস
বাঁধাকপিতে অপরিহার্য বেশ কয়েক ধরনের ভিটামিন থাকে। প্রতিদিন বাঁধাকপির রস পান করুন। শরীরের জন্য স্বাস্থ্যকর বাঁধাকপির রস। মেদ কমানোর পাশাপাশি বমি বমি ভাব, হজমের সমস্যাও দূর করে বাঁধাকপির রস।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ