• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ রাত ০৮:০০:১০ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

১১:৪১ এএম, ০৩ জানুয়ারী ২০২৪


ক্যাটাগরি

বাংলাদেশ
জাতীয় পার্টি
জাতীয় নির্বাচন

সরে দাঁড়াচ্ছেন জাপার প্রার্থীরা, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি জিএম কাদেরের


বুধবার ৩রা জানুয়ারী ২০২৪ সকাল ১১:৪১



সরে দাঁড়াচ্ছেন জাপার প্রার্থীরা, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি জিএম কাদেরের

ছবি সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র চারদিন বাকি। অথচ প্রধান বিরোধী দল হিসেবে ঘোষণা দেয়া জাতীয় পার্টির (জাপা) একাধিক প্রার্থী ভোটের মাঠ থেকে একে একে সরে দাঁড়াচ্ছেন। এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন খোদ পার্টি চেয়ারম্যান জিএম কাদের।

দলের প্রার্থীদের মধ্যে যারা মাঠে আছেন তাদের অধিকাংশই নিষ্ক্রিয়। অথচ দলটি সরকার গঠনের প্রত্যাশার কথা জানিয়েছিলো। এনিয়ে জিএম কাদের বলেন, এমন কর্মকাণ্ড অবশ্যই সংগঠন পরিপন্থি। সরে দাঁড়ানো প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মঙ্গলবার (২ জানুয়ারি) দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দেন দিনাজপুর-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মাহবুব আলম। একই দিনে গাজীপুর-৪  আসনে জাতীয় পার্টির প্রার্থী শামসুদ্দিন খানও ভোটের মাঠ থেকে নিজেকে গুটিয়ে নেন। ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে শংকা প্রকাশ করে তিনি এ প্রত্যাহারের কারণ হিসেবে উল্লেখ করেন।

শুধু দিনাজপুর কিংবা গাজীপুরই নয়, বরিশাল, বরগুনা, ব্রাহ্মণবাড়িয়া ও সিরাজগঞ্জসহ একাধিক আসন থেকে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় পার্টির প্রার্থীরা। এছাড়া অধিকাংশ আসনেই প্রতিদ্বন্দ্বিতায় মাঠে টিকতে না পেরে নির্বাচনে থাকলেও প্রার্থীরা প্রচার-প্রচারণায় সক্রিয় নন।

রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষাবিদ অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি বলেন, সমঝোতার পাশাপাশি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ার কারণেই ভোটের মাঠে খুব একটা সরব হতে পারেনি জাতীয় পার্টি। তিনি আরও বলেন, আসনের প্রার্থীরা অনেকটা হতাশা ও নিশ্চিত পরাজিত জেনে নির্বাচন থেকে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন।

তবে জিএম কাদের বেশ শক্তভাবেই বলেছেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানো সংগঠন পরিপন্থি কাজের শামিল। যারা সরে যাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। জাপা চেয়ারম্যান বলেন, অনেকেই মিডিয়া আলোচনায় থাকতে সংবাদ সম্মেলন করে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিচ্ছেন। এটা খুবই খারাপ নজির এবং এতে দলীয় শৃঙ্খলা নষ্ট হচ্ছে।


জিএম কাদের আরও বলেন, যারা অর্থের অভাবে নির্বাচন থেকে সরে যাচ্ছেন, তাদের আমরা চাপ দেব না। দলটির একাধিক সূত্র জানিয়েছে, নির্বাচনের মাঠে থাকা প্রার্থীর সংখ্যা ২শর নিচে নেমে গেছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->