• ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ সকাল ০৬:৪৯:৪১ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

উন্নত দেশের প্রতি ক্ষোভ ঝাড়লেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী


বুধবার ২৩শে নভেম্বর ২০২২ দুপুর ০২:২০



উন্নত দেশের প্রতি ক্ষোভ ঝাড়লেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে উন্নত দেশগুলোর যেভাবে সহায়তা করার কথা ছিল, তা তারা করছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার (২৩ নভেম্বর) রাজধানীর বনানীতে ইউএন লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত সাসটেইনেবিলিটি ডে'র অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিশ্বের উন্নত ৩৮টি দেশের মধ্যে ৩৩টি দেশই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণের জন্য অর্থ সহায়তা দিচ্ছে না অভিযোগ করে শাহরিয়ার আলম বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি ও খাদ্যের নতুন সংকট সৃষ্টি করা হয়েছে।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, পরিবেশবান্ধব শিল্পায়নের লক্ষ্যে আগামী বছরের মাঝামাঝি পাঁচ শতাধিক সবুজ কারখানা হবে বাংলাদেশে। স্বাধীনতার ৫০ বছরে এসে বাংলাদেশের মাথাপিছু আয় ৩ হাজার ডলারে উন্নীত হওয়া বৈশ্বিক প্রেক্ষাপটে অভাবনীয় সাফল্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরওয়ে, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতরা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ