• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই পৌষ ১৪৩১ রাত ১১:৪০:০৬ (30-Dec-2024)
  • - ৩৩° সে:

০৩:৫৯ এএম, ২০ সেপ্টেম্বর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ
খেলা
ফুটবল
বাংলাদেশ

নারী ফুটবলে ১৯ বছরের খরা কাটলো বাংলাদেশের; প্রথমবার ঘরে তুললো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা


মঙ্গলবার ২০শে সেপ্টেম্বর ২০২২ রাত ০৩:৫৯



নারী ফুটবলে ১৯ বছরের খরা কাটলো বাংলাদেশের; প্রথমবার ঘরে তুললো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা

ফাইল ছবি

স্বাগতিক নেপালকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতলো লাল সবুজের বাংলাদেশ। আসড়ের শুরু থেকে মাঠে বাঘিনীদের গর্জন দেখেছে গোটা বিশ^। শেষ পর্যন্ত বিজয়ের চূড়ান্ত মুকুট পড়েই সর্বশক্তির জানান দিলো বাংলাদেশের মেয়েরা। ১৯ বছরের খরা কাটিয়ে হিমালয় জয় করা অপ্রতিরোধ্য স্কোয়াডের এক গল্প।

গ্যালারিতে স্বাগতিক নেপালিদের উন্মাদনা চুপসে দিতে বাংলার তরুণীরা সময় নিয়েছিলো মাত্র ১৩ মিনিট। এরপরই পাল্টে যায় সব সমীকরণ। একগোলে পিছিয়ে থাকা নেপাল প্রানপন আক্রমনের চেষ্টা করলেও বাঘিনীদের ক্ষীপ্রতায় প্রথমার্ধের ৪৫ মিনিটের দাপটের কাছে কোনঠাসা প্রতিপক্ষের সাক্ষী  নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়াম ।

দুই গোলে এগিয়ে যাওয়া লাল সবুজের পতাকাবাহী তরুনীরা দ্বিতীয়ার্ধেও আধিপত্য বিস্তার করে পুরো মাঠে। শামসুন্নাহার আর কৃষ্ণা ম্যাজিকে নিরুত্তাপ নেপালি শিবিরে ৭০ মিনিটে ক্ষনিকের উষ্ণতা ছাড়ায় অনিতা বাসনেত। তবে সেই উত্তেজনা থেমে যায় মাত্র ৭ মিনিটের ব্যবধানে। বাংলাদেশের বিজয় নিশ্চিত করা কৃষ্ণার গোলে সেই উল্লাসেই ফেটে পড়ে লাল সবুজের গ্যালারি।

৯০ মিনিট হওয়ার তখনো কিছুটা বাকি। এরই মধ্যে নতুন ইতিহাসের হাতছানি বাংলাদেশের মেয়েদের হাত ধরে। খেলা শেষে নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়াম পরিণত হয় একখন্ড বাংলাদেশে।

ফাইনালে দুই বার বল জালে জয়িড়ে কৃষ্ণা গোল্ডেন বুট জিতে নিয়ে পুরো আসড়ে সর্বোচ্চ ৮ গোল করে গোল্ডেন বল নিজের রেকর্ড বইয়ে য্ক্তু করেন সাবিনা।

নারী ফুটবল চ্যাম্পিয়নদের হাতে শিরোপা ওঠার আগেই বাংলাদেশ থেকে তাদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

এদিকে ১ লক্ষ ৪৭ হাজার বর্গমাইলের বাংলাদেশে ছড়িয়ে পড়ে শিরোপা জয়ের বাধ ভাঙা উচ্ছ্বাসে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->